ETV Bharat / state

শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থীর - Bongao South

শিবের মন্দিরে হোম-যজ্ঞ করে বুধবার নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচার শুরু করলেন বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি সরকার । উত্তর 24 পরগনার বনগাঁর চৌবেড়িয়ার শিবের মন্দিরে এসে প্রথমে নারায়ণের পুজো, পরে হোম-যজ্ঞ করেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের সমস্ত দলীয় প্রার্থীদের জয়ের কামনা করে এই পুজো করা হয় ৷

শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থীর
শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থীর
author img

By

Published : Mar 11, 2021, 4:36 PM IST

বনগাঁ, 11 মার্চ : শিবের মন্দিরে হোম-যজ্ঞ করে বুধবার নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচার শুরু করলেন বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি সরকার । উত্তর 24 পরগনার বনগাঁর চৌবেড়িয়ার শিবের মন্দিরে এসে প্রথমে নারায়ণের পুজো, পরে হোম-যজ্ঞ করেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের সমস্ত দলীয় প্রার্থীদের জয়ের কামনা করে এই পুজো করা হয় ৷ এদিন তৃণমূল প্রার্থীর সঙ্গে দলীয় কর্মী সমর্থকরা যেমন ছিলেন, তেমনই তাঁর সঙ্গী হয়েছিলেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর ও প্রাক্তন বিধায়ক গোপাল শেঠও । এদিন যজ্ঞের সময় তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের সঙ্গে ছিল দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি । যজ্ঞ চলাকালীন 'ভোলে বাবা পার করেগা'-ধ্বনিতে মুখরিত হয়ে উঠে মন্দির চত্বর ।

নন্দীগ্রাম থেকে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের দূরত্ব সাড়ে 76 কিলোমিটারের কিছু বেশি । সময় লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা । প্রার্থী হওয়ার কারণে মমতা বন্দোপাধ্যায়ের মনোনায়ন পেশের দিনে নন্দীগ্রামে থাকতে পারেননি তৃণমূলের এসসি সেলের রাজ্য সভানেত্রী আলোরানি সরকার । তবে সশরীরে নন্দীগ্রামে থাকতে না পারলেও মমতা বন্দোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার আশা নিয়ে নিজের কেন্দ্র বনগাঁ দক্ষিণে শিব মন্দিরে গিয়ে হোম যজ্ঞ করলেন তিনি । কার্যত, এর মধ্যে দিয়ে নিজের কেন্দ্রে ভোট প্রচারও শুরু করে দিলেন তিনি ৷

এদিন দুপুরে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর গোপাল শেঠকে সঙ্গে নিয়ে বনগাঁর চৌবেড়িয়ার শিব মন্দিরে পৌঁছে যান তিনি । ততক্ষণে মন্দির চত্বরে জড়ো হয়ে গিয়েছেন দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতা-কর্মীরা । প্রস্তুত ছিলেন মন্দিরের পুরোহিতও । এরপরই শুরু হয় নারায়ণের পুজো । তারপর চলে হোম যজ্ঞ । মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখেই আয়োজিত হয় এই হোম যজ্ঞ । পরে সেখান থেকে চাঁদপাড়ায় দলের এক কর্মিসভায় যোগ দেন তৃণমূল প্রার্থী আলোরানি সরকার ।

তিনি বলেন, "বাংলার মাটি আধ্যাত্মিক, সংস্কৃতি ও সমন্বয়ের মাটি । দিদি ও তাঁর দলের সব তৃণমূল প্রার্থীর জয়ের সংকল্প নিয়েই এদিন ভোলে বাবার যজ্ঞ করেছি । যাঁরা এটা জানেন, তারা সেই পথই অবলম্বন করবেন ৷"

আরও পড়ুন : নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, সুনীলকে শোকজ

জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর গোপাল শেঠ বলেন, "নন্দীগ্রাম আন্দোলনের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এদিন মনোনয়ন জমা দিয়েছেন । তাঁর জয়ের সংকল্প নিয়েই এদিন নারায়ণের পুজো ও হোম যজ্ঞ করা হয়েছে শিব মন্দিরে ৷"

বনগাঁ, 11 মার্চ : শিবের মন্দিরে হোম-যজ্ঞ করে বুধবার নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচার শুরু করলেন বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি সরকার । উত্তর 24 পরগনার বনগাঁর চৌবেড়িয়ার শিবের মন্দিরে এসে প্রথমে নারায়ণের পুজো, পরে হোম-যজ্ঞ করেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের সমস্ত দলীয় প্রার্থীদের জয়ের কামনা করে এই পুজো করা হয় ৷ এদিন তৃণমূল প্রার্থীর সঙ্গে দলীয় কর্মী সমর্থকরা যেমন ছিলেন, তেমনই তাঁর সঙ্গী হয়েছিলেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর ও প্রাক্তন বিধায়ক গোপাল শেঠও । এদিন যজ্ঞের সময় তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের সঙ্গে ছিল দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি । যজ্ঞ চলাকালীন 'ভোলে বাবা পার করেগা'-ধ্বনিতে মুখরিত হয়ে উঠে মন্দির চত্বর ।

নন্দীগ্রাম থেকে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের দূরত্ব সাড়ে 76 কিলোমিটারের কিছু বেশি । সময় লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা । প্রার্থী হওয়ার কারণে মমতা বন্দোপাধ্যায়ের মনোনায়ন পেশের দিনে নন্দীগ্রামে থাকতে পারেননি তৃণমূলের এসসি সেলের রাজ্য সভানেত্রী আলোরানি সরকার । তবে সশরীরে নন্দীগ্রামে থাকতে না পারলেও মমতা বন্দোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার আশা নিয়ে নিজের কেন্দ্র বনগাঁ দক্ষিণে শিব মন্দিরে গিয়ে হোম যজ্ঞ করলেন তিনি । কার্যত, এর মধ্যে দিয়ে নিজের কেন্দ্রে ভোট প্রচারও শুরু করে দিলেন তিনি ৷

এদিন দুপুরে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর গোপাল শেঠকে সঙ্গে নিয়ে বনগাঁর চৌবেড়িয়ার শিব মন্দিরে পৌঁছে যান তিনি । ততক্ষণে মন্দির চত্বরে জড়ো হয়ে গিয়েছেন দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতা-কর্মীরা । প্রস্তুত ছিলেন মন্দিরের পুরোহিতও । এরপরই শুরু হয় নারায়ণের পুজো । তারপর চলে হোম যজ্ঞ । মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখেই আয়োজিত হয় এই হোম যজ্ঞ । পরে সেখান থেকে চাঁদপাড়ায় দলের এক কর্মিসভায় যোগ দেন তৃণমূল প্রার্থী আলোরানি সরকার ।

তিনি বলেন, "বাংলার মাটি আধ্যাত্মিক, সংস্কৃতি ও সমন্বয়ের মাটি । দিদি ও তাঁর দলের সব তৃণমূল প্রার্থীর জয়ের সংকল্প নিয়েই এদিন ভোলে বাবার যজ্ঞ করেছি । যাঁরা এটা জানেন, তারা সেই পথই অবলম্বন করবেন ৷"

আরও পড়ুন : নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, সুনীলকে শোকজ

জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর গোপাল শেঠ বলেন, "নন্দীগ্রাম আন্দোলনের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এদিন মনোনয়ন জমা দিয়েছেন । তাঁর জয়ের সংকল্প নিয়েই এদিন নারায়ণের পুজো ও হোম যজ্ঞ করা হয়েছে শিব মন্দিরে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.