ETV Bharat / state

দলবদলের পথে পানিহাটি পৌরসভার 3 বিদায়ী কাউন্সিলর - west bengal assembly election 2021

স্বজনপোষণের অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরেই ৷ শীর্ষ নেতৃত্ব-সহ তৃণমূল সুপ্রিমোকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ উপরন্তু পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বিভিন্ন প্রশাসনিক পদে জায়গা পাইয়ে দিচ্ছিলেন তাঁর একের পর এক আত্মীয়কে ৷ তারই প্রতিবাদে তৃণমূল ছাড়লেন পানিহাটির তিন বিদায়ী কাউন্সিলর ৷

দলবদলের পথে পানিহাটি পৌরসভার 3 বিদায়ী কাউন্সিলর
দলবদলের পথে পানিহাটি পৌরসভার 3 বিদায়ী কাউন্সিলর
author img

By

Published : Mar 10, 2021, 7:32 PM IST

পানিহাটি, 10 মার্চ : পরিবারকেই বিভন্ন প্রশাসনিক পদে প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠল পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বিরূদ্ধে ৷ আর এই অভিযোগকে সামনে রেখেই তৃণমূল থেকে পদত্যাগ করলেন পানিহাটির 3 বিদায়ী কাউন্সিলর ৷ যার জেরে রাজনৈতিক মহলে এই তিনজনের বিজেপিতে যাওয়ার জল্পনা তুঙ্গে উঠল ৷ দল ছাড়লেন পানিহাটির 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক চট্টোপাধ্যায় , 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিউটি অধিকারী ও 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ ঘোষ ৷

নির্মল ঘোষ একাধারে পানিহাটির বিধায়ক তথা প্রশাসক ৷ তাঁর ভাই ছিলেন পানিহাটির প্রশাসক স্বপন ঘোষ ৷ নির্বাচন না হওয়ায় তাঁর ভাইয়ের মৃত্যুর পর তিনিই বিধায়ক হন ৷ উপরন্তু তাঁর মেয়েকেও কাউন্সিলর করেন ৷ বরাবরই নির্মল ঘোষ পরিবারকেই প্রাধান্য দিয়ে এসেছেন ৷ এমনই অভিযোগ তুলেছেন পানিহাটির আপামোর জনসাধারণ ৷ পাশাপাশি তিন কাউন্সিলরের সঙ্গে নির্মল ঘোষের পরিবারতন্ত্রের অবসানের দাবিতে সরব হন আরও চার-পাঁচ জন কাউন্সিলর ৷ কিন্তু তাঁরা যদিও এখনও দলত্যাগের সিদ্ধান্ত নেননি ৷

আরও পড়ুন : যোগ বিজেপিতে, রাজনীতি ছাড়া থাকতে পারলেন না বনি

নির্মল ঘোষের স্বজনপোষনের দাবিতে বারবার শীর্ষ নেতৃত্ব ও তৃণমূল সুপ্রিমোকে জানানো হলেও কোনও সাড়া মেলেনি ৷ তাই পানিহাটির তিন কাউন্সিলরের দলত্যাগ ৷ এমনটাই দাবি করলেন দলত্যাগী এই তিন কাউন্সিলর ৷

পানিহাটি, 10 মার্চ : পরিবারকেই বিভন্ন প্রশাসনিক পদে প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠল পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বিরূদ্ধে ৷ আর এই অভিযোগকে সামনে রেখেই তৃণমূল থেকে পদত্যাগ করলেন পানিহাটির 3 বিদায়ী কাউন্সিলর ৷ যার জেরে রাজনৈতিক মহলে এই তিনজনের বিজেপিতে যাওয়ার জল্পনা তুঙ্গে উঠল ৷ দল ছাড়লেন পানিহাটির 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক চট্টোপাধ্যায় , 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিউটি অধিকারী ও 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ ঘোষ ৷

নির্মল ঘোষ একাধারে পানিহাটির বিধায়ক তথা প্রশাসক ৷ তাঁর ভাই ছিলেন পানিহাটির প্রশাসক স্বপন ঘোষ ৷ নির্বাচন না হওয়ায় তাঁর ভাইয়ের মৃত্যুর পর তিনিই বিধায়ক হন ৷ উপরন্তু তাঁর মেয়েকেও কাউন্সিলর করেন ৷ বরাবরই নির্মল ঘোষ পরিবারকেই প্রাধান্য দিয়ে এসেছেন ৷ এমনই অভিযোগ তুলেছেন পানিহাটির আপামোর জনসাধারণ ৷ পাশাপাশি তিন কাউন্সিলরের সঙ্গে নির্মল ঘোষের পরিবারতন্ত্রের অবসানের দাবিতে সরব হন আরও চার-পাঁচ জন কাউন্সিলর ৷ কিন্তু তাঁরা যদিও এখনও দলত্যাগের সিদ্ধান্ত নেননি ৷

আরও পড়ুন : যোগ বিজেপিতে, রাজনীতি ছাড়া থাকতে পারলেন না বনি

নির্মল ঘোষের স্বজনপোষনের দাবিতে বারবার শীর্ষ নেতৃত্ব ও তৃণমূল সুপ্রিমোকে জানানো হলেও কোনও সাড়া মেলেনি ৷ তাই পানিহাটির তিন কাউন্সিলরের দলত্যাগ ৷ এমনটাই দাবি করলেন দলত্যাগী এই তিন কাউন্সিলর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.