ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : বারাসতে নাগরিক বিক্ষোভ, প্রচার থামিয়ে ফিরলেন 32নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী - WB Civic Poll 2022

বারাসত পৌরসভার 32নং ওয়ার্ডের দীর্ঘ 25 বছরের কাউন্সিলর প্রণবানন্দ চৌধুরী Bengal Civic Polls 2022) ৷ কিন্তু, পাকা রাস্তা এবং সঠিক নিকাশি ব্যবস্থার মতো প্রাথমিক নাগরিক পরিষেবাটূকু তিনি দেননি বলে অভিযোগ ৷ আর তার জেরে আজ নিজের ওয়ার্ডে প্রথমদিনের ভোটপ্রচারেই বাধাপ্রাপ্ত হলেন তৃণমূল প্রার্থী ৷ বাসিন্দাদের বিক্ষোভে প্রচার থামিয়ে ফিরে যেত হল শাসকদলের প্রার্থীকে (TMC Candidate Stops Campaigning After People Start Agitation in Barast) ৷

WB Civic Poll 2022 TMC Candidate Stops Campaigning After People Start Agitation in Barast
WB Civic Poll 2022 TMC Candidate Stops Campaigning After People Start Agitation in Barast
author img

By

Published : Feb 8, 2022, 1:10 PM IST

বারাসত, 8 ফেব্রুয়ারি : ভোট আসে ভোট যায় ! অথচ এলাকার রাস্তাঘাট কিংবা নিকাশি নালার সংস্করা আজ পর্যন্ত হয়নি বলে অভিযোগ বারাসত পৌরসভার 32নং ওয়ার্ডে (Bengal Civic Polls 2022) । শুধু মিলেছে গালভরা প্রতিশ্রুতি ৷ এলাকাবাসীর সেই পুঞ্জিভূত ক্ষোভই সোমবার আছড়ে পড়ল তৃণমূল প্রার্থী প্রণবানন্দ চৌধুরীর ভোট প্রচারকে ঘিরে । বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে শেষমেশ প্রার্থীকে প্রচার না করেই ফিরে যেতে হল (TMC Candidate Stops Campaigning After People Start Agitation in Barast) ৷ অস্বস্তিতে পড়ে ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ অবশ্য মেনে নিয়েছেন প্রাক্তন কাউন্সিলর ৷ কিন্তু, তার পরেও এলাকায় অনেক উন্নয়ন তাঁর আমলে হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের এই প্রার্থী ৷

প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর এ দিনই প্রথম ভোট প্রচারে বেরিয়ে ছিলেন 32নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রণবানন্দ চৌধুরী ৷ কিন্তু, প্রচারেই প্রথম দিনেই হোঁচট খেতে হয়েছে শাসকদলের এই প্রার্থীকে ৷ বেনজির বিক্ষোভের মুখে পড়লেন তিনি ৷ তুমুল বিক্ষোভে রীতিমতো অস্বস্তিতে পড়ে ভোটের প্রচার থামিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন প্রণবানন্দ ৷ ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লির বাসিন্দারা একজোট হয়ে পৌর পরিষেবা নিয়ে এদিন ক্ষোভ উগরে দিলেন প্রার্থীর সামনেই ৷ এ নিয়ে অবশ্য বাসিন্দাদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি ৷ কিন্তু, তাতে বরফ গলেনি ৷

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে শাসকদলের প্রার্থীকে ভোট না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাসিন্দারা ৷ সূত্রের খবর, 32নং ওয়ার্ডে প্রায় 25 বছর ধরে কাউন্সিলর হিসাবে রয়েছেন তৃণমূলের প্রণবানন্দ চৌধুরী ৷ এ বারও ওই ওয়ার্ডে তৃণমূল পৌরভোটে টিকিট দিয়েছে তাঁকে ৷ ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন তিনি কাউন্সিলর থাকার পরেও রামকৃষ্ণ পল্লিতে কোনও উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি ৷ কাঁচা রাস্তা সেই কাঁচাই রয়ে গিয়েছে ৷ নিকাশি নালার অবস্থাও তথৈবচ ৷ ফলে অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা ৷ বারবার অভিযোগ করেও রাস্তা, নিকাশি নালা সংস্কারের দিকে কোনও ভ্রুক্ষেপ করেননি কাউন্সিলর ৷ শুধু প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন বলে অভিযোগ ৷

