ETV Bharat / state

অনুমতি ছাড়াই রোড-শো BJP-র - Barasat

পুলিশি অনুমতি ছাড়াই বারাসত লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মৃণালকান্তি দেবনাথের সমর্থনে রোড -শো করল BJP নেতৃত্ব । অভিযোগ, বাইক মিছিলের পাশাপাশি রোড-শোতে DJ ব্যবহার করা হয় ।

BJP-র রোড শো
author img

By

Published : May 11, 2019, 11:25 PM IST

Updated : May 11, 2019, 11:37 PM IST

বারাসত, ১১ মে: পুলিশি অনুমতি ছাড়া বারাসতে রোড শো করার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । অভিযোগ, বাইক মিছিলের পাশাপাশি রোড-শোতে DJ ব্যবহার করা হয় ।

আজ বারাসত লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মৃণালকান্তি দেবনাথের সমর্থনে রোড -শো করে BJP নেতৃত্ব । পুলিশ সূত্রে জানা গেছে, এই রোড শো-র জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি । আজ রথতলা ময়দানে কর্মিসভা ছিল BJP-র । সভা শেষ করে মৃণালকান্তি দেবনাথকে সঙ্গে নিয়ে রোড শো করে দলীয় নেতৃত্ব । আজ শহরে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে বেশ কয়েকটি সভা করে তৃণমূল কংগ্রেস । তাই, BJP-র রোড-শো নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য এর অনুমতি দেওয়া হয়নি । রোড শোতে প্রার্থীর সমর্থনে হাজির ছিলেন বাবুল সুপ্রিয় ।

দেখুন ভিডিয়ো

অভিযোগ উঠেছে বাবুল সুপ্রিয়র বিতর্কিত গান DJ-র মাধ্যমে রোড-শোয়ে বাজানো হয় । বারাসতে দলের সাংগঠনিক নেতা শংকর দাস বলেন, পুলিশ কাছে রোড-শোয়ের জন্য অনুমতি চাওয়া হয় । কিন্তু অনুমতি পাওয়া যায়নি । আর মানুষের দাবি মেনেই DJ-র ব্যবহার হয় ।

বারাসত, ১১ মে: পুলিশি অনুমতি ছাড়া বারাসতে রোড শো করার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । অভিযোগ, বাইক মিছিলের পাশাপাশি রোড-শোতে DJ ব্যবহার করা হয় ।

আজ বারাসত লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মৃণালকান্তি দেবনাথের সমর্থনে রোড -শো করে BJP নেতৃত্ব । পুলিশ সূত্রে জানা গেছে, এই রোড শো-র জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি । আজ রথতলা ময়দানে কর্মিসভা ছিল BJP-র । সভা শেষ করে মৃণালকান্তি দেবনাথকে সঙ্গে নিয়ে রোড শো করে দলীয় নেতৃত্ব । আজ শহরে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে বেশ কয়েকটি সভা করে তৃণমূল কংগ্রেস । তাই, BJP-র রোড-শো নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য এর অনুমতি দেওয়া হয়নি । রোড শোতে প্রার্থীর সমর্থনে হাজির ছিলেন বাবুল সুপ্রিয় ।

দেখুন ভিডিয়ো

অভিযোগ উঠেছে বাবুল সুপ্রিয়র বিতর্কিত গান DJ-র মাধ্যমে রোড-শোয়ে বাজানো হয় । বারাসতে দলের সাংগঠনিক নেতা শংকর দাস বলেন, পুলিশ কাছে রোড-শোয়ের জন্য অনুমতি চাওয়া হয় । কিন্তু অনুমতি পাওয়া যায়নি । আর মানুষের দাবি মেনেই DJ-র ব্যবহার হয় ।

sample description
Last Updated : May 11, 2019, 11:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.