ETV Bharat / state

যে ঠিক কথা বলবে তৃণমূল তাকেই বলবে BJP-র লোক : মনোজ টিগ্গা - রাজ্যপাল

আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের মন্তব্যকে সমর্থন করার পাশাপাশি রাজ্যকে আক্রমণ করলেন BJP বিধায়ক মনোজ টিগ্গা ।

Manoj Tigga
Manoj Tigga
author img

By

Published : Feb 11, 2020, 5:32 AM IST

বারাসত, 11 ফেব্রুযারি : আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল সঠিক কথাই বলেছেন । আর সঠিক কথা বললেই BJP-র লোক । বেঠিক কথা বললেই অন্য লোক । রাজ্যপালের মন্তব্যকে সমর্থন করে একথা বললেন BJP-র পরিষদীয় নেতা তথা বিধায়ক মনোজ টিগ্গা । গতকাল দুপুরে বারাসত বিশেষ আদালতে পুরানো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসেন তিনি । সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, "আইনশৃঙ্খলা নিয়ে ওনার (রাজ্যপাল)বলার অধিকার আছে । কারণ উনিই তো দিল্লিতে রিপোর্ট পাঠান । তার উপর ভিত্তি করে রাজ্যে 356 কিংবা অন্য কোনও আইন লাগু করে থাকে কেন্দ্রীয় সরকার৷" সেই সঙ্গে রাজ্য বাজেট নিয়েও তৃণমূল সরকারকে কটাক্ষ করেন তিনি ।

রবিবার মধ্যমগ্রামের একটি অনুষ্ঠানে এসে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । বলেন,রাজ্যে বিস্ফোরকের বাড়বাড়ন্ত । এই অবস্থায় অবাধে নির্বাচন হবে কীভাবে? রাজ্যপালের এই মন্তব্য নিয়েই BJP বিধায়ক মনোজ টিগ্গাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উনি সাংবিধানিক প্রধান । রাজ্য কীভাবে চলছে, সেবিষয়ে রাজ্যপাল খোঁজখবর নিতেই পারেন । রাজ্যে যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, সেটা গোটা ভারতবর্ষের লোক জানে ৷"

এরপরই সদ্য দিল্লির নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, "দিল্লির মতো জায়গায় 7 ফেব্রুয়ারি বিধানসভার নির্বাচন হল । কোথাও বোমাবাজির ঘটনা ঘটেনি । মানুষও মারা যায়নি । অথচ, 2018 সালে এরাজ্যের পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি কীভাবে হিংসা হয়েছে । আমাদের 90 জন কর্মী খুন হয়েছে । অনান্য দলের ধরলে সংখ্যাটা 100-র কাছাকাছি । তাই আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল সঠিক কথাই বলেছেন ৷"

বারাসত, 11 ফেব্রুযারি : আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল সঠিক কথাই বলেছেন । আর সঠিক কথা বললেই BJP-র লোক । বেঠিক কথা বললেই অন্য লোক । রাজ্যপালের মন্তব্যকে সমর্থন করে একথা বললেন BJP-র পরিষদীয় নেতা তথা বিধায়ক মনোজ টিগ্গা । গতকাল দুপুরে বারাসত বিশেষ আদালতে পুরানো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসেন তিনি । সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, "আইনশৃঙ্খলা নিয়ে ওনার (রাজ্যপাল)বলার অধিকার আছে । কারণ উনিই তো দিল্লিতে রিপোর্ট পাঠান । তার উপর ভিত্তি করে রাজ্যে 356 কিংবা অন্য কোনও আইন লাগু করে থাকে কেন্দ্রীয় সরকার৷" সেই সঙ্গে রাজ্য বাজেট নিয়েও তৃণমূল সরকারকে কটাক্ষ করেন তিনি ।

