বনগাঁ, 12 ফেব্রুয়ারি : শান্তনু ঠাকুর দলকে ব্ল্যাকমেল করছেন । মতুয়াদের ব্যবহার করে দলের উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করছেন । শুক্রবার সাংবাদির বৈঠকে তোপ দাগলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস । এদিন তিনি বলেন, "মতুয়াদের নিয়ে রাজনীতি করছেন শান্তনু । তিনি দলকে ব্ল্যাকমেল করছেন । দলকে ব্ল্যাকমেল করে বনগাঁ আলাদা সাংগঠনিক জেলা করিয়েছেন । তিনি রাস্তায় এনে দাঁড় করিয়েছেন । শান্তনু নিজের বাবা-মাকে সম্মান করেন না । দলকে কী করে সম্মান করবেন ?"
বৃহস্পতিবার ঠাকুরনগরে সভা করতে আসেন অমিত শাহ । ঠিক তার পরের দিন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বেনজির আক্রমণ করলেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস । এদিন তিনি আরও বলেন, "সিএএ নিয়ে শান্তনু অনেক কিছু বলছেন । আজই সিএএ চালু করতে হবে । আমি মনে করি, যাঁরা ভোট দেন, তাঁরা সকলেই নাগরিক । তাঁদের ভোটেই তো আমি বিধায়ক নির্বাচিত হয়েছি । তাঁরা তো আর অবৈধ নাগরিক নন । করোনার টিকাকরণ শেষ হতে 10 বছর লাগবে । তাহলে শান্তনু এবার মতুয়াদের কী বলবেন ? আসলে মতুয়াদের নাম করে শান্তনু নিজের স্বার্থ চরিতার্থ করছেন ।"
আরও পড়ুন : ঠাকুরনগরে শাহ-র সভা হবে মতুয়া-বিজেপির যৌথ ব্যানারে
বিধায়ক আরও বলেন, "অমিত শাহের সভায় দল অতিথিদের যে তালিকা করে পাঠিয়েছিল, শান্তনু সেই তালিকা থেকে নাম বাদ দিয়ে নিজের মতো করে তালিকা তৈরি করেছেন । মঞ্চে দাঁড়িয়ে শান্তনু কুমিরের কান্না কাঁদছেন।"
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রসঙ্গে তিনি ফের বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী । তাঁর সঙ্গে আমি এলাকার উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়েছিলাম ।" তবে তিনি তৃণমূলে ফিরে যাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রেখেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন ।