ETV Bharat / state

বিবাহবহির্ভূত সম্পর্কের জের ! যুবক খুনে গ্রেপ্তার বন্ধু - বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য বন্ধুকে খুন

বন্ধুকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । গাইঘাটা থানার বেড়ি গোপালপুর এলাকার ঘটনা ।

Murder of a friend for an extramarital affair
Murder of a friend for an extramarital affair
author img

By

Published : Jul 31, 2020, 1:54 AM IST

গাইঘাটা, 30 জুলাই : বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বন্ধুকে খুনের অভিযোগ উঠল গাইঘাটা থানার বেড়ি গোপালপুর এলাকায় । মৃতের নাম সৌরভ সাহা । মছলন্দপুরের বাসিন্দা । রাজু বাছাড় নামে সৌরভের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ ।

আজ বনগাঁ আদালতে ধৃতকে তোলা হলে পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । গাইঘাটার বেড়ি গোপালপুরের বাসিন্দা রাজু বাছাড় ও সৌরভ সাহা দু'জনে বন্ধু ছিলেন । দুজনেই বিবাহিত । পুলিশ সূত্রে জানা গেছে, রাজুর স্ত্রীর সঙ্গে সৌরভের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল । আর তা জানতে পেরে যান রাজু । মঙ্গলবার সৌরভকে বাড়িতে ডেকে আনেন রাজু । রাতে সেখানেই ছিলেন সৌরভ ।

বুধবার স্থানীয়রা অচৈতন্য অবস্থায় সৌরভকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যান । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । খবর পেয়ে সৌরভের পরিবার হাসপাতালে আসে । ছেলেকে খুন করা হয়েছে বলে রাজুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তারা । অভিযোগের ভিত্তিতে রাজুকে গ্রেপ্তার করা হয় ।

গাইঘাটা, 30 জুলাই : বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বন্ধুকে খুনের অভিযোগ উঠল গাইঘাটা থানার বেড়ি গোপালপুর এলাকায় । মৃতের নাম সৌরভ সাহা । মছলন্দপুরের বাসিন্দা । রাজু বাছাড় নামে সৌরভের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ ।

আজ বনগাঁ আদালতে ধৃতকে তোলা হলে পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । গাইঘাটার বেড়ি গোপালপুরের বাসিন্দা রাজু বাছাড় ও সৌরভ সাহা দু'জনে বন্ধু ছিলেন । দুজনেই বিবাহিত । পুলিশ সূত্রে জানা গেছে, রাজুর স্ত্রীর সঙ্গে সৌরভের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল । আর তা জানতে পেরে যান রাজু । মঙ্গলবার সৌরভকে বাড়িতে ডেকে আনেন রাজু । রাতে সেখানেই ছিলেন সৌরভ ।

বুধবার স্থানীয়রা অচৈতন্য অবস্থায় সৌরভকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যান । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । খবর পেয়ে সৌরভের পরিবার হাসপাতালে আসে । ছেলেকে খুন করা হয়েছে বলে রাজুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তারা । অভিযোগের ভিত্তিতে রাজুকে গ্রেপ্তার করা হয় ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.