ETV Bharat / state

ভিকি যাদব খুনে বিধায়ক-সাংসদের কাজিয়ায় রাজনৈতিক উত্তাপ ব‍্যারাকপুরে, চুপ তৃণমূল নেতৃত্ব - তৃণমূল নেতৃত্ব

Vicky Yadav Murder : শুক্রবার ভোর থেকেই তৃণমুলের অর্জুন-গোষ্ঠীর তরফে জমায়েত শুরু হয় মজদুর ভবনে। প্রকাশ্যে স্লোগান দেওয়া হয় জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে। পাপ্পু সিং-কে গ্রেফতার করলে সোমনাথ শ্যামকেও গ্রেফতারের দাবি জানিয়েছে ভাটপাড়া তৃণমুল কংগ্রেসের নেতা মন্নু সাউ এবং মনোজ গুহরা।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 5:13 PM IST

Updated : Dec 22, 2023, 11:01 PM IST

ব্যারাকপুর, 22 ডিসেম্বর: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর ভাইপো পাপ্পু সিং-এর গ্রেফতারে প্রতিবাদে বিক্ষোভ দেখাল তৃণমুল ৷ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে গ্রেফতারের দাবিও তোলা হয়েছে বিক্ষোভ থেকে ৷

শুক্রবার ভোর থেকেই তৃণমুলের অর্জুন-গোষ্ঠীর তরফে জমায়েত শুরু হয় মজদুর ভবনে। প্রকাশ্যে স্লোগান দেওয়া হয় জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে। পাপ্পু সিং-কে গ্রেফতার করলে সোমনাথ শ্যামকেও গ্রেফতারের দাবি জানিয়েছে ভাটপাড়া তৃণমুল কংগ্রেসের নেতা মন্নু সাউ এবং মনোজ গুহরা। সোমনাথ শ্যামের সঙ্গে ভিকি যাদব খুনের ঘটনায় মুল অভিযুক্ত পঙ্কজ সিং ওরফে ইমরান আহমেদর ঘনিষ্ঠ ছবি নিয়ে বিক্ষোভ দেখাল তৃণমুল। তাদের দাবি, ভিকি যাদব খুনের মূল অভিযুক্ত পঙ্কজ সিং-এর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক বিধায়ক সোমনাথ শ্যামের। তাহলে বিধায়কের কথা মতো পাপ্পু সিং-কে গ্রেফতার করা হলে বিধায়ককে কেন গ্রেফতার করা হবে না !

ভিকি যাদব খুনে অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত ওরফে পাপ্পু সিং গ্রেফতার হওয়ার পর থেকেই টুইস্ট সামনে আসতে শুরু করেছে। এবার বিষয়টি নিয়ে সামনে আসল খুনের মূল ষড়যন্ত্রকারী ধৃত পঙ্কজ সিং-কে ঘিরে। যার সঙ্গে আবার জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যামের সখ্যতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে এই পঙ্কজ সিংয়ের জন্মদিনের অনুষ্ঠানে হাজির রয়েছেন খোদ তৃণমূল বিধায়ক। শুধু হাজির থাকাই নয়, হাসিমুখে জন্মদিনের কেকও খাইয়ে দিচ্ছেন একে অপরকে। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে।

এই ভিডিয়ো সামনে আসতেই দলের বিধায়ক সোমনাথ শ‍্যামকে নিশানা করেছেন ব‍্যারাকপুরের সাংসদ ও তৃণমূলের দাপুটে নেতা অর্জুন সিং। এনিয়ে তিনি তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ভিকি যাদব খুনের ঘটনার পর থেকে বিধায়ক সোমনাথ শ‍্যামের মুখে বারবার উঠে এসেছে তাঁর ভাইপো পাপ্পু সিংয়ের নাম। তাঁকে বলতে শোনা গিয়েছে ভিকিকে খুন করিয়েছে পাপ্পুই। অথচ, এই খুনের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে ধৃত পঙ্কজ সিংকে দেখিয়েছে পুলিশ। এখন বলা হচ্ছে পাপ্পু সিংই এই ঘটনার অন্যতম ষড়যন্ত্রকারী। এটা যেন কোথাও পরস্পর বিরোধী মন্তব্য হয়ে যাচ্ছে বলেই জানিয়েছেন অর্জুন সিং।

তৃণমূল কর্মী ভিকি যাদব খুনে ধৃত সাংসদের ভাইপো সঞ্জিত ওরফে পাপ্পু সিং-কে শুক্রবার কড়া নিরাপত্তার বেষ্টনীতে তোলা হয় ব‍্যারাকপুর মহকুমা আদালতে।এদিন ধৃতের হয়ে জামিনের সওয়াল করেন পাপ্পুর আইনজীবী রাকেশ সিং।যদিও সেই জামিনের বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী।দু'পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক ধৃত পাপ্পু সিং-কে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এদিনও ধৃত পাপ্পু সিংয়ের হয়ে ব‍্যারাকপুর মহকুমা আদালত চত্বরে গলা ফাটান সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা-কর্মীরা । গ্রেফতারি নিয়ে বিধায়ক সোমনাথ শ‍্যামের বিরুদ্ধেও সোচ্চার হন তাঁরা । যদিও আদালত চত্বরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকায় তেমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এদিন।