বারাসতে নাগরিক বিক্ষোভ, প্রচার থামিয়ে ফিরলেন 32নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী

আরও পড়ুন : TMC workers block Road : প্রার্থী বদল চেয়ে অবরোধে আটকে পড়ল অ্যাম্বুলেন্স, যানজট সরাতে কালঘাম ছুটল পুলিশের

এ বিষয়ে অবিনাশ রায় নামে এক বিক্ষোভকারী অভিযোগ করেছেন, ‘‘দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ পল্লির রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে ৷ ভোটের সময় প্রত‍্যেক রাজনৈতিক দলই এখানে এসে দেখে যায় ৷ কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি ৷ পাশেই একটি খাল রয়েছে ৷ সেই খালের সংস্কার না হওয়ার ফলে বৃষ্টি হলে বারাসত পৌরসভা এলাকার সমস্ত জল এই ওয়ার্ডে প্রবেশ পড়ে ৷ হয়রানি পোহাতে হয় এলাকার বাসিন্দাদের ৷’’

প্রীতম দাস নামে অপর এক বাসিন্দার অভিযোগ, ‘‘ভোটের সময়ই ওনার শুধু দেখা মেলে ৷ সারাবছর এখানকার বাসিন্দারা চরম দুর্দশায় দিন কাটালেও কোনও খোঁজ নেননি উনি (প্রণবানন্দ চৌধুরী) ৷ ওনার মতো কাউন্সিলর আমাদের দরকার নেই ৷ যিনি বিপদে আপদে বাসিন্দাদের পাশে থাকেন না ৷ বৃষ্টির জলে রাস্তা কাদা হওয়ায় এখনও বালির বস্তা ফেলে চলাচল করতে হচ্ছে আমাদের ৷ তাই কোনও প্রতিশ্রুতি নয় ৷ রাস্তাঘাট, নিকাশি নালার উন্নয়ন চাই আমরা ৷ তবেই মিলবে ভোট ৷’’

আরও পড়ুন : TMC Candidate List : তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে অসন্তোষ, বনগাঁ ও অশোকনগর পৌরসভায় কর্মীদের বিক্ষোভ

অন্যদিকে বিক্ষোভের জেরে অস্বস্তিতে পড়ে বাসিন্দাদের ক্ষোভ ও অভিযোগ ন্যায়সঙ্গত বলে দাবি করেছেন প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূলের প্রার্থী প্রণবানন্দ চৌধুরী ৷ তিনি বলেন, ‘‘25 বছরের মধ্যে মাঝে 5 বছর আমি কাউন্সিলর ছিলাম না ৷ তবে রামকৃষ্ণ পল্লি, পূর্বাশার মতো এলাকাগুলি বড় রাস্তা থেকে অনেক নিচু‌ ৷ নিচু এলাকা হওয়ার ফলেই সমস্যার মুখে পড়তে হচ্ছে বাসিন্দাদের ৷ এই এলাকার অনেক জায়গায় ইতিমধ্যে আমরা উন্নয়ন করতে পেরেছি ৷ কিছু জায়গায় এখনও কাজ বাকি রয়েছে ৷ সেগুলো আমরা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছি ৷ আশা করছি তৃণমূল পৌরবোর্ড ক্ষমতায় এলে সেই উন্নয়নের কাজ শেষ করতে পারব আমরা ৷’’ সব উন্নয়ন যে একসঙ্গে করা সম্ভব নয়, কার্যত সেই কথাই উঠে এসেছে তৃণমূল প্রার্থীর কথায় ৷

আরও পড়ুন : TMC Candidate Chaos : প্রার্থী নিয়ে অসন্তোষ, মদনের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

