বারাসত, 8 ফেব্রুয়ারি : ভোট আসে ভোট যায় ! অথচ এলাকার রাস্তাঘাট কিংবা নিকাশি নালার সংস্করা আজ পর্যন্ত হয়নি বলে অভিযোগ বারাসত পৌরসভার 32নং ওয়ার্ডে (Bengal Civic Polls 2022) । শুধু মিলেছে গালভরা প্রতিশ্রুতি ৷ এলাকাবাসীর সেই পুঞ্জিভূত ক্ষোভই সোমবার আছড়ে পড়ল তৃণমূল প্রার্থী প্রণবানন্দ চৌধুরীর ভোট প্রচারকে ঘিরে । বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে শেষমেশ প্রার্থীকে প্রচার না করেই ফিরে যেতে হল (TMC Candidate Stops Campaigning After People Start Agitation in Barast) ৷ অস্বস্তিতে পড়ে ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ অবশ্য মেনে নিয়েছেন প্রাক্তন কাউন্সিলর ৷ কিন্তু, তার পরেও এলাকায় অনেক উন্নয়ন তাঁর আমলে হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের এই প্রার্থী ৷
প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর এ দিনই প্রথম ভোট প্রচারে বেরিয়ে ছিলেন 32নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রণবানন্দ চৌধুরী ৷ কিন্তু, প্রচারেই প্রথম দিনেই হোঁচট খেতে হয়েছে শাসকদলের এই প্রার্থীকে ৷ বেনজির বিক্ষোভের মুখে পড়লেন তিনি ৷ তুমুল বিক্ষোভে রীতিমতো অস্বস্তিতে পড়ে ভোটের প্রচার থামিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন প্রণবানন্দ ৷ ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লির বাসিন্দারা একজোট হয়ে পৌর পরিষেবা নিয়ে এদিন ক্ষোভ উগরে দিলেন প্রার্থীর সামনেই ৷ এ নিয়ে অবশ্য বাসিন্দাদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি ৷ কিন্তু, তাতে বরফ গলেনি ৷
প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে শাসকদলের প্রার্থীকে ভোট না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাসিন্দারা ৷ সূত্রের খবর, 32নং ওয়ার্ডে প্রায় 25 বছর ধরে কাউন্সিলর হিসাবে রয়েছেন তৃণমূলের প্রণবানন্দ চৌধুরী ৷ এ বারও ওই ওয়ার্ডে তৃণমূল পৌরভোটে টিকিট দিয়েছে তাঁকে ৷ ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন তিনি কাউন্সিলর থাকার পরেও রামকৃষ্ণ পল্লিতে কোনও উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি ৷ কাঁচা রাস্তা সেই কাঁচাই রয়ে গিয়েছে ৷ নিকাশি নালার অবস্থাও তথৈবচ ৷ ফলে অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা ৷ বারবার অভিযোগ করেও রাস্তা, নিকাশি নালা সংস্কারের দিকে কোনও ভ্রুক্ষেপ করেননি কাউন্সিলর ৷ শুধু প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন বলে অভিযোগ ৷
আরও পড়ুন : TMC workers block Road : প্রার্থী বদল চেয়ে অবরোধে আটকে পড়ল অ্যাম্বুলেন্স, যানজট সরাতে কালঘাম ছুটল পুলিশের
এ বিষয়ে অবিনাশ রায় নামে এক বিক্ষোভকারী অভিযোগ করেছেন, ‘‘দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ পল্লির রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে ৷ ভোটের সময় প্রত্যেক রাজনৈতিক দলই এখানে এসে দেখে যায় ৷ কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি ৷ পাশেই একটি খাল রয়েছে ৷ সেই খালের সংস্কার না হওয়ার ফলে বৃষ্টি হলে বারাসত পৌরসভা এলাকার সমস্ত জল এই ওয়ার্ডে প্রবেশ পড়ে ৷ হয়রানি পোহাতে হয় এলাকার বাসিন্দাদের ৷’’
প্রীতম দাস নামে অপর এক বাসিন্দার অভিযোগ, ‘‘ভোটের সময়ই ওনার শুধু দেখা মেলে ৷ সারাবছর এখানকার বাসিন্দারা চরম দুর্দশায় দিন কাটালেও কোনও খোঁজ নেননি উনি (প্রণবানন্দ চৌধুরী) ৷ ওনার মতো কাউন্সিলর আমাদের দরকার নেই ৷ যিনি বিপদে আপদে বাসিন্দাদের পাশে থাকেন না ৷ বৃষ্টির জলে রাস্তা কাদা হওয়ায় এখনও বালির বস্তা ফেলে চলাচল করতে হচ্ছে আমাদের ৷ তাই কোনও প্রতিশ্রুতি নয় ৷ রাস্তাঘাট, নিকাশি নালার উন্নয়ন চাই আমরা ৷ তবেই মিলবে ভোট ৷’’
আরও পড়ুন : TMC Candidate List : তৃণমূলের প্রার্থীতালিকা নিয়ে অসন্তোষ, বনগাঁ ও অশোকনগর পৌরসভায় কর্মীদের বিক্ষোভ
অন্যদিকে বিক্ষোভের জেরে অস্বস্তিতে পড়ে বাসিন্দাদের ক্ষোভ ও অভিযোগ ন্যায়সঙ্গত বলে দাবি করেছেন প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূলের প্রার্থী প্রণবানন্দ চৌধুরী ৷ তিনি বলেন, ‘‘25 বছরের মধ্যে মাঝে 5 বছর আমি কাউন্সিলর ছিলাম না ৷ তবে রামকৃষ্ণ পল্লি, পূর্বাশার মতো এলাকাগুলি বড় রাস্তা থেকে অনেক নিচু ৷ নিচু এলাকা হওয়ার ফলেই সমস্যার মুখে পড়তে হচ্ছে বাসিন্দাদের ৷ এই এলাকার অনেক জায়গায় ইতিমধ্যে আমরা উন্নয়ন করতে পেরেছি ৷ কিছু জায়গায় এখনও কাজ বাকি রয়েছে ৷ সেগুলো আমরা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছি ৷ আশা করছি তৃণমূল পৌরবোর্ড ক্ষমতায় এলে সেই উন্নয়নের কাজ শেষ করতে পারব আমরা ৷’’ সব উন্নয়ন যে একসঙ্গে করা সম্ভব নয়, কার্যত সেই কথাই উঠে এসেছে তৃণমূল প্রার্থীর কথায় ৷
আরও পড়ুন : TMC Candidate Chaos : প্রার্থী নিয়ে অসন্তোষ, মদনের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
এমনিতেই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে দলের কর্মীদের মধ্যেই অসন্তোষ দেখা দিয়েছে অধিকাংশ পৌরসভায় ৷ যার ফলে তালিকা প্রকাশের দিন সন্ধ্যা থেকেই বিক্ষোভ, পত অবরোধ সহ নানান ঘটনা ঘটেছে ৷ বাদ যায়নি বারাসত পৌরসভাও ৷ সেই ক্ষোভের মধ্যেই এ বার ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল শাসকদলের প্রার্থীকে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তি আরও বেড়েছে বারাসতের তৃণমূল নেতৃত্বের ৷