ETV Bharat / state

বসিরহাটে দীপেন্দু বিশ্বাসের ছবিতে কালি, পুড়ল ব্যানার

author img

By

Published : Mar 10, 2021, 5:32 PM IST

বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে এবারের বিদায়ী বিধায়ক ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে টিকিট দেয়নি তৃণমূল । পরিবর্তে ওই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে । এরপরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দীপেন্দু বিশ্বাস । শেষে ক্ষুদ্ধ দীপেন্দু সোমবারই যোগ দেন গেরুয়া শিবিরে । তার ২৪ ঘণ্টার মধ্যেই ঘটল এই কাণ্ড ।

দীপেন্দু বিশ্বাস
দীপেন্দু বিশ্বাস

বসিরহাট, 10 মার্চ : তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতেই বসিরহাট দক্ষিণের বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাসের বিরুদ্ধে উপচে পড়ল ক্ষোভ । দীপেন্দুর ছবিতে কালি মাখিয়ে, পোস্টার ও ব্যানার ছিঁড়ে তা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বসিরহাটে ।

দীপেন্দু অনুগামীদের অভিযোগ, ঘটনায় যুক্ত রয়েছে শাসকদলের কর্মী-সমর্থকরাই । যদিও সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি, বিদায়ী বিধায়কের আচরণে ক্ষুদ্ধ হয়ে আক্রোশ থেকেই সাধারণ মানুষ এই ঘটনা ঘটিয়েছে । ফলে, ঘটনায় অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছে বসিরহাটের রাজনীতি।

আরও পড়ুন : রাজনীতির রং ভুলে বিজেপি কর্মীকে ঘরে ফেরাতে উদ্যোগী তৃণমূল

বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে এবারের বিদায়ী বিধায়ক ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে টিকিট দেয়নি তৃণমূল । পরিবর্তে ওই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে চিকিৎসক সপ্তর্ষি বন্দোপাধ্যায়কে । এরপরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দীপেন্দু বিশ্বাস । শেষে ক্ষুদ্ধ দীপেন্দু সোমবারই যোগ দেন গেরুয়া শিবিরে । তার 24 ঘণ্টার মধ্যেই ঘটল এই কাণ্ড । মঙ্গলবার সকালে বসিরহাটের 13 নম্বর ওয়ার্ডে বেশকিছু পোস্টার ও ব্যানার টাঙানো ছিল বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাসের নামে । সেই পোস্টার ও ব্যানারের কোনওটায় লেপে দেওয়া হয়েছে কালি । আবার কোনও পোস্টার ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । গোটা ঘটনার পিছনে পুরনো দল তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ দীপেন্দুর অনুগামীদের । যদিও তা মানতে নারাজ শাসকদল । পাল্টা ঘটনার জন্য দীপেন্দুর আচরণকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল নেতৃত্ব ।

দীপেন্দু বিশ্বাসের পোস্টারে কালি, পুড়ল ব্যানার

এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা কৌশিক দত্ত বলেন,"অনভিপ্রেত এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই । সাধারণ মানুষই ব্যক্তিগত আক্রোশ থেকে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে"। তাঁর কথায়, "2017 সালে বিধায়ক থাকাকালীন উনি বহু বেকার যুবককে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন । প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ার জেরে কেউ কেউ ক্ষুদ্ধ হয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে । তৃণমূল এই ধরনের নোংরা রাজনীতি করে না।"

আরও পড়ুন : মমতা ভারতেরও মেয়ে, ব্রিগেড থেকে কটাক্ষ মোদির

এদিকে, বিষয়টি নিয়ে বসিরহাটের বিজেপি নেতা গৌরাঙ্গ পাল বলেন, যা হচ্ছে সবই ওনার(মমতা বন্দোপাধ্যায়)অনুপ্রেরণায় । ওনার অনুপ্রেরণা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না । বিগত দিনের কথা ভুলে বসিরহাটের মানুষ এখন শান্তি চায় । সদ্য বিজেপিতে যোগ দেওয়া দীপেন্দুর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সেটা দলীয় নেতৃত্বই দেখবেন । উনি যখন আমাদের দলে এসেছেন তখন আমরা তাঁকে স্বাগতই জানাচ্ছি । উনি দলে আসায় বসিরহাটে বিজেপির সংগঠন আরও শক্তিশালী হবে।

