মধ্যমগ্রাম, 18 মার্চ : হাবরার বিজেপি প্রার্থী রাহুল সিনহা-কে 40 হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক । আজ মধ্যমগ্রামে তৃণমূল পার্টি অফিসে এসে এই প্রসঙ্গে তিনি বলেন,"রাহুল সিনহাকে হাবরা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করায় আমার সুবিধাই হল । প্রথমত, সে হাবরার বাইরের লোক । দ্বিতীয়ত তাঁর হারার সিরিজ রয়েছে ।সম্ভবত লোকসভা ও বিধানসভা মিলিয়ে সে চৌদ্দবার হেরেছে । নতুন আরও একটা যুক্ত হতে চলেছে । আমি আজ খুব খুশি ।"
বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ থেকে শুরু করে সাংসদ অর্জুন সিং বারবার জ্যোতিপ্রিয়র দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, হাবরা কেন্দ্র থেকে যে-ই দাঁড়াক জ্যোতিপ্রিয় মল্লিক নিজের আসন ধরে রাখতে পারবেন না । সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,"আমি রাহুল সিনহাকে স্বাগত জানাচ্ছি আমার বিরুদ্ধে লড়াই করার জন্য । লড়ুক না,আমার বিরুদ্ধে । আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি ওঁকে হাবরা কেন্দ্র থেকে 40 হাজার ভোটে হারাব ।"
তবে রাহুল সিনহাকে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেও লোকসভায় হাবরা কেন্দ্র থেকে প্রায় 20 হাজার ভোটে পিছিয়ে রয়েছে রাজ্যের শাসকদল । সেই ভোট মেকআপ করে যে বিধানসভা ভোটের বৈতরণী পার হতে হবে তৃণমূলকে তা বিলক্ষণ জানেন জ্যোতিপ্রিয় মল্লিক ।
আরও পড়ুন : জগদ্দলে বোমাবাজিতে রাজনৈতিক যোগ, বদলে গেল পুলিশের বয়ান
এদিকে, ভাটপাড়ার জগদ্দলে বোমাবাজির ঘটনায় বিজেপি সাংসদ অর্জুন সিং-কেই পাল্টা দায়ী করলেন তৃনমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।