এমনিতেই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে দলের কর্মীদের মধ্যেই অসন্তোষ দেখা দিয়েছে অধিকাংশ পৌরসভায় ৷ যার ফলে তালিকা প্রকাশের দিন সন্ধ্যা থেকেই বিক্ষোভ, পত অবরোধ সহ নানান ঘটনা ঘটেছে ৷ বাদ যায়নি বারাসত পৌরসভাও ৷ সেই ক্ষোভের মধ্যেই এ বার ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল শাসকদলের প্রার্থীকে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তি আরও বেড়েছে বারাসতের তৃণমূল নেতৃত্বের ৷

বারাসত, 8 ফেব্রুয়ারি : ভোট আসে ভোট যায় ! অথচ এলাকার রাস্তাঘাট কিংবা নিকাশি নালার সংস্করা আজ পর্যন্ত হয়নি বলে অভিযোগ বারাসত পৌরসভার 32নং ওয়ার্ডে (Bengal Civic Polls 2022) । শুধু মিলেছে গালভরা প্রতিশ্রুতি ৷ এলাকাবাসীর সেই পুঞ্জিভূত ক্ষোভই সোমবার আছড়ে পড়ল তৃণমূল প্রার্থী প্রণবানন্দ চৌধুরীর ভোট প্রচারকে ঘিরে । বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে শেষমেশ প্রার্থীকে প্রচার না করেই ফিরে যেতে হল (TMC Candidate Stops Campaigning After People Start Agitation in Barast) ৷ অস্বস্তিতে পড়ে ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ অবশ্য মেনে নিয়েছেন প্রাক্তন কাউন্সিলর ৷ কিন্তু, তার পরেও এলাকায় অনেক উন্নয়ন তাঁর আমলে হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের এই প্রার্থী ৷

প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর এ দিনই প্রথম ভোট প্রচারে বেরিয়ে ছিলেন 32নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রণবানন্দ চৌধুরী ৷ কিন্তু, প্রচারেই প্রথম দিনেই হোঁচট খেতে হয়েছে শাসকদলের এই প্রার্থীকে ৷ বেনজির বিক্ষোভের মুখে পড়লেন তিনি ৷ তুমুল বিক্ষোভে রীতিমতো অস্বস্তিতে পড়ে ভোটের প্রচার থামিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন প্রণবানন্দ ৷ ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লির বাসিন্দারা একজোট হয়ে পৌর পরিষেবা নিয়ে এদিন ক্ষোভ উগরে দিলেন প্রার্থীর সামনেই ৷ এ নিয়ে অবশ্য বাসিন্দাদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি ৷ কিন্তু, তাতে বরফ গলেনি ৷

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে শাসকদলের প্রার্থীকে ভোট না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাসিন্দারা ৷ সূত্রের খবর, 32নং ওয়ার্ডে প্রায় 25 বছর ধরে কাউন্সিলর হিসাবে রয়েছেন তৃণমূলের প্রণবানন্দ চৌধুরী ৷ এ বারও ওই ওয়ার্ডে তৃণমূল পৌরভোটে টিকিট দিয়েছে তাঁকে ৷ ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন তিনি কাউন্সিলর থাকার পরেও রামকৃষ্ণ পল্লিতে কোনও উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি ৷ কাঁচা রাস্তা সেই কাঁচাই রয়ে গিয়েছে ৷ নিকাশি নালার অবস্থাও তথৈবচ ৷ ফলে অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা ৷ বারবার অভিযোগ করেও রাস্তা, নিকাশি নালা সংস্কারের দিকে কোনও ভ্রুক্ষেপ করেননি কাউন্সিলর ৷ শুধু প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন বলে অভিযোগ ৷

বারাসতে নাগরিক বিক্ষোভ, প্রচার থামিয়ে ফিরলেন 32নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী

আরও পড়ুন : TMC workers block Road : প্রার্থী বদল চেয়ে অবরোধে আটকে পড়ল অ্যাম্বুলেন্স, যানজট সরাতে কালঘাম ছুটল পুলিশের

