ETV Bharat / state

প্রার্থী না পাওয়ায় সাংসদদের টিকিট, বিজেপিকে খোঁচা জ্যোতিপ্রিয়র - তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক

হাবরার পৃথীবা পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে কয়েকটি বুথ ভিত্তিক সম্মেলনে সামিল হন হেভিওয়েট তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক । তখনই সাংসদ ও মন্ত্রীদের টিকিট দেওয়া নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন জ্যোতিপ্রিয় ।

jyotipriyo
jyotipriyo
author img

By

Published : Mar 15, 2021, 11:09 PM IST

হাবরা, 15 মার্চ : বিজেপি কোনও প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই সাংসদদের টিকিট দেওয়া হচ্ছে । হাবরায় বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন হাবরার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ।

সোমবার বিকেলে হাবরার পৃথীবা পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে কয়েকটি বুথ ভিত্তিক সম্মেলনে সামিল হন হেভিওয়েট তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক । তখনই সাংসদ ও মন্ত্রীদের টিকিট দেওয়া নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন জ্যোতিপ্রিয় । ভোট প্রচারে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জে পি নাড্ডার বারবার বঙ্গ সফরে আসাকেও কটাক্ষ করতে ছাড়েননি হাবরার তৃনমূল প্রার্থী । এবিষয়ে তিনি বলেন, "মমতা বন্দোপাধ্যায় একটা জিনিস ভালো করেছেন, তাঁদের নিত্যযাত্রী বানিয়ে দিয়েছে । দিল্লি থেকে উড়ানে আসছেন । আবার ভোটের প্রচার করে হেলিকপ্টারে করে ফের দিল্লি ফিরে যাচ্ছে ওই তিনজনে ।" বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেই বলেও দাবি করেন তিনি । হাবরা কেন্দ্রে বিজেপি এখনও কোনও প্রার্থীর নাম চূড়ান্ত করতে না পারায় গেরুয়া শিবিরকে খোঁচা দিতে ছাড়েননি জ্যোতিপ্রিয় । তবে, যাকেই প্রার্থী করা হোক, তাঁর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়ে দেন তিনি ।

বিজেপিকে খোঁচা জ্যোতিপ্রিয় মল্লিকের

আরও পড়ুন : ভাঙা পায়ে রাজপথে নেত্রী, গান বাঁধলেন অনুগামীরা

বিধায়ক হিসেবে ফের হাবরা কেন্দ্র থেকে জয়ী হলে পানীয় জল, নিকাশি ব্যবস্থা, খাল সংস্কারের উপর জোর দেওয়া হবে বলে ভোটারদের প্রতিশ্রুতি দেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ।

হাবরা, 15 মার্চ : বিজেপি কোনও প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই সাংসদদের টিকিট দেওয়া হচ্ছে । হাবরায় বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন হাবরার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ।

সোমবার বিকেলে হাবরার পৃথীবা পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে কয়েকটি বুথ ভিত্তিক সম্মেলনে সামিল হন হেভিওয়েট তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক । তখনই সাংসদ ও মন্ত্রীদের টিকিট দেওয়া নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন জ্যোতিপ্রিয় । ভোট প্রচারে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জে পি নাড্ডার বারবার বঙ্গ সফরে আসাকেও কটাক্ষ করতে ছাড়েননি হাবরার তৃনমূল প্রার্থী । এবিষয়ে তিনি বলেন, "মমতা বন্দোপাধ্যায় একটা জিনিস ভালো করেছেন, তাঁদের নিত্যযাত্রী বানিয়ে দিয়েছে । দিল্লি থেকে উড়ানে আসছেন । আবার ভোটের প্রচার করে হেলিকপ্টারে করে ফের দিল্লি ফিরে যাচ্ছে ওই তিনজনে ।" বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেই বলেও দাবি করেন তিনি । হাবরা কেন্দ্রে বিজেপি এখনও কোনও প্রার্থীর নাম চূড়ান্ত করতে না পারায় গেরুয়া শিবিরকে খোঁচা দিতে ছাড়েননি জ্যোতিপ্রিয় । তবে, যাকেই প্রার্থী করা হোক, তাঁর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়ে দেন তিনি ।

বিজেপিকে খোঁচা জ্যোতিপ্রিয় মল্লিকের

আরও পড়ুন : ভাঙা পায়ে রাজপথে নেত্রী, গান বাঁধলেন অনুগামীরা

বিধায়ক হিসেবে ফের হাবরা কেন্দ্র থেকে জয়ী হলে পানীয় জল, নিকাশি ব্যবস্থা, খাল সংস্কারের উপর জোর দেওয়া হবে বলে ভোটারদের প্রতিশ্রুতি দেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.