ETV Bharat / state

বাড়ি ফিরলেন বাবু মাস্টার, প্রার্থী ঘোষণার আগেই করলেন প্রচার - বসিরহাট

বিজেপিতে যোগ দেওয়ার পর কয়েকদিন আগে বসিরহাট থেকে কর্মীসভা সেরে কলকাতার অস্থায়ী বাড়িতে যাওয়ার পথে মিনাখাঁ থানার সামনে বাসন্তী হাইওয়েতে হামলা হয় বাবু মাস্টারের গাড়ির উপর । গাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

বাবু মাস্টার
বাবু মাস্টার
author img

By

Published : Mar 14, 2021, 12:40 PM IST

বসিরহাট, 14 মার্চ : গেরুয়া শিবির থেকে এখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি । তার আগে নিজেকে প্রার্থীর দাবিদার হিসেবে তুলে ধরে জনসংযোগ বৃদ্ধির মাধ্যমে কার্যত ভোট প্রচার শুরু করে দিলেন বিজেপি নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার । কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার পর শনিবার সকালে হাসনাবাদে ভবানীপুরের বাড়িতে ফেরেন এক সময়ের তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ এই নেতা ।

সম্প্রতি শাসকদলের দাপুটে নেতা তাঁর পুরানো দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন । এরপরই এলাকায় ঢুকতে গিয়ে বাধার মুখে পড়তে হয় বাবু মাস্টারকে । তাঁর উপর প্রাণঘাতী হামলাও হয় বলে অভিযোগ । প্রতিক্ষেত্রেই অভিযোগের আঙুল ওঠে শাসক শিবিরের দিকে । দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর অবশেষে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বাড়িতে ফেরেন বিজেপি নেতা বাবু মাস্টার । তাঁকে ফুল, মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাঁকে । বাড়ি ফেরার সময় এদিন তাঁর সঙ্গে ছিলেন অসংখ্য অনুগামী । সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এদিন ভোটের মুখে জনসংযোগও সেরে নেন তিনি ।

বাম রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করলেও পরবর্তীতে দলবদল করে তৃণমূলে যোগ দেন বাবু মাস্টার । 2018 সালে পঞ্চায়েত ভোটে ভবানীপুর আসন থেকে জিতে জেলা পরিষদের শিক্ষা,তথ্য ও ক্রীড়ার দফতরের কর্মাধ্যক্ষের পদে বসেন তিনি । শাসক দলের দাপুটে এই নেতা ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছিলেন দলের অভ্যন্তরে । দলে ঠিকমতো কাজ করতে পারছিলেন না বলেও অভিযোগ । এসবের মধ্যেই তাঁর বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ দায়ের হয় । যা নিয়ে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন বাবু মাস্টার । শেষে, তৃণমূলের পাঠ চুকিয়ে তিনি নাম লেখান গেরুয়া শিবিরে । বিজেপিতে যোগ দেওয়ার পর কয়েক দিন আগে বসিরহাট থেকে কর্মীসভা সেরে কলকাতার অস্থায়ী বাড়িতে যাওয়ার পথে মিনাখাঁ থানার সামনে বাসন্তী হাইওয়েতে হামলা হয় বাবু মাস্টারের গাড়ির উপর । গাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তোলে শাসক শিবির । এরপরই তাঁর নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । শেষে, বাবু মাস্টারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয় । সেই নিরাপত্তা নিয়েই এদিন বাড়িতে ফেরেন বিজেপির নেতা ।

প্রচারে নামলেন বাবু মাস্টার

আরও পড়ুন : হাড়োয়াতে বিজেপি নেতার গাড়িতে বোমাবাজি, গুরুতর জখম বাবু মাস্টার

বাড়ি ফেরার পথেই নিজেকে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর দাবিদার হিসেবে তুলে ধরেন তিনি । রীতিমতো জনসংযোগের মাধ্যমে এদিন ভোট প্রচারও শুরু করে দেন বিজেপি নেতা । এই বিষয়ে বাবু মাস্টার বলেন,"দীর্ঘদিন পর বাড়িতে ফিরতে পেরে ভাল লাগছে । কেউ ঘরছাড়া হয়ে থাকুক সেটা আমরা চাই না । যেভাবে এখানে মানুষের সমর্থন পেলাম, তাতে বিজেপি ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা । "বসিরহাট উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে তাঁর নাম উঠে আসা প্রসঙ্গে তিনি বলেন,"পার্টি আমাকে যা দায়িত্ব দেবে, সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে । তবে, এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দলই নেবে ।" তাঁর অনুগামীদের দাবি,"বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের দাবিদার বাবু মাস্টার । দল তাঁকে টিকিট দিলে তৃণমূলের শক্ত ঘাঁটি বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে পদ্ম ফুটবে এবার ।"

