ETV Bharat / state

Haroa Murder : সংসার বাঁচাতে প্রেমিকের মাথায় হাতুড়ি মেরে খুন, গ্রেফতার গৃহবধূ-সহ চার - youth allegedly murdered by lover and her husband at haroa

যুবকের সঙ্গে গৃহবধূর অবৈধ সম্পর্কের কথা বাড়ির লোকজন জেনে ফেলেছিল ৷ গৃহবধূ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও যুবক রাজি ছিলেন না ৷ উপরন্তু গৃহবধূর বাড়িতে জানিয়ে দেওয়ার হুমকি দিত যুবক ৷ তারপরে যুবককে ডেকে এনে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ উঠল প্রেমিকা এবং তাঁর স্বামী, প্রেমিকার বাবা ও দিদির বিরুদ্ধে (House Wife Murder Her lover) ৷

Extra martials Affairs
প্রেমিককে বাড়িতে ডেকে খুন
author img

By

Published : May 30, 2022, 8:09 PM IST

Updated : May 30, 2022, 9:12 PM IST

হাড়োয়া, 30 মে: অবৈধ সম্পর্কের জেরে প্রেমিককে ফোন করে ডেকে এনে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ উঠল প্রেমিকা,তার স্বামী, তার বাবা এবং দিদির বিরুদ্ধে । খুনের পর প্রমাণ লেপাটের চেষ্টা করে অভিযুক্ত প্রেমিকা ও তার পরিবার ৷ মৃতের নাম স্বরূপ প্রামাণিক (27)‌। তবে ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত প্রমাণ লোপাট করতে সক্ষম হয়নি অভিযুক্তরা ৷ উত্তর 24 পরগনার হাড়োয়ার গোপালদাসপুরে ঘটনাটি ঘটেছে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় উত্তর 24 পরগনার হাড়োয়ার পুলিশ ৷ অভিযুক্ত প্রেমিকা চম্পারুই দাস, তার স্বামী গৌতম, চম্পার বাবা খোকন সাহা ও দিদি চৈতালীকে গ্রেফতার করেছে পুলিশ (House Wife Murder Her lover) ৷

জানা গিয়েছে, অভিযুক্ত চম্পার বাপের বাড়ি হাড়োয়ার গোপালনগরের দাসপাড়ায় ৷ শ্বশুরবাড়ি আসানসোলে ৷ স্বামী গৌতম অটো চালান সেখানেই । দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে । কয়েক মাস আগে ফোনে ওই গৃহবধূর সঙ্গে পরিচয় হয় বাঁকুড়ার বাসিন্দা স্বরূপ প্রামাণিকের । তবে কর্মসূত্রে স্বরূপ আসানসোলে থাকত ৷ সেইসূত্রে দু'জনের পরিচয় আরও গাঢ় হতে শুরু করে। ক্রমেই তা প্রেমে পরিণত হয় । স্বামীর অবর্তমানে দু'জনের মধ্যে প্রেমালাপ ও ঘনিষ্ঠতা বাড়তে থাকে ৷ সম্প্রতি তাদের এই অবৈধ সম্পর্কের কথা চম্পার স্বামী জানতে পারায় তা নিয়ে পরিবারে অশান্তি শুরু হয় । অশান্তি থেকে রেহাই পেতে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ওই গৃহবধূ । কিন্তু তাতে রাজি ছিলেন না প্রেমিক । উপরন্তু ওই যুবক গৃহবধূকে দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেছিলেন বলেই জানায় অভিযুক্তরা ৷

এরপরেই সংসার বাঁচাতে প্রেমিককে খুনের পরিকল্পনা করে অভিযুক্ত চম্পারুই দাস । সেই মতো শুক্রবার স্বামীকে নিয়ে হাড়োয়ায় বাপের বাড়িতে চলে আসেন ওই গৃহবধূ ৷ সেখানেই খুনের পরিকল্পনায় হাত মেলান চম্পার বাবা এবং দিদিন । পরিকল্পনা মাফিক রবিবার সকালে ফোন করে প্রেমিক স্বরূপকে আসানসোল থেকে হাড়োয়ার দাসপাড়ার বাড়িতে ডাকেন তাঁর প্রেমিকা । প্রথমে স্বরূপের মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ওই যুবকের মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে অভিযুক্তরা । খুনের পর একটি কালো প্লাস্টিকের মধ্যে দেহ পুরে বাড়ির লাগোয়া একটি আমবাগানে আততায়ীরা নিয়ে যায় প্রমাণ লোপাট করতে ৷ তখনই বিষয়টি প্রতিবেশিদের নজরে পড়ে । এরপর,প্লাস্টিক খুলতেই চক্ষু চড়কগাছ তাদের ।

