ETV Bharat / state

শহরে পরপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, এবার চিংড়িঘাটায় কাঁচি দিয়ে কুপিয়ে খুন যুবককে ! - চিংড়িঘাটায় খুন

Bidhannagar Murder: গান বাজানো নিয়ে বচসার জেরে কাঁচি দিয়ে যুবককে কুপিয়ে খুন করল আরেক যুবক ৷ চিংড়িঘাটা থেকে 3 কিমি দূরে শান্তিনগরের ঘটনা ৷

Etv Bharat
যুবককে কাঁচি দিয়ে কুপিয়ে খুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 11:58 AM IST

Updated : Nov 26, 2023, 3:10 PM IST

যুবক খুনে মৃতের আত্মীয় ও স্থানীয় বাসিন্দার বক্তব্য

বিধাননগর, 26 নভেম্বর: চিৎপুরের পর ফের ধারালো অস্ত্রের হামলায় শহরে খুন ৷ ঘটনাস্থল এবার চিংড়িঘাটা সংলগ্ন এলাকা ৷ শুক্রবার চিৎপুর ও গড়িয়ায় অস্ত্র হামলার সাক্ষী থেকেছিল শহর কলকাতা ৷ এরমধ্যে গড়িয়ার ঘটনায় লিভ-ইন পার্টনারের আক্রমণের শিকার তরুণী চিকিৎসাধীন থাকলেও চিৎপুরের ঘটনায় প্রাণ হারাতে হয় যুবককে ৷ এরপর শনিবারও দুপুরে ময়দান থানা এলাকাতেও এক যুবককে কুপিয়ে খুনের চেষ্টা হয় ৷ আর রাতে চিংড়িঘাটায় ঠাকুর বিসর্জনে গান বাজানো নিয়ে বচসার সূত্রপাত থেকে কাঁচি দিয়ে খুনের ঘটনা ঘটল ৷ অর্থাৎ, 24 ঘণ্টার মধ্যে শহরে একই ধরনের চারটি ঘটনায় প্রাণ গেল 2 জনের ৷

শনিবার রাতে চিংড়িঘাটা থেকে 3 কিমি দূরে শান্তিনগর এলাকার ঘটনা ৷ এই এলাকারই বাসিন্দা বিট্টু সর্দার এবং সাহেব আলীর মধ্যে বচসার সূত্রপাত হয় ৷ তারপরই বিট্টু হঠাৎ করে একটি কাঁচি নিয়ে এসে সাহেবের গলায় কোপাতে থাকে ৷ আঘাত গুরুতর হওয়ায় মাটিতে পড়ে যান সাহেব ৷ এইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সাহেবকে এনআরএস হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ৷ তবে আহত যুবকের অবস্থা দেখে ভর্তি নেয়নি সেই হাসপাতাল ৷ এরপর তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেন সাহেব মারা গিয়েছে ৷

নিহত সাহেবের বয়স 22 বছর ৷ তার মৃত্যুর পর শান্তিনগরের লোকজন অভিযুক্ত বিট্টু সর্দারের বাড়িতে চড়াও হয় ৷ কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে যায় বিট্টু ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ৷ এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা ৷ সাহেব আলির পরিবারের তরফ থেকে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হলে বিট্টুর স্ত্রীকে পুলিশ আটক করে নিয়ে যায় ৷

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পুলিশ সূত্রে খবর, বিট্টু সর্দার এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত ৷ একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের আছে ৷ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ এছাড়াও বিট্টুর ঘনিষ্ঠ লোকজনকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

আরও পড়ুন :

1 চিৎপুরের পর ময়দান, যুবককে রাস্তায় ফেলে কুপিয়ে খুনের চেষ্টা; চব্বিশ ঘণ্টার মধ্যে ফের হাড়হিম করা ঘটনা শহরে

2 চিৎপুরে যুবককে কুপিয়ে খুন ! ঘটনায় জড়িত সন্দেহে আটক এক

3 ভরসন্ধ্যায় রাস্তায় লিভ-ইন পার্টনারকে কোপাচ্ছে যুবক, হাড়হিম করা ঘটনা গড়িয়ায়

যুবক খুনে মৃতের আত্মীয় ও স্থানীয় বাসিন্দার বক্তব্য

বিধাননগর, 26 নভেম্বর: চিৎপুরের পর ফের ধারালো অস্ত্রের হামলায় শহরে খুন ৷ ঘটনাস্থল এবার চিংড়িঘাটা সংলগ্ন এলাকা ৷ শুক্রবার চিৎপুর ও গড়িয়ায় অস্ত্র হামলার সাক্ষী থেকেছিল শহর কলকাতা ৷ এরমধ্যে গড়িয়ার ঘটনায় লিভ-ইন পার্টনারের আক্রমণের শিকার তরুণী চিকিৎসাধীন থাকলেও চিৎপুরের ঘটনায় প্রাণ হারাতে হয় যুবককে ৷ এরপর শনিবারও দুপুরে ময়দান থানা এলাকাতেও এক যুবককে কুপিয়ে খুনের চেষ্টা হয় ৷ আর রাতে চিংড়িঘাটায় ঠাকুর বিসর্জনে গান বাজানো নিয়ে বচসার সূত্রপাত থেকে কাঁচি দিয়ে খুনের ঘটনা ঘটল ৷ অর্থাৎ, 24 ঘণ্টার মধ্যে শহরে একই ধরনের চারটি ঘটনায় প্রাণ গেল 2 জনের ৷

শনিবার রাতে চিংড়িঘাটা থেকে 3 কিমি দূরে শান্তিনগর এলাকার ঘটনা ৷ এই এলাকারই বাসিন্দা বিট্টু সর্দার এবং সাহেব আলীর মধ্যে বচসার সূত্রপাত হয় ৷ তারপরই বিট্টু হঠাৎ করে একটি কাঁচি নিয়ে এসে সাহেবের গলায় কোপাতে থাকে ৷ আঘাত গুরুতর হওয়ায় মাটিতে পড়ে যান সাহেব ৷ এইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সাহেবকে এনআরএস হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ৷ তবে আহত যুবকের অবস্থা দেখে ভর্তি নেয়নি সেই হাসপাতাল ৷ এরপর তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেন সাহেব মারা গিয়েছে ৷

নিহত সাহেবের বয়স 22 বছর ৷ তার মৃত্যুর পর শান্তিনগরের লোকজন অভিযুক্ত বিট্টু সর্দারের বাড়িতে চড়াও হয় ৷ কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে যায় বিট্টু ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ৷ এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা ৷ সাহেব আলির পরিবারের তরফ থেকে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হলে বিট্টুর স্ত্রীকে পুলিশ আটক করে নিয়ে যায় ৷

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পুলিশ সূত্রে খবর, বিট্টু সর্দার এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত ৷ একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের আছে ৷ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ এছাড়াও বিট্টুর ঘনিষ্ঠ লোকজনকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

আরও পড়ুন :

1 চিৎপুরের পর ময়দান, যুবককে রাস্তায় ফেলে কুপিয়ে খুনের চেষ্টা; চব্বিশ ঘণ্টার মধ্যে ফের হাড়হিম করা ঘটনা শহরে

2 চিৎপুরে যুবককে কুপিয়ে খুন ! ঘটনায় জড়িত সন্দেহে আটক এক

3 ভরসন্ধ্যায় রাস্তায় লিভ-ইন পার্টনারকে কোপাচ্ছে যুবক, হাড়হিম করা ঘটনা গড়িয়ায়

Last Updated : Nov 26, 2023, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.