নিমতা, 2 মার্চ : নিমতায় বিজেপি কর্মী গোপাল মজুমদারের মাকে মারধরের ঘটনায় সরব হয়েছে বিভিন্ন মহল । বাংলায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী নেতা-নেত্রীরা । যন্ত্রণাকাতর বৃদ্ধা এই ঘটনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন । যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির ।
সোমবার রাত সাড়ে আটটা নাগাদ বৃদ্ধা শুভা মজুমদারকে দেখতে আসেন শুভেন্দু অধিকারী ও সাংসদ অর্জুন সিং । তাঁরা মিনিট পনেরো সেখানে থাকেন । এই পনেরো মিনিটে তাঁরা বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করার কথা জানিয়ে যান ।
প্রসঙ্গত, গতকাল সকালেও বিজেপি কর্মীর বাড়িতে যান অগ্নিমিত্রা পাল ও দেবজিৎ সরকার । ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে নিমতা থানা ঘেরাও করা হয় গতকাল সকালে ।
শনিবার ভোর-রাতে উত্তর দমদম পৌরসভার 6 নং ওয়ার্ডের নিমতা পাটনা স্কুল রোডের ঘটনা । বিজেপি কর্মীর অভিযোগ, তিনজন তৃণমূল কর্মী তাঁদের বাড়িতে জোর করে ঢুকে পড়ে । তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় । এই সময়ই গোপালবাবুর মা অভিযুক্তদের বাধা দিতে এলে বৃদ্ধা মাকেও বেধড়ক মারধর করা হয় । নাক-মুখ ফুলে লাল হয়ে যায় তাঁর ।
বৃদ্ধা শুভা মজুমদার জানান, “তৃণমূলের লোকেরা আমার ছেলেকে মারধর করেছে । আমাকে ঘাড়ধাক্কা দিয়েছে । আমাকে খুব মেরেছে ওরা । এই অবস্থা দেখেও ওরা আমায় ছাড়েনি ।”
আরও পড়ুন : বিজেপির উপর তৃণমূলের হামলার অভিযোগ
ইতিমধ্যেই এই ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন গোপাল মজুমদার । আচমকা মারধরে আতঙ্কিত হয়ে পড়েছেন বৃদ্ধা । যারা এমন ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।
এ-দিকে এই ঘটনায় বৃদ্ধার নাতি দাবি করেন, ঘটনায় তৃণমূলের যোগ নেই । রবিবার বিজেপি কর্মীর ভাইপো বৃদ্ধার নাতি গোবিন্দ মজুমদার জানান, তার ঠাকুরমা তিন বছর ধরে শয্যাশায়ী । তাঁকে কেউ মারধর করেনি । বিজেপি এটা ইচ্ছা করে রটাচ্ছে । এর সঙ্গে শাসক দলের কোনও যোগ নেই ।
গতকালও স্থানীয় তৃণমূল সভাপতি বিধান বিশ্বাস দাবি করেন, এই ঘটনাটি হচ্ছে আদি বিজেপি ও নব্য বিজেপির গন্ডগোল । বৃদ্ধার নাতির কথাতেই তা স্পষ্ট ।
ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে । তৃণমূলের দাবি, সেই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ওই এলাকা ও পার্শ্ববর্তী এলাকার কয়েকজন বিজেপি কর্মী রাত দেড়টা নাগাদ জয় শ্রী রাম ধ্বনি ধ্বনি দিতে দিতে ওই অঞ্চল দিয়ে গিয়েছে।