ETV Bharat / state

"21 জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ হলে প্রমাণ হবে তৃণমূলের দাবি অসত্য" - 21 july commission report

আট বছর পেরিয়ে যাওয়ার পরও 21 জুলাই নিয়ে গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়নি ৷ সরকার কেন রিপোর্ট প্রকাশ করছে না ? প্রশ্ন সুজন চক্রবর্তীর ৷

রক্তদান শিবিরে সুজন চক্রবর্তী
author img

By

Published : Jul 21, 2019, 7:52 PM IST

Updated : Jul 21, 2019, 8:09 PM IST

বারাসত, 21 জুলাই: 21 জুলাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট এলেই প্রমাণিত হবে তৃণমূলের দাবি অসত্য ৷ মন্তব্য সুজন চক্রবর্তীর ৷

আজ দুপুরে বারাসতে এক রক্তদান শিবিরে অংশ নেন CPI (M) বিধায়ক সুজন চক্রবর্তী ৷ 21 জুলাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে তিনি বলেন, " আট বছর পেরিয়ে যাওয়ার পরও তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়নি? কেন রিপোর্ট প্রকাশ করছে না ? রিপোর্টে কী রয়েছে, তাও সরকার ভালোভাবেই জানে ৷ তাই রিপোর্ট প্রকাশের সাহস দেখাচ্ছে না ৷ তৃণমূল যেটা বলছে, সেটা অসত্য প্রমাণ হয়ে যাবে ৷" তাঁর অভিযোগ, "ওই রিপোর্টে কারসাজি করা হয়েছে ৷ তাই সত্যতা সামনে আনার সাহস নেই সরকারের ৷ "

ভিডিয়োয় শুনুন সুজন চক্রবর্তীর বক্তব্য

21 জুলাইয়ের সমাবেশকে ইতিমধ্যেই কটাক্ষ করেছে BJP ৷ যা নিয়ে কটাক্ষ করে সুজনবাবু বলেন, BJP ও তৃণমূলের সুর এক৷ তিনি বলেন, "রাজনীতিটা মানুষের জন্য ৷ BJP ও তৃণমূল উভয়েই অসভ্য পার্টি ৷ এরা মানুষের জন্য কাজ করে না ৷ ক্ষমতা ও দম্ভের রাজনীতি করে ৷ যে পথে তৃণমূল চলে, সেই পথে BJP চলছে ৷ এটা ওদের ঘরোয়া বিবাদ ৷ আবার কাল বাদে পরশু দেখবেন, এরা এমনভাবে চলবে যেন একজন অপরজনের পাশে রয়েছে ৷ "

আরও পড়ুন : 21 জুলাইয়ের নামে নাটক শুরু হয়েছে : মুকুল রায়

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব, অনশনকারী শিক্ষকদের পাশে দাঁড়িয়ে জানালেন মুকুল

বারাসত, 21 জুলাই: 21 জুলাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট এলেই প্রমাণিত হবে তৃণমূলের দাবি অসত্য ৷ মন্তব্য সুজন চক্রবর্তীর ৷

আজ দুপুরে বারাসতে এক রক্তদান শিবিরে অংশ নেন CPI (M) বিধায়ক সুজন চক্রবর্তী ৷ 21 জুলাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে তিনি বলেন, " আট বছর পেরিয়ে যাওয়ার পরও তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়নি? কেন রিপোর্ট প্রকাশ করছে না ? রিপোর্টে কী রয়েছে, তাও সরকার ভালোভাবেই জানে ৷ তাই রিপোর্ট প্রকাশের সাহস দেখাচ্ছে না ৷ তৃণমূল যেটা বলছে, সেটা অসত্য প্রমাণ হয়ে যাবে ৷" তাঁর অভিযোগ, "ওই রিপোর্টে কারসাজি করা হয়েছে ৷ তাই সত্যতা সামনে আনার সাহস নেই সরকারের ৷ "

