ETV Bharat / state

‘‘অমিত শাহের সভা বাতিল করে মতুয়াদের অপমান’’, বিজেপিকে নিশানা মমতাবালার - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

ঠাকুরনগরে অমিত শাহের সভা বাতিলকে কেন্দ্র করে নয়া রাজনৈতিক বিতর্ক উস্কে দিলেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর ৷ তাঁর অভিযোগ বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার মতুয়াদের নাগরিকত্ব দিতে পারবে না বলেই অমিত শাহ ঠাকুরনগরের সভায় এলেন না ৷

west bengal assembly election 2021 bjp-insult-matua-mamata-bala-thakur-reacts-on-cancellation-of-amit-shah-meeting
‘‘অমিত শাহের সভা বাতিল করে মতুয়াদের অপমান’’, বিজেপিকে নিশানা মমতাবালা ঠাকুরের
author img

By

Published : Jan 30, 2021, 2:14 PM IST

ঠাকুরনগর (উত্তর 24 পরগনা),30 জানুয়ারি : দিল্লিতে ইজরাইল দূতাবাসে বিস্ফোরণের জেরে বাতিল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর ৷ ফলে আজ ঠাকুরনগরে অমিত শাহের সভাও বাতিল করা হয়েছে ৷ এই ঘটনায় এবার মতুয়াদের অপমানের অভিযোগ করলেন মমতাবালা ঠাকুর ৷ তাঁর অভিযোগ বিজেপি মতুয়াদের অপমান করেছে ৷ তাঁর দাবি বিজেপি মতুয়াদের নাগরিকত্ব দিতে পারবে না, তাই অমিত শাহ ঠাকুরনগরে আসছেন না ৷

দিল্লিতে ইজরাইল দূতাবাসে বিস্ফোরণের জেরে বাতিল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর ৷ শুক্রবার রাতেই তাঁর কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল ৷ কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্বের কথা জানিয়ে রাতেই সফর বাতিল করেছেন অমিত শাহ ৷ ফলে শনিবার ঠাকুরনগরে অমিত শাহের সভাও বাতিল করা হয়েছে ৷ এই ঘটনায় এবার মতুয়াদের অপমানের অভিযোগ করলেন মমতাবালা ঠাকুর ৷ তাঁর অভিযোগ বিজেপি মতুয়াদের অপমান করেছে ৷ তাঁর দাবি বিজেপি মতুয়াদের নাগরিকত্ব দিতে পারবে না, তাই অমিত শাহ ঠাকুরনগরে আসছেন না ৷ শনিবার সকালে মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, ‘‘ইজরাইল দূতাবাসের সামনে বিস্ফোরণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন না। অথচ পুলওয়ামায় বিস্ফোরণে ৪০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। তখন বিজেপি কোনও সভা বাতিল করেনি। আসলে বিজেপি মতুয়াদের নাগরিকত্ব দিতে পারবে না। তাই স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন না। নাগরিকত্ব দেওয়ার কথা বলে মতুয়াদের ডেকে আনা হয়েছিল। রাত থেকে তাঁরা আসছেন। আজ তাঁদের অপমান করা হল।’’

আরও পড়ুন : ব্যস্ত নাড্ডা-রাজনাথ, কাল ডুমুরজলায় বিজেপির স্মৃতি ফেরানোর দায়িত্বে ইরানি

এ নিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকেও নিশানা করেছেন তিনি ৷ অভিযোগ করেন, মতুয়াদের ডেকে এনে অপমান করেছেন শান্তনু ঠাকুর ৷ যদিও, মমতাবালা ঠাকুরের এই অভিযোগের কোনও পালটা প্রতিক্রিয়া দেননি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ৷ যদিও মমতাবালা ঠাকুরের এই অভিযোগকে কেবলই রাজনৈতিক তরজা বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দিল্লির এই বিস্ফোরণের দায়ভার তাঁর মন্ত্রকের উপরেই পড়ে ৷ তাই এ নিয়ে মমতাবালা ঠাকুরের এই অভিযোগ কার্যত রাজনীতির অংশ বলেই মনে করা হচ্ছে ৷

ঠাকুরনগর (উত্তর 24 পরগনা),30 জানুয়ারি : দিল্লিতে ইজরাইল দূতাবাসে বিস্ফোরণের জেরে বাতিল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর ৷ ফলে আজ ঠাকুরনগরে অমিত শাহের সভাও বাতিল করা হয়েছে ৷ এই ঘটনায় এবার মতুয়াদের অপমানের অভিযোগ করলেন মমতাবালা ঠাকুর ৷ তাঁর অভিযোগ বিজেপি মতুয়াদের অপমান করেছে ৷ তাঁর দাবি বিজেপি মতুয়াদের নাগরিকত্ব দিতে পারবে না, তাই অমিত শাহ ঠাকুরনগরে আসছেন না ৷

দিল্লিতে ইজরাইল দূতাবাসে বিস্ফোরণের জেরে বাতিল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর ৷ শুক্রবার রাতেই তাঁর কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল ৷ কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্বের কথা জানিয়ে রাতেই সফর বাতিল করেছেন অমিত শাহ ৷ ফলে শনিবার ঠাকুরনগরে অমিত শাহের সভাও বাতিল করা হয়েছে ৷ এই ঘটনায় এবার মতুয়াদের অপমানের অভিযোগ করলেন মমতাবালা ঠাকুর ৷ তাঁর অভিযোগ বিজেপি মতুয়াদের অপমান করেছে ৷ তাঁর দাবি বিজেপি মতুয়াদের নাগরিকত্ব দিতে পারবে না, তাই অমিত শাহ ঠাকুরনগরে আসছেন না ৷ শনিবার সকালে মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, ‘‘ইজরাইল দূতাবাসের সামনে বিস্ফোরণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন না। অথচ পুলওয়ামায় বিস্ফোরণে ৪০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। তখন বিজেপি কোনও সভা বাতিল করেনি। আসলে বিজেপি মতুয়াদের নাগরিকত্ব দিতে পারবে না। তাই স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন না। নাগরিকত্ব দেওয়ার কথা বলে মতুয়াদের ডেকে আনা হয়েছিল। রাত থেকে তাঁরা আসছেন। আজ তাঁদের অপমান করা হল।’’

আরও পড়ুন : ব্যস্ত নাড্ডা-রাজনাথ, কাল ডুমুরজলায় বিজেপির স্মৃতি ফেরানোর দায়িত্বে ইরানি

এ নিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকেও নিশানা করেছেন তিনি ৷ অভিযোগ করেন, মতুয়াদের ডেকে এনে অপমান করেছেন শান্তনু ঠাকুর ৷ যদিও, মমতাবালা ঠাকুরের এই অভিযোগের কোনও পালটা প্রতিক্রিয়া দেননি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ৷ যদিও মমতাবালা ঠাকুরের এই অভিযোগকে কেবলই রাজনৈতিক তরজা বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দিল্লির এই বিস্ফোরণের দায়ভার তাঁর মন্ত্রকের উপরেই পড়ে ৷ তাই এ নিয়ে মমতাবালা ঠাকুরের এই অভিযোগ কার্যত রাজনীতির অংশ বলেই মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.