হাবরা, 1 অগাস্ট : রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা হাবড়া হাসপাতালে । অভিযোগ, ওয়ার্ডের ভিতরে ঢুকে চিকিৎসককে মারধর করে রোগীর পরিবারের সদস্যরা । পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, ঘটনাস্থানে গিয়ে পুলিশকে লাঠিচার্জ করতে হয় ৷ তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । মৃতের নাম লক্ষ্মী রাহা (56) । হামলাকারীদের তিন জনকে গ্রেপ্তার করেছে হাবরা থানার পুলিশ ।
হাবরা জয়গাছি সপ্তপল্লির বাসিন্দা লক্ষ্মী রাহা গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন । স্থানীয় এক ডাক্তারকে দেখান তিনি ৷ সেখানে তাঁর ডেঙ্গি পরীক্ষা হয় । মঙ্গলবার সকালে জ্বর, পায়খানা ও বমি নিয়ে হাবরা হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় লক্ষ্মীদেবীর । এরপরই মৃত লক্ষ্মীদেবীর পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখায় । পুলিশ প্রথম দফায় সেই গোলমাল মিটিয়েও দেয় ।
এরপর বিকেল তিনটে নাগাদ ফের মৃতের আত্মীয় ও পাড়ার লোকেরা দল বেঁধে হাসপাতালের ওয়ার্ডের ভিতরে ঢুকে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলামকে মারধর করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থান গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে । এদিকে ধৃতদের না ছাড়লে মৃতদেহ না নেওয়ার হুমকি দেয় পরিবারের লোকজন । এরপর মুচলেকা নিয়ে চিকিৎসকের কাছে ক্ষমা চাওয়ায় ধৃতদের ছেড়ে দেয় পুলিশ ৷
মৃতের পরিবারের অভিযোগ, গতকাল সকালে লক্ষ্মীদেবী ভালো ছিলেন । হঠাৎজ্বরে খিচুনি দিতে শুরু করেন । ডাক্তারকে ডাকলেও তিনি সময় মতো আসেননি । রোগীকে না দেখায় তাঁর মৃত্যু হয় । হাবরা হাসপাতালের আয়ারা চরম দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগ করে রোগীর পরিবারের সদস্যরা ।
যদিও হাসপাতাল সুপার শংকরলাল ঘোষ বলেন, "চিকিৎসার গাফিলতির অভিযোগ সত্যি নয় । কর্তব্যরত চিকিৎসক তখন রোগীর পাশেই ছিলেন । আমরা সব রোগীকেই সমানভাবে গুরুত্ব দিই ।"