ETV Bharat / state

অন্তঃসত্ত্বাকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী

স্ত্রীকে অ্য়াসিড খাইয়ে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

housewife murdered
অন্তঃসত্ত্বাকে অ্যাসিড খাইয়ে খুন
author img

By

Published : Aug 19, 2020, 10:56 PM IST

অশোকনগর, 19 অগাস্ট : সাত মাসের অন্তঃসত্ত্বাকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । মঙ্গলবার রাতে RG কর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই যুবতির । নাম শম্পা সুর । মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দীপঙ্কর নন্দীকে গ্রেপ্তার করেছে । ধৃতকে বারাসত আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

অশোকনগরের কালীতলার বাসিন্দা শম্পা সুরের সঙ্গে তিন বছর আগে দীপঙ্করের বিয়ে হয়। দীপঙ্করের বাড়ি অশোকনগরের সুহৃদ সংঘের কাছে। পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় দীপঙ্কর স্ত্রীকে নিয়ে 10 নম্বর ওয়ার্ডের জিরাফ পার্ক সংলগ্ন এলাকায় ভাড়া থাকতেন । অভিযোগ, তারপরই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য শম্পার উপর চাপ দেওয়া হয়। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও হত। অভিযোগ, টাকা আনতে অস্বীকার করলেই শম্পাকে বেধড়ক মারধর করা হত। সেই অশান্তির জেরেই সম্প্রতি শম্পাকে জোর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেন দীপঙ্কর ।

মৃতের আত্মীয় কী বললেন ?
শম্পার বাবা শিবশংকর সুর বলেন, "সোমবার দীপঙ্কর মেয়েকে ফোন করে বলে, আর মারধর করব না । সে যেন ফিরে যায়। শম্পা তারপর স্বামীর কাছে চলে যায়। মঙ্গলবার সন্ধ্যার সময় প্রতিবেশীরা আমাকে ফোন করে জানান, মেয়ে অচৈতন্য অবস্থায় বাইরে পড়ে রয়েছে । খবর পেয়েই আমরা সেখানে যাই। শম্পাকে দ্রুত নিয়ে যাওয়া হয় অশোকনগর স্টেট জেনেরাল হাসপাতালে । অবস্থার অবনতি হওয়ায় তাকে RG কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতেই সেখানে তার মৃত্যু হয়।"মঙ্গলবার শম্পার বাবা শিবশংকরবাবু অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । বলেন, "আমার মেয়েকে ইচ্ছাকৃতভাবে অ্যাসিড খাইয়ে জামাই মেরে ফেলেছে।" পুলিশ মৃতার স্বামী দীপঙ্কর নন্দীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে ।

অশোকনগর, 19 অগাস্ট : সাত মাসের অন্তঃসত্ত্বাকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । মঙ্গলবার রাতে RG কর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই যুবতির । নাম শম্পা সুর । মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দীপঙ্কর নন্দীকে গ্রেপ্তার করেছে । ধৃতকে বারাসত আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

অশোকনগরের কালীতলার বাসিন্দা শম্পা সুরের সঙ্গে তিন বছর আগে দীপঙ্করের বিয়ে হয়। দীপঙ্করের বাড়ি অশোকনগরের সুহৃদ সংঘের কাছে। পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় দীপঙ্কর স্ত্রীকে নিয়ে 10 নম্বর ওয়ার্ডের জিরাফ পার্ক সংলগ্ন এলাকায় ভাড়া থাকতেন । অভিযোগ, তারপরই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য শম্পার উপর চাপ দেওয়া হয়। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও হত। অভিযোগ, টাকা আনতে অস্বীকার করলেই শম্পাকে বেধড়ক মারধর করা হত। সেই অশান্তির জেরেই সম্প্রতি শম্পাকে জোর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেন দীপঙ্কর ।

মৃতের আত্মীয় কী বললেন ?
শম্পার বাবা শিবশংকর সুর বলেন, "সোমবার দীপঙ্কর মেয়েকে ফোন করে বলে, আর মারধর করব না । সে যেন ফিরে যায়। শম্পা তারপর স্বামীর কাছে চলে যায়। মঙ্গলবার সন্ধ্যার সময় প্রতিবেশীরা আমাকে ফোন করে জানান, মেয়ে অচৈতন্য অবস্থায় বাইরে পড়ে রয়েছে । খবর পেয়েই আমরা সেখানে যাই। শম্পাকে দ্রুত নিয়ে যাওয়া হয় অশোকনগর স্টেট জেনেরাল হাসপাতালে । অবস্থার অবনতি হওয়ায় তাকে RG কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতেই সেখানে তার মৃত্যু হয়।"মঙ্গলবার শম্পার বাবা শিবশংকরবাবু অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । বলেন, "আমার মেয়েকে ইচ্ছাকৃতভাবে অ্যাসিড খাইয়ে জামাই মেরে ফেলেছে।" পুলিশ মৃতার স্বামী দীপঙ্কর নন্দীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.