রাজারহাট, 30 জুন: রাজারহাট গাঁড়াগড়ি এলাকার ফাঁকা মাঠ থেকে এক মহিলার রক্তাক্ত অর্ধনগ্ন দেহ উদ্ধারের (Woman Body Recovered) ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ জানা গিয়েছে, মৃত মহিলার নাম আলিয়া বিবি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ ৷ তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে ।
জানা গিয়েছে, বুধবার সকালে ওই মহিলা বাড়ি থেকে বের হন মাঠে কাজ করার জন্য ৷ দুপুরে বাড়ি ফিরে না আসায় তাঁর পরিবারের সদস্যরা তাঁকে মাঠে খুঁজতে যান । মাঠে গিয়ে দেখা যায় মহিলার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে । মৃতের পা বাঁধা অবস্থায় ছিল । তাঁর শরীরের একাধিক জায়গায় সিগারেটের ছাঁকা এবং মাথায় ক্ষত চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।
আরও পড়ুন : মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা বা এর পিছনে কোনও শত্রুতা কাজ করেছে কিনা এই সমস্ত কিছু তদন্ত করে দেখছে রাজারহাট থানার পুলিশ ।