ETV Bharat / state

ভাটপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু যুবকের, পুরানো শত্রুতার জের ? - অনুপ চৌধুরি

গতরাতে ভাটপাড়া থানা এলাকায় অনুপ চৌধুরি নামে এক যুবককে কয়েকজন দুষ্কৃতী গুলি করে বলে অভিযোগ । আজ সকালে মারা যায় সে ।

A young man was shot in Bhatpara
ভাটপাড়ায় গুলিবিদ্ধ এক যুবক
author img

By

Published : Jan 22, 2021, 8:40 AM IST

Updated : Jan 22, 2021, 10:42 AM IST

ভাটপাড়া, 22 জানুয়ারি : দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারাল এক যুবক । নাম অনুপ চৌধুরি । ভাটপাড়া থানার কলাবাগান জুটমিল লাইনের ঘটনা । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় । অভিযুক্তদের তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, কাজের সূত্রে বাইরে থাকে অনুপ। স্বাস্থ্যসাথীর কার্ড করাতে বাড়ি ফিরেছিল। অভিযোগ, বৃহস্পতিবার রাত 9টা 20 নাগাদ স্থানীয় বাসিন্দা সাহিল-সহ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। অনুপ পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে সাহিলের লোকজন গুলি করে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ভাটপাড়া ও জগদ্দল থানার পুলিশ । পেটে গুলিবিদ্ধ অবস্থায় অনুপকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয় । পরে তাঁকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখান থেকে তাঁকে পাঠানো হয় কলকাতার আরজি কর হাসপাতালে। সেখানেই আজ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

অনুপের দিদির বক্তব্য

আরও পড়ুন : ক্যানিংয়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে গুলি-বোমা, গুলিবিদ্ধ পুলিশকর্মীসহ 5

অনুপের দিদি সুষমা চৌধুরির অভিযোগ, সাহিল দলবল নিয়ে এসে ভাইয়ের খোঁজ করে । তার উপর চড়াও হয় । ভাই পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশের প্রাথমিক অনুমান, পুরানো শত্রুতার জেরে এই ঘটনা । অনুপের নামে বেশ কিছু পুরানো মামলা ছিল বলে পুলিশ সূত্রে খবর ।

ভাটপাড়া, 22 জানুয়ারি : দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারাল এক যুবক । নাম অনুপ চৌধুরি । ভাটপাড়া থানার কলাবাগান জুটমিল লাইনের ঘটনা । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় । অভিযুক্তদের তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, কাজের সূত্রে বাইরে থাকে অনুপ। স্বাস্থ্যসাথীর কার্ড করাতে বাড়ি ফিরেছিল। অভিযোগ, বৃহস্পতিবার রাত 9টা 20 নাগাদ স্থানীয় বাসিন্দা সাহিল-সহ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। অনুপ পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে সাহিলের লোকজন গুলি করে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ভাটপাড়া ও জগদ্দল থানার পুলিশ । পেটে গুলিবিদ্ধ অবস্থায় অনুপকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয় । পরে তাঁকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখান থেকে তাঁকে পাঠানো হয় কলকাতার আরজি কর হাসপাতালে। সেখানেই আজ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

অনুপের দিদির বক্তব্য

আরও পড়ুন : ক্যানিংয়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে গুলি-বোমা, গুলিবিদ্ধ পুলিশকর্মীসহ 5

অনুপের দিদি সুষমা চৌধুরির অভিযোগ, সাহিল দলবল নিয়ে এসে ভাইয়ের খোঁজ করে । তার উপর চড়াও হয় । ভাই পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশের প্রাথমিক অনুমান, পুরানো শত্রুতার জেরে এই ঘটনা । অনুপের নামে বেশ কিছু পুরানো মামলা ছিল বলে পুলিশ সূত্রে খবর ।

Last Updated : Jan 22, 2021, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.