বনগাঁ, 23 ফেব্রুয়ারি : পার্টি অফিসে হামলা এবং কর্মীদের মারধরের প্রতিবাদে পথ অবরোধ বিজেপির । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁয় । এদিন গোবরাপুর বাজারে বনগাঁ-বাগদা সড়কে বিজেপি কর্মীরা পথঅবরোধ করেন ।
গোরাবাজার এলাকায় বিজেপির একটি পার্টি অফিস রয়েছে । রবিবার রাতে ওই পার্টি অফিসে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ । অভিযোগ, ওই সময় পার্টি অফিসে কয়েকজন বিজেপি কর্মী ছিলেন । তাঁদেরও মারধর করা হয়েছে । আর তারই প্রতিবাদে সোমবার গোবরাপুর বাজারে বনগাঁ-বাগদা সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা । এদিন বেলা 1 টা থেকে তাঁরা অবরোধ শুরু করেন ৷ প্রায় একঘণ্টা ধরে চলে এই অবরোধ । পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে ৷ বিজেপির অভিযোগ, জন সমর্থন হারিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাঁদের উপরে হামলা চালাচ্ছে ।
দলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমৃতলাল বিশ্বাস বলেন, "তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের দলের কর্মীদের উপর হামলা চালাচ্ছে । আমরা পুলিশকে জানিয়েছি । কিন্তু কোনও ফল হচ্ছে না । পুলিশকে আমরা শেষবারের মতো সতর্ক করেছি । এরপর এরকম ঘটনা ঘটলে গোটা বনগাঁ মহকুমা অচল করে দেবো ।"
আরও পড়ুন : বেতন না পেয়ে প্রসূতি বিভাগে তালা মেরে কর্মবিরতির ডাক স্বাস্থ্যকর্মীদের
এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা পীযূষ বিট বলেন, ''পার্টি অফিস ভাঙচুরের কোনও ঘটনা ঘটেনি । পতাকা ছেঁড়া নিয়ে ছোট একটা ঘটনা ঘটেছিল । তাতে আমাদের দলের কেউ জড়িত নেই ।"