বারাসত, 13 মে : ভ্যাকসিন নিতে এসে দুর্ভোগ,হয়রানি ৷ সেইসঙ্গে সামাজিক দূরত্ব লঙ্ঘন ৷ এইসব দৃশ্য দেখেই এতদিন অভ্যস্ত ছিল সাধারণ মানুষ । কিন্তু, ভ্যাকসিন নিতে এসে লাইনে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে হাতাহাতি,মারপিট সচরাচর দেখা যায়নি কোনও সরকারি হাসপাতালে । বুধবার সেটাই ঘটল বারাসত জেলা হাসপাতালে । হাতাহাতি, মারপিটের জেরে একসময় চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় হাসপাতালের ভ্যাকসিন সেন্টারের সামনে । শেষে লাইনে দাঁড়ানো অন্যান্যরা এগিয়ে আসেন পরিস্থিতি সামাল দিতে । পরে দুইপক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় । যদিও এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
করোনা আবহে এদিন সকাল থেকেই ভ্যাকসিন নেওয়ার জন্য বারাসত জেলা হাসপাতালে ভিড় করেন সাধারণ মানুষ । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়ও বাড়তে থাকে হাসপাতালের ভ্যাকসিন সেন্টারের সামনে । ভিড়ের জেরে লাইনে দাঁড়ানো মানুষজনের মধ্যে সামাজিক দূরত্বও শিকেয় উঠেছিল । পারলে মানুষজন একে অপরের ঘাড়ে উঠে পড়ে । তারই মধ্যে কে কার আগে ভ্যাকসিন নেবে তা নিয়ে শুরু হয় বচসা । সেই বচসা থেকেই হাতাহাতি, মারপিটে জড়িয়ে পড়েন দুই পক্ষ । অভিযোগ, বচসার সময় লাইনে দাঁড়ানো এক ব্যাক্তি ভ্যাকসিন নিতে আসা মহিলার দিকে তেড়ে যান । তখনই প্রতিবাদ করেন ওই মহিলা । তর্কাতর্কির মাঝেই ওই ব্যক্তিকে ধাক্কা ও মারধর করার অভিযোগ ওঠে মহিলার এক আত্মীয়র বিরুদ্ধে । চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয় ভ্যাকসিন সেন্টারের সামনে । পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় হস্তক্ষেপ করতে এগিয়ে আসেন ভ্যাকসিন নিতে আসা অন্যান্যরা । তারা সেখান থেকে সরিয়ে দেয় দুই পক্ষকে । এরপরই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
আরও পড়ুন, সেন্ট্রাল ভিস্তা বন্ধ করে অক্সিজেন-টিকা কিনুন, মোদিকে চিঠি বিরোধীদের
মহিলার অভিযোগ, ওই ব্যক্তি হাসপাতালের পরিচিত লোকজনকে ধরে বেলাইনে ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করছিলেন । তারই প্রতিবাদ করলে রোয়াব দেখাতে শুরু করেন তিনি । আমার সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেন । তার থেকেই ঘটনার সূত্রপাত । যেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরও ঠিকমতো ভ্যাকসিন মিলছে না, সেখানে বেলাইনে ভ্যাকসিন নেওয়ার চেষ্টা কখনও বরদাস্ত করা যায় না ৷
আবেদন করেও সঠিক সময়ে ভ্যাকসিন না পেয়ে চূড়ান্ত হয়রানি এবং নাজেহালের জেরে মানুষ এখন তিতিবিরক্ত । তাই অনেক সময় বচসা, হাতাহাতির মতো ঘটনাতেও জড়িয়ে পড়ছেন কেউ কেউ । এর জন্য অনেকেই রাজ্যে ভ্যাকসিনের আকালকেই দায়ী করছেন । অন্যদিকে, বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি ।