ETV Bharat / state

Bikas Bhawan: বিকাশ ভবনের সামনে বিক্ষোভে বিষ খেলেন শিক্ষিকারা, হাসপাতালে পাঁচ - kolkata

বদলি স্থগিতের দাবিতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখালেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের শিক্ষকরা ৷ পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তার মধ্যে পাঁচ শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷

Bikas Bhawan
বিকাশ ভবনের সামনে বিক্ষোভে বিষ খেলেন শিক্ষিকারা, হাসপাতালে পাঁচ
author img

By

Published : Aug 24, 2021, 5:35 PM IST

Updated : Aug 24, 2021, 6:44 PM IST

কলকাতা, 24 অগস্ট: বদলির প্রস্তাব স্থগিতের দাবিতে বিক্ষোভ দেখাল শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের কয়েকজন শিক্ষিকা ৷ আজ তারা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বিধাননগর উত্তর থানার পুলিশ ৷ এরপরেই 5 শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ সঙ্গে সঙ্গে অসুস্থ অবস্থায় তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷

এই শিক্ষিকাদের দাবি, তাঁদের দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত অঞ্চল থেকে উত্তরবঙ্গে বদলি করা হয়েছে ৷ তাঁদের কাউকে কাউকে বদলি করা হয়েছে কোচবিহারের দিনহাটা এলাকার স্কুলে ৷ কিন্তু তাঁরা যা বেতন পান তাতে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে অতদূরে গিয়ে চাকরি করতে যাওয়া সম্ভব নয় ৷ এই বদলি প্রস্তাব স্থগিত রাখতে হবে ৷ শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে ৷ এরপরেই 5 শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ পরে 5 শিক্ষিকার শারীরিক অবস্থার অবনতি হলে শিখা দাস ও জোৎস্না টুডুকে বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ অন্যদিকে পুতুল জানা মণ্ডল, ছবি দাস ও অনিমা নাথকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

বিকাশ ভবনের সামনে বিক্ষোভে বিষ খেলেন শিক্ষিকারা, হাসপাতালে পাঁচ

আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কতটা প্রস্তুত প্রশাসন, বৈঠক ডাকল নবান্ন

শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের শিক্ষিকাদের সঙ্গে পুলিশের হাতাহাতি বেধে যায় ৷ বেশ কিছুক্ষণের জন্য এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ৷ পরে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ শিক্ষিকাদের অভিযোগ, তাঁদের বেআইনিভাবে বদলি করা হয়েছে ৷ তাঁরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগও দাবি করে ৷

কলকাতা, 24 অগস্ট: বদলির প্রস্তাব স্থগিতের দাবিতে বিক্ষোভ দেখাল শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের কয়েকজন শিক্ষিকা ৷ আজ তারা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বিধাননগর উত্তর থানার পুলিশ ৷ এরপরেই 5 শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ সঙ্গে সঙ্গে অসুস্থ অবস্থায় তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷

এই শিক্ষিকাদের দাবি, তাঁদের দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত অঞ্চল থেকে উত্তরবঙ্গে বদলি করা হয়েছে ৷ তাঁদের কাউকে কাউকে বদলি করা হয়েছে কোচবিহারের দিনহাটা এলাকার স্কুলে ৷ কিন্তু তাঁরা যা বেতন পান তাতে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে অতদূরে গিয়ে চাকরি করতে যাওয়া সম্ভব নয় ৷ এই বদলি প্রস্তাব স্থগিত রাখতে হবে ৷ শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে ৷ এরপরেই 5 শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ পরে 5 শিক্ষিকার শারীরিক অবস্থার অবনতি হলে শিখা দাস ও জোৎস্না টুডুকে বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ অন্যদিকে পুতুল জানা মণ্ডল, ছবি দাস ও অনিমা নাথকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

বিকাশ ভবনের সামনে বিক্ষোভে বিষ খেলেন শিক্ষিকারা, হাসপাতালে পাঁচ

আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কতটা প্রস্তুত প্রশাসন, বৈঠক ডাকল নবান্ন

শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের শিক্ষিকাদের সঙ্গে পুলিশের হাতাহাতি বেধে যায় ৷ বেশ কিছুক্ষণের জন্য এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ৷ পরে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ শিক্ষিকাদের অভিযোগ, তাঁদের বেআইনিভাবে বদলি করা হয়েছে ৷ তাঁরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগও দাবি করে ৷

Last Updated : Aug 24, 2021, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.