এ বিষয়ে অবিনাশ রায় নামে এক বিক্ষোভকারী অভিযোগ করেছেন, ‘‘দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ পল্লির রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে ৷ ভোটের সময় প্রত‍্যেক রাজনৈতিক দলই এখানে এসে দেখে যায় ৷ কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি ৷ পাশেই একটি খাল রয়েছে ৷ সেই খালের সংস্কার না হওয়ার ফলে বৃষ্টি হলে বারাসত পৌরসভা এলাকার সমস্ত জল এই ওয়ার্ডে প্রবেশ পড়ে ৷ হয়রানি পোহাতে হয় এলাকার বাসিন্দাদের ৷’’

প্রীতম দাস নামে অপর এক বাসিন্দার অভিযোগ, ‘‘ভোটের সময়ই ওনার শুধু দেখা মেলে ৷ সারাবছর এখানকার বাসিন্দারা চরম দুর্দশায় দিন কাটালেও কোনও খোঁজ নেননি উনি (প্রণবানন্দ চৌধুরী) ৷ ওনার মতো কাউন্সিলর আমাদের দরকার নেই ৷ যিনি বিপদে আপদে বাসিন্দাদের পাশে থাকেন না ৷ বৃষ্টির জলে রাস্তা কাদা হওয়ায় এখনও বালির বস্তা ফেলে চলাচল করতে হচ্ছে আমাদের ৷ তাই কোনও প্রতিশ্রুতি নয় ৷ রাস্তাঘাট, নিকাশি নালার উন্নয়ন চাই আমরা ৷ তবেই মিলবে ভোট ৷’’

আরও পড়ুন : TMC Candidate List : তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে অসন্তোষ, বনগাঁ ও অশোকনগর পৌরসভায় কর্মীদের বিক্ষোভ

অন্যদিকে বিক্ষোভের জেরে অস্বস্তিতে পড়ে বাসিন্দাদের ক্ষোভ ও অভিযোগ ন্যায়সঙ্গত বলে দাবি করেছেন প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূলের প্রার্থী প্রণবানন্দ চৌধুরী ৷ তিনি বলেন, ‘‘25 বছরের মধ্যে মাঝে 5 বছর আমি কাউন্সিলর ছিলাম না ৷ তবে রামকৃষ্ণ পল্লি, পূর্বাশার মতো এলাকাগুলি বড় রাস্তা থেকে অনেক নিচু‌ ৷ নিচু এলাকা হওয়ার ফলেই সমস্যার মুখে পড়তে হচ্ছে বাসিন্দাদের ৷ এই এলাকার অনেক জায়গায় ইতিমধ্যে আমরা উন্নয়ন করতে পেরেছি ৷ কিছু জায়গায় এখনও কাজ বাকি রয়েছে ৷ সেগুলো আমরা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছি ৷ আশা করছি তৃণমূল পৌরবোর্ড ক্ষমতায় এলে সেই উন্নয়নের কাজ শেষ করতে পারব আমরা ৷’’ সব উন্নয়ন যে একসঙ্গে করা সম্ভব নয়, কার্যত সেই কথাই উঠে এসেছে তৃণমূল প্রার্থীর কথায় ৷

আরও পড়ুন : TMC Candidate Chaos : প্রার্থী নিয়ে অসন্তোষ, মদনের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

এমনিতেই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে দলের কর্মীদের মধ্যেই অসন্তোষ দেখা দিয়েছে অধিকাংশ পৌরসভায় ৷ যার ফলে তালিকা প্রকাশের দিন সন্ধ্যা থেকেই বিক্ষোভ, পত অবরোধ সহ নানান ঘটনা ঘটেছে ৷ বাদ যায়নি বারাসত পৌরসভাও ৷ সেই ক্ষোভের মধ্যেই এ বার ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল শাসকদলের প্রার্থীকে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তি আরও বেড়েছে বারাসতের তৃণমূল নেতৃত্বের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.