ETV Bharat / state

বেকারত্বের জ্বালা ঘোচাতে কিডনি বেচতে চান শাসনের যুবক

বেকারত্ব মেটাতে সোশাল মিডিয়ায় স্বাস্থ্যমন্ত্রীকে বার্তা । আর তা নিয়ে প্রশাসনিক বিভাগে শোরগোল তুঙ্গে । মত বিরোধ পোষণ করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ।

author img

By

Published : Jan 15, 2021, 11:06 PM IST

Updated : Jan 16, 2021, 10:13 AM IST

বেকারত্বের জ্বালা ঘুচাতে কিডনি বেচতে চান শাসনের যুবক
বেকারত্বের জ্বালা ঘুচাতে কিডনি বেচতে চান শাসনের যুবক

শাসন, 15 জানুয়ারি : "বেকারত্বের জ্বালা আর নিতে পারছি না । আমি আমার একটা কিডনি বিক্রি করতে চাই । আমার কিডনিটি ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকব ।" সোশাল মিডিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে এমনই পোস্ট করলেন উত্তর 24 পরগনার শাসনের এক যুবক । আর তারপর থেকেই শুরু হয়েছে শোরগোল । এই পোস্ট সামনে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন । শুরু হয়েছে যুবকের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া । সরকারি প্রকল্পে ওই যুবককে নেওয়া যায় কিনা তা নিয়েও চলছে ভাবনা চিন্তা । অবশ্য প্রশাসন পাশে দাঁড়ালেও এর পিছনে কোনও চক্রান্ত থাকতে পারে বলে মনে করছে স্থানীয় পঞ্চায়েত প্রধান ।

শাসনের কীর্তিপুর-1 নম্বর পঞ্চায়েতের খড়িবাড়ি এলাকার বাসিন্দা ওই যুবক । পরিবারের আর্থিক সমস্যা সেই অর্থে নেই । তবে চেষ্টা করেও ভালো কোনও কাজ জোটাতে পারেননি । দীর্ঘদিন বেকার থাকায় অবসাদে শেষে সোশাল মিডিয়ায় বেকারত্বের কথা তুলে ধরেন । কেবল স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে সোশাল মিডিয়ায় পোস্ট করে ওই যুবক । যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । কেউ কেউ এই পোস্ট সমর্থন করলেও আবার অনেকেই এর বিরোধিতা করেছেন ।

আরও পড়ুন : কেন্দ্র অনুমতি দিলে হাজার টাকায় কোভিশিল্ড বিক্রি করবে সেরাম : পুনাওয়ালা

এই বিষয়ে যুবকের বক্তব্য, "লকডাউনের পর থেকে আমি পুরোপুরি বেকার । দীর্ঘদিন বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় কাজের চেষ্টা করেছি । কিন্তু কোথাও সম্মানজনক কাজ জোটেনি । তাই আবেদন করছি, যদি আমার একটা কাজের ব্যবস্থা করা যায় ।"

বিষয়টি নিয়ে বারাসত-2 নম্বর ব্লকের বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় বলেন, "এটা একেবারে অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক ঘটনা । বেকারদের স্বনির্ভর করতে রাজ্য সরকারের বিভিন্ন স্কিম রয়েছে । যারা আবেদন করেছেন তাঁদের সেই স্কিমের মাধ্যমে সহযোগিতা করা হয়েছে । অনেকে সাফল্যের সঙ্গে ব্যবসাও করছেন । ওনার বিষয়টিও আমরা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করব । যাতে তিনি স্বনির্ভর হতে পারেন ।"

অন্যদিকে, ওই যুবকের সোশাল মিডিয়ায় পোস্ট মেনে নিতে পারছেন না কীর্তিপুর-1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান রবিউল ইসলাম । তিনি বলেন, "বেকারত্ব গোটা দেশেই রয়েছে । তবে দেশের অন্যান্য জায়গার থেকে বাংলার বেকারত্বের হার তুলনামূলক কম । বেকারত্ব মেটাতে পঞ্চায়েতে 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রয়েছে । ওই যুবক আমদের সঙ্গে যোগাযোগ করতে পারত । কেন সোশাল মিডিয়ায় পোস্ট করতে গেল তা বুঝতে পারছি না । নিশ্চয় এর পিছনে কোনও উদ্দেশ্য রয়েছে ।"

