ETV Bharat / state

বারাসতের পুজোয় VIP কার্ড নয়, সাধারণ মানুষ খুশি হলেও পৌরপ্রধানের অন্য সুর

author img

By

Published : Oct 24, 2019, 8:45 PM IST

বারাসতের কালীপুজোয় VIP কার্ড বিলির রীতি বন্ধ হচ্ছে এবার । পুজো কমিটিগুলো এবার থেকে VIP কার্ড বা গেস্ট কার্ড ছাপাতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে ৷

বারাসতের কালীপুজো

বারাসত, 24 অক্টোবর: কলকাতার পর এবার বারাসতের পুজোতেও বন্ধ হচ্ছে VIP কার্ড বা গেস্ট কার্ড বিলির রীতি ৷ এ বছর থেকে পুজো কমিটিগুলি এমন কার্ড বিলি করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন ৷ সিদ্ধান্তের কথা ইতিমধ্যে পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে ৷ যদিও VIP কার্ড বিলির পক্ষে স‌ওয়াল করেছেন পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় ৷

সুনীলবাবু বলেন, "VIP ট্র্যাডিশন উঠে গেলে কিছুটা অসুবিধা তো হবেই ৷ আমরা এই বছর যদি দেখি খুব অসুবিধা হচ্ছে, তাহলে পরের বছর এই ট্র্যাডিশন ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব ৷ তাঁকে অনুরোধ করে বলব, যাতে বড় পুজো কমিটিগুলিকে এই অধিকার দেওয়া যায় ৷ বারাসতে অনেক পুজো কমিটি লাখ লাখ টাকা খরচ করে মণ্ডপ তৈরি করে ৷ তারা এতদিন VIP ট্র্যাডিশনে অভ্যস্ত ছিল ৷ তাঁদের দিকটাও আমাদের দেখা দরকার ৷ আমরা বড় পুজো কমিটিগুলিকে বলেছি, VIP কার্ডের বিকল্প ব্যবস্থা করা যায় কি না ৷ তবে, এবার যে VIP কার্ড বা গেস্ট কার্ড কোন‌ও পুজো কমিটিই ছাপাতে পারবে না, সেটা আমরা সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি ৷"

বারাসতে কালীপুজো দেখতে বাইরে থেকে সাধারণ মানুষের পাশাপাশি বহু বিশিষ্ট ব্যক্তিও আসেন । তাঁদের ক্ষেত্রে কী করবেন আপনারা? এই প্রশ্নের উত্তরে সুনীলবাবু বলেন, "বারাসতের কালীপুজোয় বহু গেস্ট আসেন ৷ তাঁদের বলেছি, এবার আমি কোন‌ও VIP কার্ড দিতে পারব না ৷" '

প্রসঙ্গত, VIP-দের জন্য অনেকসময় সাধারণ দর্শনার্থীরা ঠিকভাবে পুজো দেখতে পারেন না বলে অভিযোগ । অনেক মণ্ডপে দেখা যায়, VIP লাইন আর সাধারণ দর্শনার্থীদের লাইনের দৈর্ঘ্য প্রায় এক ৷ এনিয়ে বিরক্ত হন সাধারণ দর্শনার্থীরা‌ ৷ এইসব সমস্যার কথা মাথায় রেখে এবার থেকে দুর্গাপুজোর সময় কলকাতার পুজো কমিটিগুলিকে VIP কার্ড বিলি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছিল । বিষয়টি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি রাজ্যের অন্য কোথাও এই রীতি থাকবে না বলেও জানিয়ে দেন তিনি ৷ তারপরেই বারাসতের কালীপুজোয় এই রীতি এবার থেকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ।

প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি বারাসতবাসীও ৷ তাঁদের কথায়, VIP ট্র্যাডিশনের জন্য‌ই বারাসতের বড় পুজো মণ্ডপগুলিতে ঠিকমতো প্রতিমা দর্শন করতে পারে না সাধারণ মানুষ ৷ ভিড়ের জন্য অনেক সময় ঠাকুর না দেখেই ফিরে আসতে হয় ৷ তাই এই নিয়ম বরাবরের জন্য তুলে দেওয়া উচিত ৷

বারাসত, 24 অক্টোবর: কলকাতার পর এবার বারাসতের পুজোতেও বন্ধ হচ্ছে VIP কার্ড বা গেস্ট কার্ড বিলির রীতি ৷ এ বছর থেকে পুজো কমিটিগুলি এমন কার্ড বিলি করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন ৷ সিদ্ধান্তের কথা ইতিমধ্যে পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে ৷ যদিও VIP কার্ড বিলির পক্ষে স‌ওয়াল করেছেন পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় ৷