ভিডিয়োয় শুনুন সুজন চক্রবর্তীর বক্তব্য

21 জুলাইয়ের সমাবেশকে ইতিমধ্যেই কটাক্ষ করেছে BJP ৷ যা নিয়ে কটাক্ষ করে সুজনবাবু বলেন, BJP ও তৃণমূলের সুর এক৷ তিনি বলেন, "রাজনীতিটা মানুষের জন্য ৷ BJP ও তৃণমূল উভয়েই অসভ্য পার্টি ৷ এরা মানুষের জন্য কাজ করে না ৷ ক্ষমতা ও দম্ভের রাজনীতি করে ৷ যে পথে তৃণমূল চলে, সেই পথে BJP চলছে ৷ এটা ওদের ঘরোয়া বিবাদ ৷ আবার কাল বাদে পরশু দেখবেন, এরা এমনভাবে চলবে যেন একজন অপরজনের পাশে রয়েছে ৷ "

আরও পড়ুন : 21 জুলাইয়ের নামে নাটক শুরু হয়েছে : মুকুল রায়

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব, অনশনকারী শিক্ষকদের পাশে দাঁড়িয়ে জানালেন মুকুল

Intro:২১ জুলাইয়ের তদন্ত রিপোর্ট প্রকাশ‍্যে না আসায় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি বলেন,"কেন রিপোর্ট প্রকাশ‍্যে আনছে না,তা সরকার ভালোভাবেই জানে।ওরা(তৃনমূল)যে দাবি করছে, তদন্ত কমিশনের রিপোর্টেই প্রমান হয়ে যাবে,ওদের দাবি অসত‍্য।সত‍্য রিপোর্ট ধামাচাপা দিতে কারসাজি করা হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ করেন সুজন চক্রবর্তী।Body:রাজু বিশ্বাস,বারাসত:-১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরন অভিযানে রক্তাক্ত হয়েছিল মহানগরী কলকাতা।সেদিন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনে পুলিশের গুলিতে প্রান হারিয়েছিলেন ১৩ জন কর্মী। ক্ষমতায় আসার পর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিশন গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু,আট বছর অতিক্রান্ত হলেও ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশিত করতে পারেনি সরকার! এনিয়ে বিভিন্ন সময়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ‍্য সরকারকে।এবার ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ‍্যে না আনা নিয়ে রাজ‍্য সরকারকে একহাত নিলেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা ও সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী।আজ দুপুরে বারাসতে দলের এক রক্তদান শিবিরে যোগ দেন তিনি। সেখানেই "ইটিভি ভারত"-য়ের প্রতিনিধির মুখোমুখি হয়ে সুজন চক্রবর্তী বলেন,"২১ জুলাইয়ের ঘটনার প্রেক্ষিতে সরকার কমিশন গঠন করেছিল।আট বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সেই তদন্ত কমিশন রিপোর্ট প্রকাশিত হয়নি। রিপোর্ট প্রকাশ‍্যে না আসায় আমি বিধানসভায় সরকারের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছিলাম। কিন্তু, সরকারপক্ষ গ্রহন না করে তা খারিজ করে দেয়"।যারা একটা রিপোর্ট প্রকাশ‍্যে আনতে পারল না,তারা কিভাবে ২১ জুলাইয়ের সমাবেশকে শহীদ দিবস বলেন,তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এবিষয়ে সুজন চক্রবর্তী বলেন,"২১ জুলাইয়ের সমাবেশ নাটকবাজি ছাড়া আর কিছু নয়"।এরপর‌ই রিপোর্ট প্রকাশ‍্যে না আনা নিয়ে সরকারকে বিঁধেন সিপিএমের এই বিধায়ক। তিনি বলেন,"কেন রিপোর্ট প্রকাশ করছে না,তা সরকার ভালোভাবেই জানে।