কলকাতা, 21 ফেব্রুয়ারি : মিনাখাঁয় বিজেপির পরিবর্তন যাত্রায় বোমাবাজির কারণে উত্তর 24 পরগনা জেলা পুলিশ সুপারের বদলি চাইল রাজ্য বিজেপি। রাজ্য জুড়ে ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে মানুষের উৎসাহ বাড়ছে। তাই তৃণমূল দুষ্কৃতিদের হামলার শিকার হচ্ছেন গেরুয়া দলের কর্মীরা। অথচ এই নিয়ে আগেভাগে অভিযোগ করা সত্ত্বেও হামলা রুখতে পুলিশ কোনও পদক্ষেপই করেনি বলে অভিযোগ বিজেপির। শনিবারের ধুন্ধুমার অবস্থার প্রেক্ষিতে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি নিষ্ক্রীয়তার অভিযোগ তুলে রবিবার নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিল বিজেপি।
বিজেপির দেওয়া সেই চিঠিতে বলা হয়েছে, ‘‘কেন্দ্রীয় বিভিন্ন সামাজিক প্রকল্পের খতিয়ান ও রাজ্য সরকারের নানা ব্যর্থতা তুলে ধরতে বাংলাজুড়ে পরিবর্তন যাত্রার আয়োজন করেছে বিজেপি। স্থানীয় পুলিশ প্রশাসনকে এই যাত্রার নিয়ে আগেই সব জানানো হয়েছিল। বসিহাটেও এধরনের যাত্রার কথা আগাম প্রশাসনের কাছে বলা হয়। কিন্তু তা সত্ত্বেও মিনাখাঁয় শনিবার রাজ্য বিজেপি সভাপতির নেতৃত্বে পরিবর্তন যাত্রার সময়ই বোমাবাজি ও ইঁট বৃষ্টির মতো হামলার ঘটনা ঘটে। রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে মানুষের উৎসাহ বাড়ছে দেখে তৃণমূল দুষ্কৃতিরা এই কাজ করেছে। পুলিশ সব দেখেও নিষ্ক্রিয় ছিল। বাংলায় পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে। হামলার জেরে নিরাপরাধ মানুষেরা আহত হয়েছেন। বহু গাড়িতে ভাঙচুর চালানো হয়। বেশ কয়েকজন আহতের মধ্যে অনিত্র আচার্য ও প্রদীপ দাস গুরুতর জখম হয়েছে।’’
আরও পড়ুন : বিজেপিকে রুখতে তৃণমূলের হাতিয়ার মাতৃভাষা দিবস
চিঠিতে আরও লেখা হয়েছে, ‘‘আগে জানানো সত্ত্বেও পুলিশ যাত্রায় অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। এজন্য যত দ্রুত সম্ভব উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারকে বদলি করা হোক। পুলিশ হামলাকারী তৃণমূল দুষ্কৃতিদের ধরার বদলে নিরাপরাধ মানুষদের বিরুদ্ধে মামলা রুজু করছে। যা আদতে আই ওয়াশ। এই পরিস্থিতে নিরপেক্ষ ভোট কিভাবে সম্ভব?’’