রবিবার মধ্যমগ্রামের একটি অনুষ্ঠানে এসে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । বলেন,রাজ্যে বিস্ফোরকের বাড়বাড়ন্ত । এই অবস্থায় অবাধে নির্বাচন হবে কীভাবে? রাজ্যপালের এই মন্তব্য নিয়েই BJP বিধায়ক মনোজ টিগ্গাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উনি সাংবিধানিক প্রধান । রাজ্য কীভাবে চলছে, সেবিষয়ে রাজ্যপাল খোঁজখবর নিতেই পারেন । রাজ্যে যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, সেটা গোটা ভারতবর্ষের লোক জানে ৷"

এরপরই সদ্য দিল্লির নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, "দিল্লির মতো জায়গায় 7 ফেব্রুয়ারি বিধানসভার নির্বাচন হল । কোথাও বোমাবাজির ঘটনা ঘটেনি । মানুষও মারা যায়নি । অথচ, 2018 সালে এরাজ্যের পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি কীভাবে হিংসা হয়েছে । আমাদের 90 জন কর্মী খুন হয়েছে । অনান্য দলের ধরলে সংখ্যাটা 100-র কাছাকাছি । তাই আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল সঠিক কথাই বলেছেন ৷"

Intro:আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল সঠিক কথায় বলেছেন।সঠিক কথা বললেই বিজেপির লোক।আর বেঠিক কথা বললেই অন্য লোক।রাজ্যপালের পাশে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির পরিষদীয় নেতা ও বিধায়ক মনোজ টিক্কা।আজ দুপুরে বারাসত বিশেষ আদালতে পুরনো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসেন তিনি।সেখান থেকে বেরিয়ে বিজেপি বিধায়ক মনোজ টিক্কা বলেন,"আইনশৃঙ্খলা নিয়ে ওনার(রাজ্যপাল)বলার অধিকার আছে।কারন,উনিই তো দিল্লিতে রিপোর্ট পাঠান।তার ওপর ভিত্তি করে রাজ্যে ৩৫৬ কিংবা অন্য কোনও আইন লাগু করে থাকে কেন্দ্রীয় সরকার"।রাজ্য বাজেট নিয়েও কটাক্ষ করেন তিনি। Body:বারাসতঃআইনশৃঙ্গলা নিয়ে রাজ্যপাল সঠিক কথায় বলেছেন।সঠিক কথা বললেই বিজেপির লোক।বেঠিক কথা বললেই অন্য লোক।রাজ্যপাল জগদীপ ধনকড়ের পাশে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির পরিষদীয় নেতা ও বিধায়ক মনোজ টিক্কা।গতকালই মধ্যমগ্রামের একটি অনুষ্ঠানে এসে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।বলেন,রাজ্যে বিস্ফোরকের বাড়বাড়ন্ত।এই অবস্থায় অবাধে নির্বাচন হবে কিভাবে?রাজ্যপালের এই মন্তব্য নিয়েই বিজেপি বিধায়ক মনোজ টিক্কাকে প্রশ্ন করা হলে তিনি বলেন,"উনি সাংবিধানিক প্রধান।রাজ্য কিভাবে চলছে,সেবিষয়ে রাজ্যপাল খোঁজখবর নিতেই পারেন।রাজ্যে যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে,সেটা গোটা ভারতবর্ষের লোক জানে"।এরপরই সদ্য দিল্লির নির্বাচনের উদাহরণ টেনে বিধায়ক মনোজ টিক্কা বলেন,"দিল্লির মতো জায়গায় ৭ ফেব্রুয়ারি বিধানসভার নির্বাচন হল।কোথাও বোমাবাজির ঘটনা ঘটেনি।মানুষও মারা যায়নি।