ETV Bharat / state

UP Vagabond : আপনমনে দেওয়ালে লিখেছিলেন সংখ্যা, স্থানীয়দের উদ্যোগে বনগাঁ থেকে উত্তরপ্রদেশে ফিরলেন ভবঘুরে - বাড়ি ফিরল ভবঘুরে

ঘুরতে ঘুরতে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের বনগাঁয় চলে এসেছিলেন তিনি ৷ স্বাভাবিক ভাবে কথা বলেন না, অন্যমনস্ক থাকেন ৷ কিন্তু দেওয়ালে কী সব সংখ্যা লিখেছিলেন ৷ স্থানীয় কয়েকজন যুবক সেই সংখ্যা থেকে ভবঘুরের বাড়ির খোঁজ পায় ৷

মনোজকে বাড়ি নিয়ে যাচ্ছেন তাঁর জামাইবাবু
মনোজকে বাড়ি নিয়ে যাচ্ছেন তাঁর জামাইবাবু
author img

By

Published : Aug 24, 2021, 6:59 AM IST

Updated : Aug 24, 2021, 11:04 AM IST

বনগাঁ, 24 অগস্ট : কথা বলছেন কিন্তু একটু অসংলগ্ন আর অন্যমনস্ক ৷ আপন মনে দেওয়ালে ইটের টুকরো দিয়ে কয়েকটি সংখ্যা লিখেছিলেন এক ভবঘুরে । চোখে পড়ে এলাকাবাসীর ৷ সন্দেহ হয় ৷ তাঁরা সেই সংখ্যায় ফোন করে তাঁর নাম ও বাড়ির ঠিকানা জানতে পারেন ৷ ঘটনাটি বনগাঁ থানার নেতাজি মার্কেট এলাকার ।

স্থানীয়রা ও ভবঘুরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, যুবকের নাম মনোজ সিং। বয়স 29 বছর । উত্তরপ্রদেশের দেওড়িয়া জেলার বাসিন্দা তিনি । বছর চারেক আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান । অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি পরিবার ।

সম্প্রতি ওই ভবঘুরেকে বনগাঁ নেতাজি মার্কেট এলাকায় ঘুরতে দেখা যায় ৷ তাঁরা মনোজের কাছে তাঁর নাম ও বাড়ির ঠিকানা জানতে চায় । কিন্তু তিনি ঠিক করে কিছু বলতে পারছিলেন না । তাঁর কথা শুনে স্থানীয় যুবকেরা বুঝতে পারেন ভবঘুরের মানসিক সমস্যা আছে । তখন একটি নির্মীয়মান বাড়িতে তাঁর থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয় ৷

স্থানীয় যুবকদের উদ্যোগে জামাইবাবুর সঙ্গে ঘরে ফিরে যাচ্ছেন ভবঘুরে মনোজ

আরও পড়ুন : Train accident : রেল লাইনে ভিডিও গেমে বুঁদ, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল 4 কিশোরের

স্থানীয় বাসিন্দা দেবব্রত দফাদার বলেন, "দিন কয়েক আগে ওই ভবঘুরে যুবক দেওয়ালে কিছু সংখ্যা লিখছিলেন ৷ সংখ্যাগুলি দেখে মনে হল ফোন নম্বর । সেই নম্বরে ফোন করে তাঁর বাড়ির সন্ধান পাওয়া যায় ৷ তাঁর বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয় । ভিডিয়ো কলে যুবককে দেখানো হয় ৷"

খোঁজ পেয়ে গতকাল দুপুরে ভবঘুরেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বনগাঁর নেতাজি মার্কেট এলাকায় আসেন তাঁর জামাইবাবু পাপ্পু সিং । মনোজকে নতুন জামাকাপড় পরিয়ে তাঁর জামাইবাবুর হাতে তুলে দেন স্থানীয়রা । পাপ্পু সিং স্থানীয়দের ধন্যবাদ জানিয়ে বলেন, "আমার শ্যালকের মানসিক সমস্যা রয়েছে ৷ মাঝেমধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেত । আবার ফিরেও আসত । কিন্তু 4 বছর আগে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি । দীর্ঘদিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও আমার খোঁজ পাইনি । ওকে যে আর ফিরে পাব, আমরা তা ভাবিনি । কিন্তু বনগাঁর কয়েকজন যুবকের জন্য আমরা ওকে ফিরে পেলাম ।"