সরকারের রিপোর্টে কি রয়েছে,তা সরকার জানে।জানে বলেই ওরা (রাজ‍্য সরকার) রিপোর্ট প্রকাশ করার সাহস দেখাচ্ছে না। তৃনমূল দল যেটা বলছে,সেটা অসত‍্য প্রমান হয়ে যাবে"।সুজন চক্রবর্তীর অভিযোগ,"ওই রিপোর্টে কারসাজি করা হয়েছে!তাই,সত‍্যতা সামনে আনার সাহস নেই সরকারের"।গুলি চলেছে কি চলেনি,সেটা আমি বলতে পারবনা। কিন্তু,ওরা(তৃনমূল)যেটা দাবি করছে,তা কমিশনের রিপোর্টেই সেটা অসত‍্য স্পষ্ট হয়ে যাবে।বিজেপি ২১ জুলাইয়ের সমাবেশকে সার্কাস বলছে,আপনি বলছেন নাটক। তাহলে কি বিজেপির সুর সিপিএমের মুখে শোনা যাচ্ছে? এই প্রশ্নের উত্তরে তিনি তা প্রত‍্যাখান করে উল্টে বলেন,"বিজেপি ও তৃনমূলের সুর সমান। তৃনমূল বিরোধীদের হুমকি দিত,এখন বিজেপি বিরোধীদের হুমকি দিচ্ছে।আমরা যে সত্য কথাটা বারবার বলতাম,সেটা কোনও না কোনও সময়ে মনের বিভ্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে হচ্ছে।যেমন এখন উনি বলছেন, ইলেকশনে স্টেট ফান্ডিং।সেটা আমাদের‌ই কথা।যা যা উনি বলছেন,সব‌ই আমাদের কথা।না বলে উপায় নেই।কপি করা হচ্ছে"।২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে ইতিমধ্যে বিজেপি ও তৃনমূলের মধ্যে চাপান‌উতোর শুরু হয়েছে!একে অপরকে হুমকি দিচ্ছে! এনিয়ে প্রশ্ন করা হলে সুজন চক্রবর্তী তার উত্তরে বলেন,"রাজনীতিটা মানুষের জন্য। বিজেপি ও তৃনমূল উভয়েই অসভ্য পার্টি।এরা মানুষের জন্য কাজ করেনা।এরা ক্ষমতা ও দম্ভের রাজনীতি করে।যে পথে তৃনমূল চলে, সেই পথে বিজেপি চলছে।বিজেপি নাকি তৃনমূলের সভাতে হুমকি দিচ্ছে!তৃনমূল‌ও তো বিরোধীদের প্রত‍্যেকটি কর্মসূচিতে হুমকি দিচ্ছে!এটা ওদের ঘরোয়া বিবাদ।আবার কাল বাদে পরশু দেখবেন, এমনভাবে চলবে একজন অপরজনের পাশে রয়েছে"। সম্প্রতি সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বিজেপিকে রুখতে তৃনমূলকে পাশে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এনিয়ে আজ সুজন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন,"ভুল কথা।বিজেপিকে রোখার জন্য তৃনমূল না।আবার তৃনমূলকে রোখার জন্য বিজেপি না। তৃনমূলের প্রশয়েই বিজেপি বেড়েছে।তাই, তৃনমূল বিজেপিকে রুখতে পারবেনা। আমাদের পার্টি সেই কথা বারবার বলেছে।তাই,কারোর কথার সূত্র ধরে এবিষয়ে আমার মন্তব্য করা উচিত নয়।তবে,আমার মনে হয় ও(তন্ময় ভট্টাচার্য) সেভাবে বলতে চায়নি।বললে ভুল কথা বলেছে"। অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার সিপিএম শহীদ পরিবারের হাতে অর্থ তুলে দেওয়ার জন্য ২০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করা হয় উদ্যোক্তাদের তরফে।Conclusion:সুজন চক্রবর্তীর উপস্থিতিতে আজ অনুষ্ঠান মঞ্চে জেলার সিপিএমের শহীদ পরিবারের হাতে অর্থ তুলে দেওয়ার জন্য ২০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করা হয় উদ্যোক্তাদের তরফে।
Last Updated : Jul 21, 2019, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.