সুনীলবাবু বলেন, "VIP ট্র্যাডিশন উঠে গেলে কিছুটা অসুবিধা তো হবেই ৷ আমরা এই বছর যদি দেখি খুব অসুবিধা হচ্ছে, তাহলে পরের বছর এই ট্র্যাডিশন ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব ৷ তাঁকে অনুরোধ করে বলব, যাতে বড় পুজো কমিটিগুলিকে এই অধিকার দেওয়া যায় ৷ বারাসতে অনেক পুজো কমিটি লাখ লাখ টাকা খরচ করে মণ্ডপ তৈরি করে ৷ তারা এতদিন VIP ট্র্যাডিশনে অভ্যস্ত ছিল ৷ তাঁদের দিকটাও আমাদের দেখা দরকার ৷ আমরা বড় পুজো কমিটিগুলিকে বলেছি, VIP কার্ডের বিকল্প ব্যবস্থা করা যায় কি না ৷ তবে, এবার যে VIP কার্ড বা গেস্ট কার্ড কোন‌ও পুজো কমিটিই ছাপাতে পারবে না, সেটা আমরা সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি ৷"

বারাসতে কালীপুজো দেখতে বাইরে থেকে সাধারণ মানুষের পাশাপাশি বহু বিশিষ্ট ব্যক্তিও আসেন । তাঁদের ক্ষেত্রে কী করবেন আপনারা? এই প্রশ্নের উত্তরে সুনীলবাবু বলেন, "বারাসতের কালীপুজোয় বহু গেস্ট আসেন ৷ তাঁদের বলেছি, এবার আমি কোন‌ও VIP কার্ড দিতে পারব না ৷" '

প্রসঙ্গত, VIP-দের জন্য অনেকসময় সাধারণ দর্শনার্থীরা ঠিকভাবে পুজো দেখতে পারেন না বলে অভিযোগ । অনেক মণ্ডপে দেখা যায়, VIP লাইন আর সাধারণ দর্শনার্থীদের লাইনের দৈর্ঘ্য প্রায় এক ৷ এনিয়ে বিরক্ত হন সাধারণ দর্শনার্থীরা‌ ৷ এইসব সমস্যার কথা মাথায় রেখে এবার থেকে দুর্গাপুজোর সময় কলকাতার পুজো কমিটিগুলিকে VIP কার্ড বিলি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছিল । বিষয়টি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি রাজ্যের অন্য কোথাও এই রীতি থাকবে না বলেও জানিয়ে দেন তিনি ৷ তারপরেই বারাসতের কালীপুজোয় এই রীতি এবার থেকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ।

প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি বারাসতবাসীও ৷ তাঁদের কথায়, VIP ট্র্যাডিশনের জন্য‌ই বারাসতের বড় পুজো মণ্ডপগুলিতে ঠিকমতো প্রতিমা দর্শন করতে পারে না সাধারণ মানুষ ৷ ভিড়ের জন্য অনেক সময় ঠাকুর না দেখেই ফিরে আসতে হয় ৷ তাই এই নিয়ম বরাবরের জন্য তুলে দেওয়া উচিত ৷