শাসন, 15 জানুয়ারি : "বেকারত্বের জ্বালা আর নিতে পারছি না । আমি আমার একটা কিডনি বিক্রি করতে চাই । আমার কিডনিটি ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকব ।" সোশাল মিডিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে এমনই পোস্ট করলেন উত্তর 24 পরগনার শাসনের এক যুবক । আর তারপর থেকেই শুরু হয়েছে শোরগোল । এই পোস্ট সামনে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন । শুরু হয়েছে যুবকের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া । সরকারি প্রকল্পে ওই যুবককে নেওয়া যায় কিনা তা নিয়েও চলছে ভাবনা চিন্তা । অবশ্য প্রশাসন পাশে দাঁড়ালেও এর পিছনে কোনও চক্রান্ত থাকতে পারে বলে মনে করছে স্থানীয় পঞ্চায়েত প্রধান ।

শাসনের কীর্তিপুর-1 নম্বর পঞ্চায়েতের খড়িবাড়ি এলাকার বাসিন্দা ওই যুবক । পরিবারের আর্থিক সমস্যা সেই অর্থে নেই । তবে চেষ্টা করেও ভালো কোনও কাজ জোটাতে পারেননি । দীর্ঘদিন বেকার থাকায় অবসাদে শেষে সোশাল মিডিয়ায় বেকারত্বের কথা তুলে ধরেন । কেবল স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে সোশাল মিডিয়ায় পোস্ট করে ওই যুবক । যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । কেউ কেউ এই পোস্ট সমর্থন করলেও আবার অনেকেই এর বিরোধিতা করেছেন ।

আরও পড়ুন : কেন্দ্র অনুমতি দিলে হাজার টাকায় কোভিশিল্ড বিক্রি করবে সেরাম : পুনাওয়ালা

এই বিষয়ে যুবকের বক্তব্য, "লকডাউনের পর থেকে আমি পুরোপুরি বেকার । দীর্ঘদিন বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় কাজের চেষ্টা করেছি । কিন্তু কোথাও সম্মানজনক কাজ জোটেনি । তাই আবেদন করছি, যদি আমার একটা কাজের ব্যবস্থা করা যায় ।"

বিষয়টি নিয়ে বারাসত-2 নম্বর ব্লকের বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় বলেন, "এটা একেবারে অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক ঘটনা । বেকারদের স্বনির্ভর করতে রাজ্য সরকারের বিভিন্ন স্কিম রয়েছে । যারা আবেদন করেছেন তাঁদের সেই স্কিমের মাধ্যমে সহযোগিতা করা হয়েছে । অনেকে সাফল্যের সঙ্গে ব্যবসাও করছেন । ওনার বিষয়টিও আমরা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করব । যাতে তিনি স্বনির্ভর হতে পারেন ।"

অন্যদিকে, ওই যুবকের সোশাল মিডিয়ায় পোস্ট মেনে নিতে পারছেন না কীর্তিপুর-1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান রবিউল ইসলাম । তিনি বলেন, "বেকারত্ব গোটা দেশেই রয়েছে । তবে দেশের অন্যান্য জায়গার থেকে বাংলার বেকারত্বের হার তুলনামূলক কম । বেকারত্ব মেটাতে পঞ্চায়েতে 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রয়েছে । ওই যুবক আমদের সঙ্গে যোগাযোগ করতে পারত । কেন সোশাল মিডিয়ায় পোস্ট করতে গেল তা বুঝতে পারছি না । নিশ্চয় এর পিছনে কোনও উদ্দেশ্য রয়েছে ।"

Last Updated : Jan 16, 2021, 10:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.