অথচ,২০১৮ সালে এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি কিভাবে হিংসা হয়েছে।আমাদের ৯০ জন কর্মী খুন হয়েছে।অনান্য দলের ধরলে সংখ্যাটা ১০০-র কাছাকাছি।তাই আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল সঠিক কথায় বলেছেন"।আজ দুপুরে বারাসত বিশেষ আদালতে পুরনো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসেন বিজেপির পরিষদীয় নেতা ও বিধায়ক মনোজ টিক্কা।সেখান থেকে বেরনোর পর তিনি বলেন,"রাজ্যপাল সাংবিধানিক দায়িত্বই পালন করছেন।সেটা বিধানসভায় রাজ্য বাজেটের ভাষনেই তিনি প্রমান করে দিয়েছেন।সাংবিধানিক হিসাবে ওনার(রাজ্যপাল)রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বলার অধিকার আছে।কারন,উনিই তো দিল্লিতে রিপোর্ট পাঠান।তার ওপর রাজ্যে ৩৫৬ কিংবা অন্য কোনও আইন লাগু করে থাকে কেন্দ্রীয় সরকার।সঠিক কথা বললেই বিজেপির লোক।আর বেঠিক কথা বললেই অন্য লোক"।রাজ্যপালের মন্তব্যের পরই তৃনমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেছিলেন,উনি(রাজ্যপাল)তো প্রতিদিনই কমেন্টটি করে চলেছেন।সংবাদমাধ্যমে ভেসে থাকতেই উনি এধরনের মন্তব্য করছেন।এর পরিপ্রেক্ষিতে মনোজ টিক্কা বলেন,"ওনার(পার্থ চ্যাটার্জি)ব্যাক্তিগত মতামত থাকতেই পারে।রাজ্যপালের মন্তব্যের সঙ্গে আমরা একমত।আমরা দেখেছি নৈহাটির বিস্ফোরণে কিভাবে ১০ ফুট গর্ত ও ৩ ফুট চওড়া হয়ে গিয়েছিল।তার রেশ পড়েছিল গঙ্গার ওপারেও।শুধু তাই নয়,এখানে মোদিজি,যোগিজি ও অমিত শাহর হেলিকপ্টার পর্যন্ত নামতে দেওয়া হয়না।গনবিবাহের মতো সামাজিক অনুষ্ঠানও পুলিশকে দিয়ে আটকানো হচ্ছে।আলিপুরদুয়ারে আজ গরির আদিবাসীদের নিয়ে একটি গনবিবাহের অনুষ্ঠান ছিল।সেই অনুষ্ঠানও পুলিশ বাধা দিয়ে আটকে দিয়েছে।এর থেকেই বোঝা যায়,রাজ্যের আইনশৃঙ্খলার কি অবস্থা"।পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সাধারন মানুষকে নিগ্রহ করা হচ্ছে বলেও অভিযোগ ওই বিজেপি বিধায়কের।রাজ্য বাজেটকে কটাক্ষ করে মনোজ টিক্কা বলেন,"২০২১-এর নির্বাচনের কথা মাথায় রেখে মিথ্যা আশ্বাস দিয়ে বাজেট করা হবে।কারন,আমরা বিগত দিনে এই তৃনমূল সরকারের আমলেই দেখেছি,শুধু বিল্ডিং,আর নীল,সাদা রঙ ছাড়া আর কিছুই হয়নি।প্রকৃত উন্নয়ন বলতে যা বোঝায়,তা করা হয়নি।যদি প্রকৃত উন্নয়ন হতো,তাহলে উত্তরবঙ্গে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যেতনা।চা শ্রমিকরা না খেয়ে মারা যেতনা।রাজ্য সরকারের কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তোলা ছাড়া আর কোনও কাজ নেই।নিজেদের দায়িত্ব থেকে সবসময় পালিয়ে যায়"।রাজ্য বাজেট নিয়ে বিজেপির যে কোনও ভরসা নেই,সেকথাও জানাতে ভোলেনি দলীয় বিধায়ক মনোজ টিক্কা।Conclusion:রাজ্য বাজেট নিয়ে বিজেপির যে কোনও ভরসা নেই,সেকথাও জানাতে ভোলেননি মনোজ টিক্কা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.