Intro:কলকাতার মতো এবার বারাসতেও থাকছে না ভিআইপি ট্র্যাডিশন! দীর্ঘদিনের চিরাচরিত নিয়মের পরিবর্তন এনে এবছর আর কোন‌ও পূজো কমিটিই ভিআইপি কার্ড কিংবা গেস্ট কার্ড ছাপাতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন!সেই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে বড় পূজো কমিটি গুলিকে জানিয়ে দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর! মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি আমজনতা!তবে, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানালেও ভিআইপি ট্র্যাডিশনের পক্ষেই স‌ওয়াল করেছেন স্থানীয় পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জী!Body:রাজু বিশ্বাস,বারাসত:-কলকাতার মতো এবার বারাসতেও থাকছে না ভিআইপি ট্র্যাডিশন! ইতিমধ্যে জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে বিগ বাজেটের পূজো কমিটি গুলিকে!এরফলে বারাসতের কোন‌ও পূজো কমিটিই আর ভিআইপি কার্ড কিংবা গেস্ট কার্ড ছাপাতে পারবে না!প্রশাসনের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি আমজনতা!তবে,ভিআইপি ট্র্যাডিশন না থাকায় কিছুটা অসুবিধা যে হবে,সেকথা মানলেন বারাসত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জী! এবিষয়ে আজ তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,"ভিআইপি ট্র্যাডিশন উঠে গেলে কিছুটা অসুবিধা তো হবেই!আমরা এবছর যদি দেখি,খুব অসুবিধা হচ্ছে তাহলে পরের বছর এই ট্র্যাডিশন ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব! তাকে অনুরোধ করে বলব,যাতে বড় পূজো কমিটি গুলিকে একটু অধিকার দেওয়া যায়"!পৌর প্রধান আরও বলেন,"কালীপূজোর ক্ষেত্রে বারাসত একটি গুরুত্বপূর্ণ স্থান!এখানকার অনেক পূজো কমিটি লাখ লাখ টাকা খরচ করে পূজো মন্ডপ তৈরি করে! তাঁরা এতদিন ভিআইপি ট্র্যাডিশনে অভ্যস্ত ছিলেন!তাই, এদের দিকটাও আমাদের দেখা দরকার!তাই, আমরা ভিআইপি কার্ডের বদলে বড় পূজো কমিটি গুলিকে বলেছি, আমন্ত্রণ পত্র গেস্টদের দিয়ে কোন‌ও ব্যবস্থা করা যায় কিনা!তবে, ভিআইপি কার্ড কিংবা গেস্ট কার্ড কোন‌ও পূজো কমিটিই ছাপাতে পারবে না বলে আমরা তাঁদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি"! তাঁর কথায়,"মুখ্যমন্ত্রী নির্দেশ সবাইকেই মানতে হবে!তিনি যখন বলেছেন ভিআইপি ট্র্যাডিশন আর থাকবে না,তখন সেটা মেনে চলতে হবে আমাদের!কেউ যদি, তাঁর কথায় মান্যতা না দেয় তাহলে মুখ্যমন্ত্রীকেই অপমান করা হয়!সেটা তো ঠিক নয়! বারাসতের কালীপূজোয় বাইরের থেকে বহু সাধারন মানুষের পাশাপাশি গেস্টরাও ভিড় করেন!সেক্ষেত্রে কি করবেন আপনারা?এর উত্তরে পৌর প্রধান সুনীল মুখার্জী বলেন,"একথা ঠিক বারাসতের কালীপূজোয় বহু গেস্ট আসেন!আমার বহু গেস্ট‌ও এখানে আসেন!আমি তাঁদের বলেছি,এবার আমি কোন‌ও ভিআইপি কার্ড দিতে পারব না!আমি নিজেও পূজো মন্ডপ দর্শন করব সাধারনের মতো করে"! তিনি বলেন,"ভিআইপি ট্র্যাডিশনের জন্য বারাসতে সাধারন দর্শনার্থীরা অনেক সময় পূজো মন্ডপ ঠিকমতো দর্শন করতে পারে না! কোথাও কোথাও দেখা যায়, ভিআইপি লাইন আর সাধারন দর্শনার্থীদের লম্বা লাইন প্রায় এক! এনিয়ে বিরক্ত হন দর্শনার্থীরা‌ও! কখনও এনিয়ে গন্ডগোলের সম্ভবনাও তৈরি হয়!এসব মাথায় রেখেই এবছর কলকাতার দূর্গাপূজোয় ভিআইপি ট্র্যাডিশন তুলে দেওয়ার কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! পাশাপাশি অন্য কোথাও এই ট্র্যাডিশন থাকবে না বলে জানিয়ে দেন তিনি! সেইমতো,বারাসতেও দীর্ঘদিনের ভিআইপি ট্র্যাডিশন উঠতে চলেছে এবার! এদিকে,পৌর প্রধান ভিআইপি ট্র্যাডিশনের পক্ষে স‌ওয়াল করলেও এই নিয়ম পুরোপুরি তুলে দেওয়ার পক্ষপাতি বারাসতবাসী! তাঁদের কথায়,"ভিআইপি ট্র্যাডিশনের জন্য‌ই বারাসতের পূজো মন্ডপ গুলিতে প্রতিমা দর্শন করতে অসুবিধে হয় সাধারন মানুষের!লম্বা লাইনের জন্য অনেককে ঠাকুর না দেখেই ফিরে আসতে হয়!এটা বন্ধ হলে সবার‌ই সুবিধা হবে"!Conclusion:এদিকে,পৌর প্রধান ভিআইপি ট্র্যাডিশনের পক্ষে স‌ওয়াল করলেও এই নিয়ম পুরোপুরি তুলে দেওয়ার পক্ষপাতী বারাসতবাসী! তাঁদের কথায়,"ভিআইপি ট্র্যাডিশনের জন্য‌ই বারাসতের বড় পূজো মন্ডপ গুলিতে ঠিকমতো প্রতিমা দর্শন করতে পারেন না সাধারন মানুষ!ভিড়ের জন্য অনেক সময় ঠাকুর না দেখেই ফিরে আসতে হয়!এই নিয়ম পুরোপুরি তুলে দেওয়া উচিত! তাতে সবার‌ই ভালো"!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.