আরও পড়ুন

  1. ভিকি যাদব খুনে ধৃত পঙ্কজ সিংয়ের সঙ্গে বিধায়ক সোমনাথ শ‍্যামের ছবি ভাইরাল, আক্রমণ সাংসদ অর্জুনের
  2. পিসি সরকার জুনিয়রকে তলব ইডির, সিজিও কমপ্লেক্সে হাজিরা জাদুসম্রাটের
  3. ভোর হতেই নবান্নের দরজায় ডিএ আন্দোলনকারীরা, ধরনায় বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসা

ব্যারাকপুর, 22 ডিসেম্বর: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর ভাইপো পাপ্পু সিং-এর গ্রেফতারে প্রতিবাদে বিক্ষোভ দেখাল তৃণমুল ৷ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে গ্রেফতারের দাবিও তোলা হয়েছে বিক্ষোভ থেকে ৷

শুক্রবার ভোর থেকেই তৃণমুলের অর্জুন-গোষ্ঠীর তরফে জমায়েত শুরু হয় মজদুর ভবনে। প্রকাশ্যে স্লোগান দেওয়া হয় জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে। পাপ্পু সিং-কে গ্রেফতার করলে সোমনাথ শ্যামকেও গ্রেফতারের দাবি জানিয়েছে ভাটপাড়া তৃণমুল কংগ্রেসের নেতা মন্নু সাউ এবং মনোজ গুহরা। সোমনাথ শ্যামের সঙ্গে ভিকি যাদব খুনের ঘটনায় মুল অভিযুক্ত পঙ্কজ সিং ওরফে ইমরান আহমেদর ঘনিষ্ঠ ছবি নিয়ে বিক্ষোভ দেখাল তৃণমুল। তাদের দাবি, ভিকি যাদব খুনের মূল অভিযুক্ত পঙ্কজ সিং-এর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক বিধায়ক সোমনাথ শ্যামের। তাহলে বিধায়কের কথা মতো পাপ্পু সিং-কে গ্রেফতার করা হলে বিধায়ককে কেন গ্রেফতার করা হবে না !

ভিকি যাদব খুনে অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত ওরফে পাপ্পু সিং গ্রেফতার হওয়ার পর থেকেই টুইস্ট সামনে আসতে শুরু করেছে। এবার বিষয়টি নিয়ে সামনে আসল খুনের মূল ষড়যন্ত্রকারী ধৃত পঙ্কজ সিং-কে ঘিরে। যার সঙ্গে আবার জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যামের সখ্যতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে এই পঙ্কজ সিংয়ের জন্মদিনের অনুষ্ঠানে হাজির রয়েছেন খোদ তৃণমূল বিধায়ক। শুধু হাজির থাকাই নয়, হাসিমুখে জন্মদিনের কেকও খাইয়ে দিচ্ছেন একে অপরকে। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে।

এই ভিডিয়ো সামনে আসতেই দলের বিধায়ক সোমনাথ শ‍্যামকে নিশানা করেছেন ব‍্যারাকপুরের সাংসদ ও তৃণমূলের দাপুটে নেতা অর্জুন সিং। এনিয়ে তিনি তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ভিকি যাদব খুনের ঘটনার পর থেকে বিধায়ক সোমনাথ শ‍্যামের মুখে বারবার উঠে এসেছে তাঁর ভাইপো পাপ্পু সিংয়ের নাম। তাঁকে বলতে শোনা গিয়েছে ভিকিকে খুন করিয়েছে পাপ্পুই। অথচ, এই খুনের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে ধৃত পঙ্কজ সিংকে দেখিয়েছে পুলিশ। এখন বলা হচ্ছে পাপ্পু সিংই এই ঘটনার অন্যতম ষড়যন্ত্রকারী। এটা যেন কোথাও পরস্পর বিরোধী মন্তব্য হয়ে যাচ্ছে বলেই জানিয়েছেন অর্জুন সিং।

তৃণমূল কর্মী ভিকি যাদব খুনে ধৃত সাংসদের ভাইপো সঞ্জিত ওরফে পাপ্পু সিং-কে শুক্রবার কড়া নিরাপত্তার বেষ্টনীতে তোলা হয় ব‍্যারাকপুর মহকুমা আদালতে।এদিন ধৃতের হয়ে জামিনের সওয়াল করেন পাপ্পুর আইনজীবী রাকেশ সিং।যদিও সেই জামিনের বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী।দু'পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক ধৃত পাপ্পু সিং-কে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এদিনও ধৃত পাপ্পু সিংয়ের হয়ে ব‍্যারাকপুর মহকুমা আদালত চত্বরে গলা ফাটান সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা-কর্মীরা । গ্রেফতারি নিয়ে বিধায়ক সোমনাথ শ‍্যামের বিরুদ্ধেও সোচ্চার হন তাঁরা । যদিও আদালত চত্বরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকায় তেমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এদিন।

আরও পড়ুন

  1. ভিকি যাদব খুনে ধৃত পঙ্কজ সিংয়ের সঙ্গে বিধায়ক সোমনাথ শ‍্যামের ছবি ভাইরাল, আক্রমণ সাংসদ অর্জুনের
  2. পিসি সরকার জুনিয়রকে তলব ইডির, সিজিও কমপ্লেক্সে হাজিরা জাদুসম্রাটের
  3. ভোর হতেই নবান্নের দরজায় ডিএ আন্দোলনকারীরা, ধরনায় বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসা
Last Updated : Dec 22, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.