ETV Bharat / state

ঝড়ে ক্ষতিপূরণের তালিকায় পঞ্চায়েত সদস্যের পরিবারের 8 জনের নাম - Villagers complaint to Bagdah BDO

আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফে । কিন্তু তা না দিয়ে নিজের আটজন আত্মীয়দের সেই ক্ষতিপূরণের নামের তালিকায় রাখার অভিযোগ উঠল উত্তর 24 পরগনার বাগদা ব্লকের কোনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের BJP সদস্যা গীতা সরকারের বিরুদ্ধে । যদিও গীতা সরকারের বক্তব্য , তিনি দুই-তিন জনের নাম দিয়েছিলেন ।

Bagdah
বাগদা
author img

By

Published : Jun 9, 2020, 6:36 AM IST

বাগদা , 9 জুন : আমফান ঝড়ে সরকারি ক্ষতিপুরণের টাকা নিজের আত্মীয়দের পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তর 24 পরগনার বাগদা ব্লকের কোনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের BJP সদস্যা গীতা সরকারের বিরুদ্ধে । সোমবার , গ্রামবাসীদের সঙ্গে নিয়ে BJP কর্মীরাই বাগদার BDO-র দ্বারস্থ হয়েছেন । তাঁরা লিখিত অভিযোগও করেছেন । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন ।

কোনিয়াড়া 2 নম্বর পঞ্চায়েতের চোয়াটিয়া গ্রামের BJP সমর্থকদের একাংশের অভিযোগ , আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্থদের নাম নথিভুক্ত না করে BJP-র পঞ্চায়েত সদস্যা গীতা সরকার নিজের পরিবারের আট জনের নাম নথিভুক্ত করে ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন । এই অভিযোগে সোমবার স্থানীয় সাধারণ মানুষ ও BJP কর্মীরা বাগদার BDO-র দ্বারস্থ হন । তাঁরা মোট সাত জনের বিরুদ্ধে BDO-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন । অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করার দাবিও জানানো হয়েছে ।

এই বিষয়ে কোনিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যা গীতা সরকার বলেন , প্রথমে আমি একটা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছিলাম । সেই তালিকায় আমার পরিবারের দুই-তিন জনের নাম ছিল । সেখানে আট জনের নাম কী করে হল , সেটাই বুঝতে পারছি না । আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে ।

স্থানীয় BJP কর্মী সুকেশ বিশ্বাস বলেন , "আমরা অনেক আশা নিয়ে পঞ্চায়েতে BJP-কে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলাম । কিন্তু আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের না দিয়ে নিজেই স্বজনপোষণ করছেন BJP-র পঞ্চায়েত সদস্যা ।

বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোরচন্দ্র হালদার বলেন , "আমফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে নিজের আত্মীয় স্বজনদেরকেই ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন BJP-র পঞ্চায়েত সদস্যা । "

বাগদা , 9 জুন : আমফান ঝড়ে সরকারি ক্ষতিপুরণের টাকা নিজের আত্মীয়দের পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তর 24 পরগনার বাগদা ব্লকের কোনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের BJP সদস্যা গীতা সরকারের বিরুদ্ধে । সোমবার , গ্রামবাসীদের সঙ্গে নিয়ে BJP কর্মীরাই বাগদার BDO-র দ্বারস্থ হয়েছেন । তাঁরা লিখিত অভিযোগও করেছেন । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন ।

কোনিয়াড়া 2 নম্বর পঞ্চায়েতের চোয়াটিয়া গ্রামের BJP সমর্থকদের একাংশের অভিযোগ , আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্থদের নাম নথিভুক্ত না করে BJP-র পঞ্চায়েত সদস্যা গীতা সরকার নিজের পরিবারের আট জনের নাম নথিভুক্ত করে ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন । এই অভিযোগে সোমবার স্থানীয় সাধারণ মানুষ ও BJP কর্মীরা বাগদার BDO-র দ্বারস্থ হন । তাঁরা মোট সাত জনের বিরুদ্ধে BDO-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন । অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করার দাবিও জানানো হয়েছে ।

এই বিষয়ে কোনিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যা গীতা সরকার বলেন , প্রথমে আমি একটা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছিলাম । সেই তালিকায় আমার পরিবারের দুই-তিন জনের নাম ছিল । সেখানে আট জনের নাম কী করে হল , সেটাই বুঝতে পারছি না । আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে ।

স্থানীয় BJP কর্মী সুকেশ বিশ্বাস বলেন , "আমরা অনেক আশা নিয়ে পঞ্চায়েতে BJP-কে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলাম । কিন্তু আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের না দিয়ে নিজেই স্বজনপোষণ করছেন BJP-র পঞ্চায়েত সদস্যা ।

বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোরচন্দ্র হালদার বলেন , "আমফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে নিজের আত্মীয় স্বজনদেরকেই ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন BJP-র পঞ্চায়েত সদস্যা । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.