ETV Bharat / state

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, সুনীলকে শোকজ - নির্বাচন কমিশন

শোকজ করার কথা মানতে চাননি পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় । তিনি বলেন,"শোকজ নয় । আমার কাছে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়েছিল বারাসত পৌরসভায় কোনও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল কি না । তার উত্তর আমি ইতিমধ্যে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পাঠিয়ে দিয়েছি ৷"

সুনীল মুখোপাধ্যায়
সুনীল মুখোপাধ্যায়
author img

By

Published : Mar 10, 2021, 5:08 PM IST

বারাসত, 10 মার্চ : বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়কে শোকজ করল জেলা নির্বাচন কমিশন । তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে । সম্প্রতি বারাসত পৌরসভায় এসে সাংবাদিক সম্মেলন করার অভিযোগ ওঠে তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর বিরুদ্ধে । সেই সম্মেলনের ঠিক পিছনেই মুখ্যমন্ত্রীর ছবি সহ দলীয় স্লোগান দেওয়া ব্যানার ছিল বলেও জানা গিয়েছে । নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর কিভাবে সরকারি জায়গায় তৃণমূল প্রার্থী ভোটের প্রচার করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে । বিতর্ক দেখা দেওয়ায় জেলা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল বিরোধীরা। সেই অভিযোগের প্রেক্ষিতেই নির্বাচন কমিশন শোকজ করেন পৌরসভার প্রশাসককে।ইতিমধ্যে সেই শোকজের জবাবও দিয়েছেন সুনীল মুখোপাধ্যায়।

বারাসত পৌরসভায় তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী
বারাসত পৌরসভায় তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী

টিকিট পাওয়ার পরের দিনই বারাসত পৌরসভায় এসে ঘটা করে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী । সেই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন খোদ পৌরসভার প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য ও প্রাক্তন উপ পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় সহ শাসকদলের বেশ কয়েকজন কো-অর্ডিনেটর । হাজির ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরাও । তবে,সেই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না খোদ বারাসতের পৌরসভার প্রশাসক । প্রথমে কুশল বিনিময় । তারপর সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দেন চিরঞ্জিত । সাংবাদিক সম্মেলনের ঠিক পিছনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার ছিল । তাতে লেখা ছিল বাংলা নিজের মেয়েকেই চায় । ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর কিভাবে সরকারি জায়গায় নির্বাচনের প্রচার করা যায়,তা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময়ই । যদিও তখন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হওয়ার অভিযোগ মানতে চাননি খোদ তৃণমূল প্রার্থী-ই । প্রাক্তন উপ পৌরপ্রধানও অস্বীকার করেছিলেন নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ।

বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়

আরও পড়ুন: নিউ কয়লাঘাটে মৃত রেল আধিকারিকের দেহ পৌঁছাল বরানগরের বাড়িতে

এদিকে হাতে গরম অস্ত্র পেয়ে হাতছাড়া করতে নারাজ ছিলেন বিরোধীরা । গোটা ঘটনাটি নিয়ে জেলা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় গেরুয়া শিবির । লিখিত অভিযোগ জানানো হয় তাদের কাছে । এরপরই নড়েচড়ে বসে জেলা নির্বাচনী আধিকারিক । পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়কে শোকজ করে কারন জানতে চাওয়া হয় সাংবাদিক সম্মেলনের আয়োজন করার । ইতিমধ্যে সেই শোকজের জবাবও জেলা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ম্যাপ দেওয়া হয়নি দমকলকে, আগুন নিয়ে মমতার অভিযোগ মেনে নিল রেল

যদিও শোকজ করার কথা মানতে চাননি পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় । তিনি বলেন, "শোকজ নয় । আমার কাছে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়েছিল বারাসত পৌরসভায় কোনও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল কি না । তার উত্তর আমি ইতিমধ্যে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পাঠিয়ে দিয়েছি ৷" সুনীলের কথায়, "পৌরসভায় তৃণমূল প্রার্থী এসেছিলেন বিধায়ক তহবিলের টাকা ঠিক মতো খরচ হয়েছে কি না, তার খোঁজ খবর নিতে । সেই সময় সাংবাদিকরাও জড়ো হয় সেখানে । তখনই তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তৃণমূল প্রার্থী । যদিও সেই সময় উপস্থিত ছিলাম না আমি । বিরোধীদের কাজ শুধু অভিযোগ করা । তাই ওসব নিয়ে আমরা ভাবছি না ৷ "

