ETV Bharat / state

বেআইনি মদ বিক্রি, স্বামীর অভিযোগে গ্রেপ্তার স্ত্রী - selling illegal liquor

বাসাবাটি গ্রামের বাসিন্দা মিনতি বিশ্বাস দীর্ঘদিন ধরে পাড়ার ভিতরে বেআইনিভাবে মদ বিক্রি করছিল। স্থানীয় যুবকরা তার কাছ থেকে গোপনে মদ কিনে নিয়ে যেত। বহিরাগতদেরও আনাগোনা বেড়েছিল এলাকায়। ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল।

Wife arrested
Wife arrested
author img

By

Published : Sep 13, 2020, 12:16 PM IST

বসিরহাট, 12 সেপ্টেম্বর : দীর্ঘদিন ধরে পাড়ায় বেআইনিভাবে মদ বিক্রি করছিল স্ত্রী। সেই কারবার বন্ধ করতে বলেছিলেন স্বামী। কিন্তু তাতে স্ত্রী কর্ণপাত করেননি । অবশেষে শুক্রবার স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন স্বামী ।

অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা নিল পুলিশ। রাতেই ওই মহিলাকে গ্রেপ্তার করা হয় । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামে।

পুলিশ জানিয়েছে, ধৃতর নাম মিনতি বিশ্বাস (50)।
তার কাছ থেকে উদ্ধার হয়েছে 40 লিটার দেশি মদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসাবাটি গ্রামের বাসিন্দা মিনতি বিশ্বাস দীর্ঘদিন ধরে পাড়ার ভিতরে বেআইনিভাবে মদ বিক্রি করছিল। স্থানীয় যুবকরা তার কাছ থেকে গোপনে মদ কিনে নিয়ে যেত। বহিরাগতদেরও আনাগোনা বেড়েছিল এলাকায়। ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে একাধিকবার ক্ষোভ জানিয়েছিল।

স্বামী জগবন্ধু বিশ্বাস স্ত্রী মিনতিকে বেআইনি মদ বিক্রি বন্ধ করতে বলেছিলেন। কিন্তু তাতে কর্ণপাত করেনি মিনতি। শুক্রবার রাতে স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন জগবন্ধু। রাতেই তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বেআইনি মদ-সহ মিনতিকে পুলিশ গ্রেপ্তার করে৷
জগবন্ধু বলেন, 'স্ত্রীকে বারবার বারণ করেছিলাম। শুনল না। তাই বাধ্য হয়েই পুলিশকে জানিয়েছিলাম।" পুলিশ শনিবার ওই মহিলাকে বসিরহাট মহকুমা আদালতে তোলে। বিচারক তাকে 14 দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

বসিরহাট, 12 সেপ্টেম্বর : দীর্ঘদিন ধরে পাড়ায় বেআইনিভাবে মদ বিক্রি করছিল স্ত্রী। সেই কারবার বন্ধ করতে বলেছিলেন স্বামী। কিন্তু তাতে স্ত্রী কর্ণপাত করেননি । অবশেষে শুক্রবার স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন স্বামী ।

অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা নিল পুলিশ। রাতেই ওই মহিলাকে গ্রেপ্তার করা হয় । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামে।

পুলিশ জানিয়েছে, ধৃতর নাম মিনতি বিশ্বাস (50)।
তার কাছ থেকে উদ্ধার হয়েছে 40 লিটার দেশি মদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসাবাটি গ্রামের বাসিন্দা মিনতি বিশ্বাস দীর্ঘদিন ধরে পাড়ার ভিতরে বেআইনিভাবে মদ বিক্রি করছিল। স্থানীয় যুবকরা তার কাছ থেকে গোপনে মদ কিনে নিয়ে যেত। বহিরাগতদেরও আনাগোনা বেড়েছিল এলাকায়। ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে একাধিকবার ক্ষোভ জানিয়েছিল।

স্বামী জগবন্ধু বিশ্বাস স্ত্রী মিনতিকে বেআইনি মদ বিক্রি বন্ধ করতে বলেছিলেন। কিন্তু তাতে কর্ণপাত করেনি মিনতি। শুক্রবার রাতে স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন জগবন্ধু। রাতেই তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বেআইনি মদ-সহ মিনতিকে পুলিশ গ্রেপ্তার করে৷
জগবন্ধু বলেন, 'স্ত্রীকে বারবার বারণ করেছিলাম। শুনল না। তাই বাধ্য হয়েই পুলিশকে জানিয়েছিলাম।" পুলিশ শনিবার ওই মহিলাকে বসিরহাট মহকুমা আদালতে তোলে। বিচারক তাকে 14 দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.