আমডাঙা, 24 ডিসেম্বর : উত্তর 24 পরগনার আমডাঙায় প্রাচীন মা করুণাময়ীর মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে রীতিমত উত্তাল হয়ে উঠল এলাকা ৷ এমনকি বেশ কিছুক্ষণের জন্য 34 নম্বর জাতীয় সড়ক অবরোধও করেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশকে ঘিরে ধরেও দেখানো হয় বিক্ষোভ (villagers block nh 34 after theft in temple )৷
খবর অনুযায়ী, মন্দিরের গ্রিল ভেঙে দেবীর বিগ্রহ চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা । স্থানীয়দের দাবি, সোনা এবং রুপোর গয়না মিলিয়ে প্রায় 20 থেকে 25 লাখ টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে চোরের দল । ঘটনার পর একদিকে যেমন প্রশ্ন উঠেছে মন্দির কমিটির ভূমিকা নিয়ে তেমনই আবার পুলিশি নিরাপত্তা নিয়েও ৷ কারণ, গতকাল রাতে মন্দিরের পাহারায় ছিলেন একজন কনস্টেবল এবং একজন হোম গার্ড । দু-দুজন পুলিশকর্মী থাকা সত্ত্বেও কিভাবে হল এত বড় চুরি তাই নিয়েই উঠছে প্রশ্ন ৷
আরও পড়ুন : কচ্ছের সমুদ্র উপকূলে বাজেয়াপ্ত 400 কোটির হেরোইন, আটক 6 পাকিস্তানি
আর সেই কারণেই সোমবার প্রথমে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ এরপর বেশ কিছুক্ষণ 34 নম্বর জাতীয় সড়ক অবরোধও করেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ৷