ETV Bharat / state

বাজারে যুবককে কুপিয়ে খুন করল মহিলা, গ্রেপ্তার 3 - alamin

টাকি রোডের ধারে ওই বাজারে আজ সকালে খুন হন আলামিন মণ্ডল (30) নামে ওই যুবক । কোলে শিশুপুত্র নিয়ে কথা বলতে বলতে যুবকের গলায় ভোজালির কোপ বসায় এক মহিলা । ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 25, 2019, 9:27 PM IST

বসিরহাট, 25 জুন : সবজির লিস্ট নিয়ে ব্যাগ হাতে সকাল সকাল বাজারে এসেছিলেন । আলু, পিঁয়াজ, আদা, রসুন আর মানুষের ভিড়ে উঁকি মারছিল দেশি মুরগির দোকানটা । 14 টাকা কেজি আলুর দোকান পার করলেই মাংসের দোকান । সামনে বেশ কয়েকজন ওজন আর দর কষাকষিতে ব্যস্ত । তখন সামনে এসে দাঁড়াল একটা বাইক । এক যুবক হেলমেট খুলে কথা বলতে শুরু করলেন এক মহিলার সঙ্গে । তার কোলে শিশুপুত্র । কথা বলতে বলতেই যুবকের গলায় ভোজালির কোপ বসিয়ে দিল ওই মহিলা । কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ওই যুবক ।

ঘটনাটি বসিরহাট মহকুমার মাটিয়া থানার খোলাপোঁতার । টাকি রোডের ধারে ওই বাজারে আজ সকালে খুন হন আলামিন মণ্ডল (30) নামে ওই যুবক । খুনের পর পালাতে গেলে বাজারে থাকা লোকজন ওই মহিলাকে আটক করে । পরে দেখা যায় ওই মহিলার সঙ্গে রয়েছে তার শওহর ও আরও এক ব্যক্তি । তাদেরও আটক করা হয় । পরে ওই মহিলা অর্থাৎ মারুফা বিবি, তার স্বামী আরিজুল বিশ্বাস ও তাদের সঙ্গী আজ়াহারউদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থানে যান SDPO অশেষ মৌর্য ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হয়েছেন আলামিন । তবে, অন্য একটি বিষয়ও পুলিশ খতিয়ে দেখছে । তা হল, আলামিন না কি মারুফাকে ফোনে উত্ত্যক্ত করত । যদিও সূত্রের খবর, মারুফার সঙ্গে আলামিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল । আজ সকালে মারুফাই না কি ফোন করে আলামিনকে বাজারে আসতে বলে । ঘটনার তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ ।

বসিরহাট, 25 জুন : সবজির লিস্ট নিয়ে ব্যাগ হাতে সকাল সকাল বাজারে এসেছিলেন । আলু, পিঁয়াজ, আদা, রসুন আর মানুষের ভিড়ে উঁকি মারছিল দেশি মুরগির দোকানটা । 14 টাকা কেজি আলুর দোকান পার করলেই মাংসের দোকান । সামনে বেশ কয়েকজন ওজন আর দর কষাকষিতে ব্যস্ত । তখন সামনে এসে দাঁড়াল একটা বাইক । এক যুবক হেলমেট খুলে কথা বলতে শুরু করলেন এক মহিলার সঙ্গে । তার কোলে শিশুপুত্র । কথা বলতে বলতেই যুবকের গলায় ভোজালির কোপ বসিয়ে দিল ওই মহিলা । কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ওই যুবক ।

ঘটনাটি বসিরহাট মহকুমার মাটিয়া থানার খোলাপোঁতার । টাকি রোডের ধারে ওই বাজারে আজ সকালে খুন হন আলামিন মণ্ডল (30) নামে ওই যুবক । খুনের পর পালাতে গেলে বাজারে থাকা লোকজন ওই মহিলাকে আটক করে । পরে দেখা যায় ওই মহিলার সঙ্গে রয়েছে তার শওহর ও আরও এক ব্যক্তি । তাদেরও আটক করা হয় । পরে ওই মহিলা অর্থাৎ মারুফা বিবি, তার স্বামী আরিজুল বিশ্বাস ও তাদের সঙ্গী আজ়াহারউদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থানে যান SDPO অশেষ মৌর্য ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হয়েছেন আলামিন । তবে, অন্য একটি বিষয়ও পুলিশ খতিয়ে দেখছে । তা হল, আলামিন না কি মারুফাকে ফোনে উত্ত্যক্ত করত । যদিও সূত্রের খবর, মারুফার সঙ্গে আলামিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল । আজ সকালে মারুফাই না কি ফোন করে আলামিনকে বাজারে আসতে বলে । ঘটনার তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.