দেগঙ্গা, 9 মার্চ : দু'জনেই বিশেষভাবে সক্ষম । চোখে দেখতে পান না কেউই । সেই অবস্থায় জীবনের প্রথম বড় কোনও পরীক্ষায় রাইটার ছাড়াই বসতে হল দুই মাধ্যমিক পরীক্ষার্থী আমিনুর সরদার এবং দীপায়ন দাসকে (Writters Not Arranged For Physically Abled Child)।
রাইটার না পেয়ে বাংলা ও ইংরেজি পরীক্ষার উত্তরপত্র সম্পূর্ণ সাদা খাতায় জমা দিতে বাধ্য হন তারা । তবে, আজ ভূগোল পরীক্ষার জন্য ওই দুই বিশেষভাবে সক্ষম মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য রাইটারের ব্যবস্থা করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে । তাও আবার প্রশাসনের হস্তক্ষেপে (Madhyamik Examination 2022) । যদিও আগের দুটি পরীক্ষায় রাইটার না-পাওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার ৷
আরও পড়ুন : Panchayet Officer Beaten in Malda : সরকারি আধিকারিককে মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে
আমিনুর ও দীপায়ন দু'জনেই দেগঙ্গার রামনগরের বাসিন্দা । তারা হাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে । আমিনুর 100 শতাংশই প্রতিবন্ধী । সে দু চোখেই দেখতে পায় না । দীপায়ন অবশ্য 90 শতাংশ প্রতিবন্ধী । সেও চোখে দেখতে পায় না আমিনুরের মতোই ।
তবে মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম বলছে, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য রাইটারের ব্যবস্থা রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে । যাতে তারা আর পাঁচজন পরীক্ষার্থীর মতো ভালভাবে পরীক্ষা দিতে পারেন । অথচ প্রথম দু'দিনের পরীক্ষায় তাদের জন্য কোনও রাইটারের ব্যবস্থা রাখা হয়নি বলে অভিযোগ । রাইটার না পেয়ে অগত্যা সাদা খাতা জমা দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরে আসতে হয় এই মাধ্যমিক পরীক্ষার্থীকে । এমনই অভিযোগ করছে আমিনুর এবং দীপায়নের পরিবার ।
আরও পড়ুন : NIA Raids Multiple Places in Kashmir : কাশ্মীরের একাধিক জায়গায় এনআইএর অভিযান
এদিকে, এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে এলাকায় । শেষে প্রশাসনের হস্তক্ষেপে স্কুল কর্তৃপক্ষ আজ অর্থাৎ ভূগোল পরীক্ষায় রাইটারের ব্যবস্থা করে আমিনুর এবং দীপায়নের জন্য । তবে, বাংলা ও ইংরেজি পরীক্ষায় আমিনুর এবং দীপায়ন সাদা খাতা জমা দেওয়ায় চিন্তিত পরিবার । এমত অবস্থায় তাঁদের যদি পুনরায় ওই দুটি পরীক্ষার ব্যবস্থা করা হয় কিংবা বাংলা ও ইংরেজি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হয়, তা পুনর্বিবেচনা করার আরজি জানানো হয়েছে পরিবারের তরফে ।
আরও পড়ুন : Worker Dies in Jalpaiguri : রেলের ইলেকট্রিক লাইনে দুর্ঘটনায় মৃত এক, আহত 3
তবে গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে হাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ।