ETV Bharat / state

কর্মী বৈঠক চলাকালীন আইএসএফ প্রার্থীর উপর হামলা, গ্রেফতার তিন তৃণমূল সমর্থক - অশোকনগর

আগে প্রায়ই রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে ৷ এবার সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের প্রচার বৈঠকে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরূদ্ধে ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার অশোকনগর থানার গুমা বামুনিয়া এলাকার ৷

অশোকনগর থানা
অশোকনগর থানা
author img

By

Published : Mar 17, 2021, 2:11 PM IST

অশোকনগর, 17 মার্চ : আগামী 27 মার্চ থেকে বঙ্গে শুরু বিধানসভা নির্বাচন ৷ তার আগে প্রায়ই রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে৷ এবার সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের প্রচার বৈঠকে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরূদ্ধে ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার অশোকনগর থানার গুমা বামুনিয়া এলাকার ৷ এই ঘটনায় তিন জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ ।

মঙ্গলবার রাত সাড়ে 8টা ৷ গুমা বামুনিয়া এলাকায় এক দলীয় কর্মীর বাড়িতে প্রচার সংক্রান্ত বৈঠক চলছিল ৷ সেই সময়ই অশোকনগর বিধানসভার সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের উপর স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ ৷ আইএসএফ কর্মীদের অভিযোগ, বাড়ি লক্ষ্য করে ইঁট, পাথর ছুড়তে থাকে তৃণমূল কর্মীরা ৷ এমনকি মোর্চা কর্মীদের উপর হামলার অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে ৷ রাতেই অশোকনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে সংযুক্ত মোর্চার কর্মী-সমর্থকরা । পরে মধ্যরাতে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেয় পুলিশ ৷ আশ্বস্ত হয়ে মোর্চা কর্মী সমর্থকরা বিক্ষোভ তুলে নেন ৷ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ ৷ আজ তাদের বারাসত আদালতে তোলা হয় ৷

সংযুক্ত মোর্চার কর্মীদের উপর হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে

এবিষয়ে সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের দল মাত্র দু'মাস হল তৈরি হয়েছে ৷ তারই মধ্যে শাসক দল যখন একটা পার্টিকে আক্রমণ করে, তখন বুঝতে হবে কিছু একটা ঘটতে চলেছে ।"

আরও পড়ুন : কোভিড টিকা নেওয়ার 3 দিন পর বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা ?

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তৃণমূল যুব নেতা প্রদীপ সিং বলেন, ‘‘বিজেপি আইএসএফকে কোটি কোটি টাকা দিয়ে পথে নামিয়েছে । বিজেপি এবং আইএসএফ যৌথভাবে এলাকায় অশান্তির সৃষ্টির চেষ্টা করছে । তদন্ত ছাড়া বিনা দোষে আমাদের তিন কর্মীদের গ্রেফতার করা হয়েছে ।’’

অশোকনগর, 17 মার্চ : আগামী 27 মার্চ থেকে বঙ্গে শুরু বিধানসভা নির্বাচন ৷ তার আগে প্রায়ই রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে৷ এবার সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের প্রচার বৈঠকে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরূদ্ধে ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার অশোকনগর থানার গুমা বামুনিয়া এলাকার ৷ এই ঘটনায় তিন জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ ।

মঙ্গলবার রাত সাড়ে 8টা ৷ গুমা বামুনিয়া এলাকায় এক দলীয় কর্মীর বাড়িতে প্রচার সংক্রান্ত বৈঠক চলছিল ৷ সেই সময়ই অশোকনগর বিধানসভার সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের উপর স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ ৷ আইএসএফ কর্মীদের অভিযোগ, বাড়ি লক্ষ্য করে ইঁট, পাথর ছুড়তে থাকে তৃণমূল কর্মীরা ৷ এমনকি মোর্চা কর্মীদের উপর হামলার অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে ৷ রাতেই অশোকনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে সংযুক্ত মোর্চার কর্মী-সমর্থকরা । পরে মধ্যরাতে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেয় পুলিশ ৷ আশ্বস্ত হয়ে মোর্চা কর্মী সমর্থকরা বিক্ষোভ তুলে নেন ৷ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ ৷ আজ তাদের বারাসত আদালতে তোলা হয় ৷

সংযুক্ত মোর্চার কর্মীদের উপর হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে

এবিষয়ে সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের দল মাত্র দু'মাস হল তৈরি হয়েছে ৷ তারই মধ্যে শাসক দল যখন একটা পার্টিকে আক্রমণ করে, তখন বুঝতে হবে কিছু একটা ঘটতে চলেছে ।"

আরও পড়ুন : কোভিড টিকা নেওয়ার 3 দিন পর বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা ?

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তৃণমূল যুব নেতা প্রদীপ সিং বলেন, ‘‘বিজেপি আইএসএফকে কোটি কোটি টাকা দিয়ে পথে নামিয়েছে । বিজেপি এবং আইএসএফ যৌথভাবে এলাকায় অশান্তির সৃষ্টির চেষ্টা করছে । তদন্ত ছাড়া বিনা দোষে আমাদের তিন কর্মীদের গ্রেফতার করা হয়েছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.