আরও পড়ুন : অবৈধ সম্পর্কের জেরে গৃহবধূ খুন, অভিযুক্ত স্বামীর বন্ধু

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হাড়োয়া থানার পুলিশ ৷ যুবকেরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বসিরহাট জেলা হাসপাতালে । সেই সঙ্গে অভিযুক্তদেরও গ্রেফতার করে পুলিশ ৷ খুনে ব্যবহৃত রক্তমাখা হাতুড়ি-টি বাজেয়াপ্ত করা হয়েছে । অবৈধ সম্পর্কের জেরে এই খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে ।

হাড়োয়া, 30 মে: অবৈধ সম্পর্কের জেরে প্রেমিককে ফোন করে ডেকে এনে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ উঠল প্রেমিকা,তার স্বামী, তার বাবা এবং দিদির বিরুদ্ধে । খুনের পর প্রমাণ লেপাটের চেষ্টা করে অভিযুক্ত প্রেমিকা ও তার পরিবার ৷ মৃতের নাম স্বরূপ প্রামাণিক (27)‌। তবে ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত প্রমাণ লোপাট করতে সক্ষম হয়নি অভিযুক্তরা ৷ উত্তর 24 পরগনার হাড়োয়ার গোপালদাসপুরে ঘটনাটি ঘটেছে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় উত্তর 24 পরগনার হাড়োয়ার পুলিশ ৷ অভিযুক্ত প্রেমিকা চম্পারুই দাস, তার স্বামী গৌতম, চম্পার বাবা খোকন সাহা ও দিদি চৈতালীকে গ্রেফতার করেছে পুলিশ (House Wife Murder Her lover) ৷

জানা গিয়েছে, অভিযুক্ত চম্পার বাপের বাড়ি হাড়োয়ার গোপালনগরের দাসপাড়ায় ৷ শ্বশুরবাড়ি আসানসোলে ৷ স্বামী গৌতম অটো চালান সেখানেই । দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে । কয়েক মাস আগে ফোনে ওই গৃহবধূর সঙ্গে পরিচয় হয় বাঁকুড়ার বাসিন্দা স্বরূপ প্রামাণিকের । তবে কর্মসূত্রে স্বরূপ আসানসোলে থাকত ৷ সেইসূত্রে দু'জনের পরিচয় আরও গাঢ় হতে শুরু করে। ক্রমেই তা প্রেমে পরিণত হয় । স্বামীর অবর্তমানে দু'জনের মধ্যে প্রেমালাপ ও ঘনিষ্ঠতা বাড়তে থাকে ৷ সম্প্রতি তাদের এই অবৈধ সম্পর্কের কথা চম্পার স্বামী জানতে পারায় তা নিয়ে পরিবারে অশান্তি শুরু হয় । অশান্তি থেকে রেহাই পেতে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ওই গৃহবধূ । কিন্তু তাতে রাজি ছিলেন না প্রেমিক । উপরন্তু ওই যুবক গৃহবধূকে দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেছিলেন বলেই জানায় অভিযুক্তরা ৷

এরপরেই সংসার বাঁচাতে প্রেমিককে খুনের পরিকল্পনা করে অভিযুক্ত চম্পারুই দাস । সেই মতো শুক্রবার স্বামীকে নিয়ে হাড়োয়ায় বাপের বাড়িতে চলে আসেন ওই গৃহবধূ ৷ সেখানেই খুনের পরিকল্পনায় হাত মেলান চম্পার বাবা এবং দিদিন । পরিকল্পনা মাফিক রবিবার সকালে ফোন করে প্রেমিক স্বরূপকে আসানসোল থেকে হাড়োয়ার দাসপাড়ার বাড়িতে ডাকেন তাঁর প্রেমিকা । প্রথমে স্বরূপের মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ওই যুবকের মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে অভিযুক্তরা । খুনের পর একটি কালো প্লাস্টিকের মধ্যে দেহ পুরে বাড়ির লাগোয়া একটি আমবাগানে আততায়ীরা নিয়ে যায় প্রমাণ লোপাট করতে ৷ তখনই বিষয়টি প্রতিবেশিদের নজরে পড়ে । এরপর,প্লাস্টিক খুলতেই চক্ষু চড়কগাছ তাদের ।

আরও পড়ুন : অবৈধ সম্পর্কের জেরে গৃহবধূ খুন, অভিযুক্ত স্বামীর বন্ধু

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হাড়োয়া থানার পুলিশ ৷ যুবকেরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বসিরহাট জেলা হাসপাতালে । সেই সঙ্গে অভিযুক্তদেরও গ্রেফতার করে পুলিশ ৷ খুনে ব্যবহৃত রক্তমাখা হাতুড়ি-টি বাজেয়াপ্ত করা হয়েছে । অবৈধ সম্পর্কের জেরে এই খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে ।

Last Updated : May 30, 2022, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.