ETV Bharat / state

আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া, আহত 14 - বিধানসভা নির্বাচন 2021

আইএসএফ ও তৃণমূল, দু'তরফে হামলার অভিযোগ করা হয়েছে । শাসকদলের দাবি, এখন সব ঘটনায় রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে ।

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া
রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া
author img

By

Published : Mar 29, 2021, 3:04 PM IST

Updated : Mar 29, 2021, 3:24 PM IST

হাড়োয়া, 29 মার্চ : ভোট শুরু হতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হাড়োয়া । আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উভয়পক্ষের মোট 14 জন আহত । এরমধ্যে আইএসএফের 11 জন কর্মী রয়েছেন । বাকি তিনজন তৃণমূলের । আহতদের মধ্যে আইএসএফের সাতজন কর্মীর আঘাত গুরুতর । বন্দুকের বাট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

আইএসএফের তরফে অভিযোগ, "তৃণমূলের দুষ্কৃতীরা শুধু হামলা চালানোই নয়, বাড়ি ভাঙচুর ও মহিলাদের নিগ্রহ করেছে । রেহাই পায়নি প্রতিবন্ধী শিশুরা । " এদিকে পাল্টা আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলেছে শাসক শিবির । দু'পক্ষ একে অপরের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে ।

আরও পড়ুন : ভাঙা পায়ের ড্রামা করে বোকা বানাচ্ছেন মমতা, কটাক্ষ আব্বাসের

বাম-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে এবার নির্বাচনে লড়াই করছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । সংযুক্ত মোর্চার হয়ে সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আইএসএফ । এরমধ্যে হাড়োয়া আসনেও প্রার্থী দিয়েছে তাঁরা । সিদ্দিকীর দল প্রার্তী দিতে দক্ষিণ 24 পরগনায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে । রবিবার রাতে হাড়োয়ার বকজুড়ি পঞ্চায়েতের মথুরা গ্রামে আইএসএফ কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে । লোহার রড, হাঁসুয়া, দা ও বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয় । গোটা ঘটনায় আইএসএফ ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে । এদিকে দু'পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে মথুরা গ্রাম । সংঘর্ষের ফলে দুই দলের অনেকে আহত হয়েছেন । আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় কয়েকজনকে ।

আরও পড়ুন : মিমের সঙ্গে বৈঠকের জল্পনা উড়িয়ে দিল আইএসএফ

আইএসএফের গ্রাম কমিটির এক নেতা বলেন, "রবিউল, মইনুল, শরিফ, জব্বর-সহ বেশ কয়েকজনের নেতৃত্বে হামলা চালানো হয় । হামলা, ভাঙচুর, মহিলাদের নিগ্রহ তো করা হয়েছে । সেই সঙ্গে লুঠপাটও চালানো হয়েছে । আমরা চাই দোষীদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নিক । যদি কোনও ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা আগামীদিনে আন্দোলনে নামব ।" যদিও হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । হাড়োয়ার তৃণমূল নেতা শেখ হাফিজ আহমেদ বলেন, "পারিবারিক ও গ্রাম্য বিবাদেও এখন রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হচ্ছে । যতদূর শুনেছি দুই পরিবারের গণ্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে । তারপরও তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে । আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাসী নই । যারা বিশ্বাস করে তাঁরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে "।

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া

হাড়োয়া, 29 মার্চ : ভোট শুরু হতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হাড়োয়া । আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উভয়পক্ষের মোট 14 জন আহত । এরমধ্যে আইএসএফের 11 জন কর্মী রয়েছেন । বাকি তিনজন তৃণমূলের । আহতদের মধ্যে আইএসএফের সাতজন কর্মীর আঘাত গুরুতর । বন্দুকের বাট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

আইএসএফের তরফে অভিযোগ, "তৃণমূলের দুষ্কৃতীরা শুধু হামলা চালানোই নয়, বাড়ি ভাঙচুর ও মহিলাদের নিগ্রহ করেছে । রেহাই পায়নি প্রতিবন্ধী শিশুরা । " এদিকে পাল্টা আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলেছে শাসক শিবির । দু'পক্ষ একে অপরের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে ।

আরও পড়ুন : ভাঙা পায়ের ড্রামা করে বোকা বানাচ্ছেন মমতা, কটাক্ষ আব্বাসের

বাম-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে এবার নির্বাচনে লড়াই করছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । সংযুক্ত মোর্চার হয়ে সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আইএসএফ । এরমধ্যে হাড়োয়া আসনেও প্রার্থী দিয়েছে তাঁরা । সিদ্দিকীর দল প্রার্তী দিতে দক্ষিণ 24 পরগনায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে । রবিবার রাতে হাড়োয়ার বকজুড়ি পঞ্চায়েতের মথুরা গ্রামে আইএসএফ কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে । লোহার রড, হাঁসুয়া, দা ও বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয় । গোটা ঘটনায় আইএসএফ ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে । এদিকে দু'পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে মথুরা গ্রাম । সংঘর্ষের ফলে দুই দলের অনেকে আহত হয়েছেন । আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় কয়েকজনকে ।

আরও পড়ুন : মিমের সঙ্গে বৈঠকের জল্পনা উড়িয়ে দিল আইএসএফ

আইএসএফের গ্রাম কমিটির এক নেতা বলেন, "রবিউল, মইনুল, শরিফ, জব্বর-সহ বেশ কয়েকজনের নেতৃত্বে হামলা চালানো হয় । হামলা, ভাঙচুর, মহিলাদের নিগ্রহ তো করা হয়েছে । সেই সঙ্গে লুঠপাটও চালানো হয়েছে । আমরা চাই দোষীদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নিক । যদি কোনও ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা আগামীদিনে আন্দোলনে নামব ।" যদিও হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । হাড়োয়ার তৃণমূল নেতা শেখ হাফিজ আহমেদ বলেন, "পারিবারিক ও গ্রাম্য বিবাদেও এখন রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হচ্ছে । যতদূর শুনেছি দুই পরিবারের গণ্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে । তারপরও তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে । আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাসী নই । যারা বিশ্বাস করে তাঁরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে "।

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া
Last Updated : Mar 29, 2021, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.