বাড়ি ফেরার আনন্দে এলাকার যুবকদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মনোজ ৷ তাঁকে বাড়ি ফেরাতে পেরে খুশি নেতাজি মার্কেট এলাকার যুবকেরা ।

বনগাঁ, 24 অগস্ট : কথা বলছেন কিন্তু একটু অসংলগ্ন আর অন্যমনস্ক ৷ আপন মনে দেওয়ালে ইটের টুকরো দিয়ে কয়েকটি সংখ্যা লিখেছিলেন এক ভবঘুরে । চোখে পড়ে এলাকাবাসীর ৷ সন্দেহ হয় ৷ তাঁরা সেই সংখ্যায় ফোন করে তাঁর নাম ও বাড়ির ঠিকানা জানতে পারেন ৷ ঘটনাটি বনগাঁ থানার নেতাজি মার্কেট এলাকার ।

স্থানীয়রা ও ভবঘুরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, যুবকের নাম মনোজ সিং। বয়স 29 বছর । উত্তরপ্রদেশের দেওড়িয়া জেলার বাসিন্দা তিনি । বছর চারেক আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান । অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি পরিবার ।

সম্প্রতি ওই ভবঘুরেকে বনগাঁ নেতাজি মার্কেট এলাকায় ঘুরতে দেখা যায় ৷ তাঁরা মনোজের কাছে তাঁর নাম ও বাড়ির ঠিকানা জানতে চায় । কিন্তু তিনি ঠিক করে কিছু বলতে পারছিলেন না । তাঁর কথা শুনে স্থানীয় যুবকেরা বুঝতে পারেন ভবঘুরের মানসিক সমস্যা আছে । তখন একটি নির্মীয়মান বাড়িতে তাঁর থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয় ৷

স্থানীয় যুবকদের উদ্যোগে জামাইবাবুর সঙ্গে ঘরে ফিরে যাচ্ছেন ভবঘুরে মনোজ

আরও পড়ুন : Train accident : রেল লাইনে ভিডিও গেমে বুঁদ, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল 4 কিশোরের

স্থানীয় বাসিন্দা দেবব্রত দফাদার বলেন, "দিন কয়েক আগে ওই ভবঘুরে যুবক দেওয়ালে কিছু সংখ্যা লিখছিলেন ৷ সংখ্যাগুলি দেখে মনে হল ফোন নম্বর । সেই নম্বরে ফোন করে তাঁর বাড়ির সন্ধান পাওয়া যায় ৷ তাঁর বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয় । ভিডিয়ো কলে যুবককে দেখানো হয় ৷"

খোঁজ পেয়ে গতকাল দুপুরে ভবঘুরেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বনগাঁর নেতাজি মার্কেট এলাকায় আসেন তাঁর জামাইবাবু পাপ্পু সিং । মনোজকে নতুন জামাকাপড় পরিয়ে তাঁর জামাইবাবুর হাতে তুলে দেন স্থানীয়রা । পাপ্পু সিং স্থানীয়দের ধন্যবাদ জানিয়ে বলেন, "আমার শ্যালকের মানসিক সমস্যা রয়েছে ৷ মাঝেমধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেত । আবার ফিরেও আসত । কিন্তু 4 বছর আগে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি । দীর্ঘদিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও আমার খোঁজ পাইনি । ওকে যে আর ফিরে পাব, আমরা তা ভাবিনি । কিন্তু বনগাঁর কয়েকজন যুবকের জন্য আমরা ওকে ফিরে পেলাম ।"

বাড়ি ফেরার আনন্দে এলাকার যুবকদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মনোজ ৷ তাঁকে বাড়ি ফেরাতে পেরে খুশি নেতাজি মার্কেট এলাকার যুবকেরা ।

Last Updated : Aug 24, 2021, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.