বসিরহাট, 14 মার্চ : গেরুয়া শিবির থেকে এখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি । তার আগে নিজেকে প্রার্থীর দাবিদার হিসেবে তুলে ধরে জনসংযোগ বৃদ্ধির মাধ্যমে কার্যত ভোট প্রচার শুরু করে দিলেন বিজেপি নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার । কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার পর শনিবার সকালে হাসনাবাদে ভবানীপুরের বাড়িতে ফেরেন এক সময়ের তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ এই নেতা ।

সম্প্রতি শাসকদলের দাপুটে নেতা তাঁর পুরানো দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন । এরপরই এলাকায় ঢুকতে গিয়ে বাধার মুখে পড়তে হয় বাবু মাস্টারকে । তাঁর উপর প্রাণঘাতী হামলাও হয় বলে অভিযোগ । প্রতিক্ষেত্রেই অভিযোগের আঙুল ওঠে শাসক শিবিরের দিকে । দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর অবশেষে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বাড়িতে ফেরেন বিজেপি নেতা বাবু মাস্টার । তাঁকে ফুল, মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাঁকে । বাড়ি ফেরার সময় এদিন তাঁর সঙ্গে ছিলেন অসংখ্য অনুগামী । সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এদিন ভোটের মুখে জনসংযোগও সেরে নেন তিনি ।

বাম রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করলেও পরবর্তীতে দলবদল করে তৃণমূলে যোগ দেন বাবু মাস্টার । 2018 সালে পঞ্চায়েত ভোটে ভবানীপুর আসন থেকে জিতে জেলা পরিষদের শিক্ষা,তথ্য ও ক্রীড়ার দফতরের কর্মাধ্যক্ষের পদে বসেন তিনি । শাসক দলের দাপুটে এই নেতা ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছিলেন দলের অভ্যন্তরে । দলে ঠিকমতো কাজ করতে পারছিলেন না বলেও অভিযোগ । এসবের মধ্যেই তাঁর বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ দায়ের হয় । যা নিয়ে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন বাবু মাস্টার । শেষে, তৃণমূলের পাঠ চুকিয়ে তিনি নাম লেখান গেরুয়া শিবিরে । বিজেপিতে যোগ দেওয়ার পর কয়েক দিন আগে বসিরহাট থেকে কর্মীসভা সেরে কলকাতার অস্থায়ী বাড়িতে যাওয়ার পথে মিনাখাঁ থানার সামনে বাসন্তী হাইওয়েতে হামলা হয় বাবু মাস্টারের গাড়ির উপর । গাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তোলে শাসক শিবির । এরপরই তাঁর নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । শেষে, বাবু মাস্টারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয় । সেই নিরাপত্তা নিয়েই এদিন বাড়িতে ফেরেন বিজেপির নেতা ।

প্রচারে নামলেন বাবু মাস্টার

আরও পড়ুন : হাড়োয়াতে বিজেপি নেতার গাড়িতে বোমাবাজি, গুরুতর জখম বাবু মাস্টার

বাড়ি ফেরার পথেই নিজেকে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর দাবিদার হিসেবে তুলে ধরেন তিনি । রীতিমতো জনসংযোগের মাধ্যমে এদিন ভোট প্রচারও শুরু করে দেন বিজেপি নেতা । এই বিষয়ে বাবু মাস্টার বলেন,"দীর্ঘদিন পর বাড়িতে ফিরতে পেরে ভাল লাগছে । কেউ ঘরছাড়া হয়ে থাকুক সেটা আমরা চাই না । যেভাবে এখানে মানুষের সমর্থন পেলাম, তাতে বিজেপি ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা । "বসিরহাট উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে তাঁর নাম উঠে আসা প্রসঙ্গে তিনি বলেন,"পার্টি আমাকে যা দায়িত্ব দেবে, সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে । তবে, এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দলই নেবে ।" তাঁর অনুগামীদের দাবি,"বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের দাবিদার বাবু মাস্টার । দল তাঁকে টিকিট দিলে তৃণমূলের শক্ত ঘাঁটি বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে পদ্ম ফুটবে এবার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.