এদিকে, বিষয়টি নিয়ে জেলার নির্বাচনী আধিকারিক ও জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, "ঘটনাটি জানতে চেয়ে প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে । ওনার উত্তর আমরা খতিয়ে দেখছি ৷ "

বারাসত, 10 মার্চ : বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়কে শোকজ করল জেলা নির্বাচন কমিশন । তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে । সম্প্রতি বারাসত পৌরসভায় এসে সাংবাদিক সম্মেলন করার অভিযোগ ওঠে তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর বিরুদ্ধে । সেই সম্মেলনের ঠিক পিছনেই মুখ্যমন্ত্রীর ছবি সহ দলীয় স্লোগান দেওয়া ব্যানার ছিল বলেও জানা গিয়েছে । নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর কিভাবে সরকারি জায়গায় তৃণমূল প্রার্থী ভোটের প্রচার করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে । বিতর্ক দেখা দেওয়ায় জেলা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল বিরোধীরা। সেই অভিযোগের প্রেক্ষিতেই নির্বাচন কমিশন শোকজ করেন পৌরসভার প্রশাসককে।ইতিমধ্যে সেই শোকজের জবাবও দিয়েছেন সুনীল মুখোপাধ্যায়।

বারাসত পৌরসভায় তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী
বারাসত পৌরসভায় তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী

টিকিট পাওয়ার পরের দিনই বারাসত পৌরসভায় এসে ঘটা করে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী । সেই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন খোদ পৌরসভার প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য ও প্রাক্তন উপ পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় সহ শাসকদলের বেশ কয়েকজন কো-অর্ডিনেটর । হাজির ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরাও । তবে,সেই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না খোদ বারাসতের পৌরসভার প্রশাসক । প্রথমে কুশল বিনিময় । তারপর সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দেন চিরঞ্জিত । সাংবাদিক সম্মেলনের ঠিক পিছনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার ছিল । তাতে লেখা ছিল বাংলা নিজের মেয়েকেই চায় । ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর কিভাবে সরকারি জায়গায় নির্বাচনের প্রচার করা যায়,তা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময়ই । যদিও তখন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হওয়ার অভিযোগ মানতে চাননি খোদ তৃণমূল প্রার্থী-ই । প্রাক্তন উপ পৌরপ্রধানও অস্বীকার করেছিলেন নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ।

বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়

আরও পড়ুন: নিউ কয়লাঘাটে মৃত রেল আধিকারিকের দেহ পৌঁছাল বরানগরের বাড়িতে

এদিকে হাতে গরম অস্ত্র পেয়ে হাতছাড়া করতে নারাজ ছিলেন বিরোধীরা । গোটা ঘটনাটি নিয়ে জেলা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় গেরুয়া শিবির । লিখিত অভিযোগ জানানো হয় তাদের কাছে । এরপরই নড়েচড়ে বসে জেলা নির্বাচনী আধিকারিক । পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়কে শোকজ করে কারন জানতে চাওয়া হয় সাংবাদিক সম্মেলনের আয়োজন করার । ইতিমধ্যে সেই শোকজের জবাবও জেলা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ম্যাপ দেওয়া হয়নি দমকলকে, আগুন নিয়ে মমতার অভিযোগ মেনে নিল রেল

যদিও শোকজ করার কথা মানতে চাননি পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় । তিনি বলেন, "শোকজ নয় । আমার কাছে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়েছিল বারাসত পৌরসভায় কোনও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল কি না । তার উত্তর আমি ইতিমধ্যে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পাঠিয়ে দিয়েছি ৷" সুনীলের কথায়, "পৌরসভায় তৃণমূল প্রার্থী এসেছিলেন বিধায়ক তহবিলের টাকা ঠিক মতো খরচ হয়েছে কি না, তার খোঁজ খবর নিতে । সেই সময় সাংবাদিকরাও জড়ো হয় সেখানে । তখনই তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তৃণমূল প্রার্থী । যদিও সেই সময় উপস্থিত ছিলাম না আমি । বিরোধীদের কাজ শুধু অভিযোগ করা । তাই ওসব নিয়ে আমরা ভাবছি না ৷ "

এদিকে, বিষয়টি নিয়ে জেলার নির্বাচনী আধিকারিক ও জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, "ঘটনাটি জানতে চেয়ে প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে । ওনার উত্তর আমরা খতিয়ে দেখছি ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.