বারাসত, 21 জুলাই: 21 জুলাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট এলেই প্রমাণিত হবে তৃণমূলের দাবি অসত্য ৷ মন্তব্য সুজন চক্রবর্তীর ৷
আজ দুপুরে বারাসতে এক রক্তদান শিবিরে অংশ নেন CPI (M) বিধায়ক সুজন চক্রবর্তী ৷ 21 জুলাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে তিনি বলেন, " আট বছর পেরিয়ে যাওয়ার পরও তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়নি? কেন রিপোর্ট প্রকাশ করছে না ? রিপোর্টে কী রয়েছে, তাও সরকার ভালোভাবেই জানে ৷ তাই রিপোর্ট প্রকাশের সাহস দেখাচ্ছে না ৷ তৃণমূল যেটা বলছে, সেটা অসত্য প্রমাণ হয়ে যাবে ৷" তাঁর অভিযোগ, "ওই রিপোর্টে কারসাজি করা হয়েছে ৷ তাই সত্যতা সামনে আনার সাহস নেই সরকারের ৷ "
21 জুলাইয়ের সমাবেশকে ইতিমধ্যেই কটাক্ষ করেছে BJP ৷ যা নিয়ে কটাক্ষ করে সুজনবাবু বলেন, BJP ও তৃণমূলের সুর এক৷ তিনি বলেন, "রাজনীতিটা মানুষের জন্য ৷ BJP ও তৃণমূল উভয়েই অসভ্য পার্টি ৷ এরা মানুষের জন্য কাজ করে না ৷ ক্ষমতা ও দম্ভের রাজনীতি করে ৷ যে পথে তৃণমূল চলে, সেই পথে BJP চলছে ৷ এটা ওদের ঘরোয়া বিবাদ ৷ আবার কাল বাদে পরশু দেখবেন, এরা এমনভাবে চলবে যেন একজন অপরজনের পাশে রয়েছে ৷ "
আরও পড়ুন : 21 জুলাইয়ের নামে নাটক শুরু হয়েছে : মুকুল রায়
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব, অনশনকারী শিক্ষকদের পাশে দাঁড়িয়ে জানালেন মুকুল