বসিরহাট, 10 মার্চ : তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতেই বসিরহাট দক্ষিণের বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাসের বিরুদ্ধে উপচে পড়ল ক্ষোভ । দীপেন্দুর ছবিতে কালি মাখিয়ে, পোস্টার ও ব্যানার ছিঁড়ে তা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বসিরহাটে ।

দীপেন্দু অনুগামীদের অভিযোগ, ঘটনায় যুক্ত রয়েছে শাসকদলের কর্মী-সমর্থকরাই । যদিও সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি, বিদায়ী বিধায়কের আচরণে ক্ষুদ্ধ হয়ে আক্রোশ থেকেই সাধারণ মানুষ এই ঘটনা ঘটিয়েছে । ফলে, ঘটনায় অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছে বসিরহাটের রাজনীতি।

আরও পড়ুন : রাজনীতির রং ভুলে বিজেপি কর্মীকে ঘরে ফেরাতে উদ্যোগী তৃণমূল

বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে এবারের বিদায়ী বিধায়ক ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে টিকিট দেয়নি তৃণমূল । পরিবর্তে ওই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে চিকিৎসক সপ্তর্ষি বন্দোপাধ্যায়কে । এরপরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দীপেন্দু বিশ্বাস । শেষে ক্ষুদ্ধ দীপেন্দু সোমবারই যোগ দেন গেরুয়া শিবিরে । তার 24 ঘণ্টার মধ্যেই ঘটল এই কাণ্ড । মঙ্গলবার সকালে বসিরহাটের 13 নম্বর ওয়ার্ডে বেশকিছু পোস্টার ও ব্যানার টাঙানো ছিল বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাসের নামে । সেই পোস্টার ও ব্যানারের কোনওটায় লেপে দেওয়া হয়েছে কালি । আবার কোনও পোস্টার ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । গোটা ঘটনার পিছনে পুরনো দল তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ দীপেন্দুর অনুগামীদের । যদিও তা মানতে নারাজ শাসকদল । পাল্টা ঘটনার জন্য দীপেন্দুর আচরণকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল নেতৃত্ব ।

দীপেন্দু বিশ্বাসের পোস্টারে কালি, পুড়ল ব্যানার

এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা কৌশিক দত্ত বলেন,"অনভিপ্রেত এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই । সাধারণ মানুষই ব্যক্তিগত আক্রোশ থেকে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে"। তাঁর কথায়, "2017 সালে বিধায়ক থাকাকালীন উনি বহু বেকার যুবককে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন । প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ার জেরে কেউ কেউ ক্ষুদ্ধ হয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে । তৃণমূল এই ধরনের নোংরা রাজনীতি করে না।"

আরও পড়ুন : মমতা ভারতেরও মেয়ে, ব্রিগেড থেকে কটাক্ষ মোদির

এদিকে, বিষয়টি নিয়ে বসিরহাটের বিজেপি নেতা গৌরাঙ্গ পাল বলেন, যা হচ্ছে সবই ওনার(মমতা বন্দোপাধ্যায়)অনুপ্রেরণায় । ওনার অনুপ্রেরণা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না । বিগত দিনের কথা ভুলে বসিরহাটের মানুষ এখন শান্তি চায় । সদ্য বিজেপিতে যোগ দেওয়া দীপেন্দুর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সেটা দলীয় নেতৃত্বই দেখবেন । উনি যখন আমাদের দলে এসেছেন তখন আমরা তাঁকে স্বাগতই জানাচ্ছি । উনি দলে আসায় বসিরহাটে বিজেপির সংগঠন আরও শক্তিশালী হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.