উত্তর 24 পরগনা, 18 মার্চ : জগদ্দলে বোমাবাজির ঘটনায় এক রাতের মধ্যে বদলে গেল পুলিশের বয়ান ৷ বুধবার বোমাবাজির হওয়ার পর জগদ্দল পুলিশের তরফে বলা হয়েছিল এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই ৷ কিন্তু, আজ সকালে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় নন্দা ঘটনাস্থালে এসে জানিয়ে দিলেন, এটা দুই রাজনৈতিক দলের মধ্যে হওয়া একটা ঝামেলা ৷ দু’পক্ষের ঝামেলার জেরেই বোমাবাজি এবং ভাঙচুর চালানো হয়েছে ৷
বুধবার জগদ্দলে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি এবং ভাঙচুরের ঘটনা ঘটে ৷ যে ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করা হয়েছিল ৷ কিন্তু, সেই অভিযোগ খারিজ করে তৃণমূল জানিয়েছিল, এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই ৷ যার পরেই পুলিশের তরফে বলা হয় ঘটনায় রাজনৈতিক কোনও যোগ নেই, কে বা কারা এই বোমাবাজি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ কিন্তু, রাত পেরোতেই বদলে গেল পুলিশের বয়না ৷ আজ সকালে ঘটনাস্থলে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় নন্দা ৷ সেখানেই তিনি আজ বলেন, এই ঘটনা দু’টি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের কারণে হয়েছে ৷
আরও পড়ুন : অর্জুন সিংয়ের বাড়ির অদূরে বোমাবাজি, জখম মহিলা
পুলিশ কমিশনারের বয়ানের পরেই পুলিশ প্রশাসনকে নিশানা করে বিজেপি নেতৃত্ব ৷ বিজেপির সাংসদ অর্জুন সিং অভিযোগ করেন, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে ৷ রাতে তৃণমূল ও পুলিশের বয়ান মিলে যাচ্ছে ৷ আর সকালে পুলিশ কমিশনার সেই বয়না বদলে দিচ্ছেন ৷ এই ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন ব্যারাকপুরের সাংসদ ৷