ETV Bharat / state

হাসপাতালে যত্রতত্র পড়ে ব্যবহৃত পিপিই কিট, মাস্ক ; আতঙ্কে রোগীর পরিজনরা

author img

By

Published : Jun 16, 2021, 10:44 PM IST

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কোভিড ওয়ার্ড করা হয়েছে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে । পাশাপাশি চলছে অন্যান্য রোগের চিকিৎসাও ৷ একই সঙ্গে এই হাসপাতালে চলছে করোনার টিকাকরণও ৷ এই অবস্থায় চিকিৎসার সামগ্রী পড়ে থাকার চিত্র সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷

হাসপাতালে যত্রতত্র পড়ে ব্যবহৃত পিপিই কিট,মাস্ক
হাসপাতালে যত্রতত্র পড়ে ব্যবহৃত পিপিই কিট,মাস্ক

বসিরহাট, 16 জুন : হাসপাতাল চত্বরে যত্রতত্র পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই কিট, মাস্ক ৷ বসিরহাটের সরকারি হাসপাতালের এমন ছবি দেখে আতঙ্ক ছড়িয়েছে রোগী থেকে রোগী পরিবারের ৷ কাঠগড়ায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল ।

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কোভিড ওয়ার্ড করা হয়েছে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে । পাশাপাশি চলছে অন্যান্য রোগের চিকিৎসাও ৷ সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ার জন্য, বসিরহাটের মানুষজন এই হাসপাতালের উপরই নির্ভরশীল ৷ ফলে হাসপাতাল চত্বরে সর্বদাই রোগী ও রোগীর আত্মীয়দের ভিড় লেগে থাকে । একই সঙ্গে এই হাসপাতালে চলছে করোনার টিকাকরণও ৷ টিকা নিতেও সাধারণের আনাগোনা লেগে রয়েছে হাসপাতালে । আর এইসবের মাঝেই হাসপাতালে পড়ে থাকা ব্যবহৃত পিপিই কিট, মাস্ক এবং অন্যান্য করোনা চিকিৎসার সামগ্রী পড়ে থাকার চিত্র সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷

প্রশ্ন উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও । এবিষয়ে শরাফত আলি সরদার নামে এক রোগীর আত্মীয় বলেন, " হাসপাতাল চত্বরে চারদিকে যেভাবে ব্যবহৃত পিপিই কিট, মাস্ক সহ অন্যান্য সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাতে আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক । হাসপাতালে করোনা ছাড়াও, অন্যান্য রোগের চিকিৎসা চলছে । এই অবস্থায় হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি ৷" একই সুর শোনা গিয়েছে অপর এক রোগীর পরিজনের গলাতেও । তিনি বলেন, "হাসপাতালের এমাথা থেকে ওমাথা যেভাবে অপরিচ্ছন্ন হয়ে আছে, তাতে সুস্থ রোগীও অসুস্থ হয়ে পড়বে । তা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও মাথাব্যথা নেই । আমরা চাই হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক ৷"

হাসপাতালে যত্রতত্র পড়ে ব্যবহৃত পিপিই কিট,মাস্ক

আরও পড়ুন : প্রচণ্ড গরম, তাই পিপিই কিট না পরেই লালার নমুনা সংগ্রহ !

যদিও বিষয়টি নিয়ে কার্যত সাফাই দেওয়ার চেষ্টা করেছেন হাসপাতালের সুপার কালিদাস পোদ্দার । তিনি বলেন,"স্বাস্থ্য কর্মীদের কেউ কেউ হয়ত সঠিকভাবে পিপিই কিট ব্যবহার না করতে পারছেন না । যার ফলে এই সমস্যা দেখা দিতে পারে । আগামী দিনে যাতে এই সমস্যা না থাকে তার সমাধান করার চেষ্টা হবে ৷"

আরও পড়ুন : বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের তরফে জেলা স্বাস্থ্য দফতরের হাতে অক্সিজেন-পিপিই

বসিরহাট, 16 জুন : হাসপাতাল চত্বরে যত্রতত্র পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই কিট, মাস্ক ৷ বসিরহাটের সরকারি হাসপাতালের এমন ছবি দেখে আতঙ্ক ছড়িয়েছে রোগী থেকে রোগী পরিবারের ৷ কাঠগড়ায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল ।

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কোভিড ওয়ার্ড করা হয়েছে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে । পাশাপাশি চলছে অন্যান্য রোগের চিকিৎসাও ৷ সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ার জন্য, বসিরহাটের মানুষজন এই হাসপাতালের উপরই নির্ভরশীল ৷ ফলে হাসপাতাল চত্বরে সর্বদাই রোগী ও রোগীর আত্মীয়দের ভিড় লেগে থাকে । একই সঙ্গে এই হাসপাতালে চলছে করোনার টিকাকরণও ৷ টিকা নিতেও সাধারণের আনাগোনা লেগে রয়েছে হাসপাতালে । আর এইসবের মাঝেই হাসপাতালে পড়ে থাকা ব্যবহৃত পিপিই কিট, মাস্ক এবং অন্যান্য করোনা চিকিৎসার সামগ্রী পড়ে থাকার চিত্র সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷

প্রশ্ন উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও । এবিষয়ে শরাফত আলি সরদার নামে এক রোগীর আত্মীয় বলেন, " হাসপাতাল চত্বরে চারদিকে যেভাবে ব্যবহৃত পিপিই কিট, মাস্ক সহ অন্যান্য সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাতে আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক । হাসপাতালে করোনা ছাড়াও, অন্যান্য রোগের চিকিৎসা চলছে । এই অবস্থায় হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি ৷" একই সুর শোনা গিয়েছে অপর এক রোগীর পরিজনের গলাতেও । তিনি বলেন, "হাসপাতালের এমাথা থেকে ওমাথা যেভাবে অপরিচ্ছন্ন হয়ে আছে, তাতে সুস্থ রোগীও অসুস্থ হয়ে পড়বে । তা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও মাথাব্যথা নেই । আমরা চাই হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক ৷"

হাসপাতালে যত্রতত্র পড়ে ব্যবহৃত পিপিই কিট,মাস্ক

আরও পড়ুন : প্রচণ্ড গরম, তাই পিপিই কিট না পরেই লালার নমুনা সংগ্রহ !

যদিও বিষয়টি নিয়ে কার্যত সাফাই দেওয়ার চেষ্টা করেছেন হাসপাতালের সুপার কালিদাস পোদ্দার । তিনি বলেন,"স্বাস্থ্য কর্মীদের কেউ কেউ হয়ত সঠিকভাবে পিপিই কিট ব্যবহার না করতে পারছেন না । যার ফলে এই সমস্যা দেখা দিতে পারে । আগামী দিনে যাতে এই সমস্যা না থাকে তার সমাধান করার চেষ্টা হবে ৷"

আরও পড়ুন : বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের তরফে জেলা স্বাস্থ্য দফতরের হাতে অক্সিজেন-পিপিই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.