ETV Bharat / state

Deganga Death : সেপটিক ট্যাঙ্কের মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট, দেগঙ্গায় মৃত্যু যুবকের - একই দিনে দুটি অস্বাভাবিক মৃত্যু দেগঙ্গায়

একই দিনে দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার দেগঙ্গায় (Two unnatural deaths in Deganga) ।

death
death
author img

By

Published : Mar 28, 2022, 9:55 PM IST

দেগঙ্গা, 28 মার্চ : একই দিনে দুটি অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য উত্তর 24 পরগনার দেগঙ্গায় (Two unnatural deaths in Deganga)। প্রথম ঘটনাটি ঘটেছে দেগঙ্গার সোহাই শ্বেতপুর পঞ্চায়েতের মাঝের পাড়ায় । সেখানে আত্মঘাতী হয়েছেন একজন দিনমজুর ৷ অন্যদিকে সেপটিক ট্যাংকের মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান এক তরতাজা যুবক ৷

লকডাউনে কাজ হারিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন শ্বেতপুর পঞ্চায়েতের মাঝের পাড়ার ওই দিনমজুর বলে জানা গিয়েছে । মৃতের নাম ভজহরি গোলদার । বয়স 54 বছর ৷ সোমবার বাড়ির কাছেই আমবাগানে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত দেহটি উদ্ধার করে । পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় বারাসত জেলা হাসপাতালে । মৃতের ভাইপো পলাশ গোলদার বলেন, "করোনা অতিমারির জেরে কাজ হারিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন কাকা । বহু চেষ্টার পরও সেভাবে কোথাও কাজ পাচ্ছিলেন তিনি । যার ফলে সাংসারিক অশান্তি লেগে থাকত পরিবারে । সম্ভবত সেই কারণেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ।"

আরও পড়ুন : Ballygunge By Poll 2022 : বালিগঞ্জে বিজেপি প্রার্থীর প্রচারে ছুরি নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাঁপার পাড়ুই পাড়ায় । বাড়ির সেপটিক ট্যাঙ্কের মোটর মেরামত করতে গিয়ে সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে (Electric Shock) মৃত্যু হয় বিজয় পাড়ুই নামে বছর একুশের এক যুবকের । বছর দেড়েক আগে বিয়ে হয়েছিল তাঁর । ফলে মর্মান্তিক এই ঘটনায় শোকস্তদ্ধ নিহতের পরিবার । বিজয় পাড়ুই-এর শ্বশুর দীপঙ্কর ঘোষ বলেন, "জামাই বাড়ির ভিতরেই একটি সেপটিক ট্যাংক তৈরি করেছিল । ট্যাংকের মোটর খারাপ হওয়ার কারণে সেটি মেরামত করতে রবিবার বিকেলে ট্যাংকের ভিতরে নেমেছিল সে । তখনই কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় জামাই । প্রথমে বাড়িতেই দুধ খাইয়ে শুশ্রূষা করার চেষ্টা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই মারা যায় বিজয় । সোমবার তাঁর দেহ পুলিশ বিশ্বনাথপুর হাসপাতাল থেকে বারাসত জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ।" দুটি ঘটনাতেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ ।

আরও পড়ুন : Maheshtala TMC Inner Clash: মহেশতলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, চলল গুলি

দেগঙ্গা, 28 মার্চ : একই দিনে দুটি অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য উত্তর 24 পরগনার দেগঙ্গায় (Two unnatural deaths in Deganga)। প্রথম ঘটনাটি ঘটেছে দেগঙ্গার সোহাই শ্বেতপুর পঞ্চায়েতের মাঝের পাড়ায় । সেখানে আত্মঘাতী হয়েছেন একজন দিনমজুর ৷ অন্যদিকে সেপটিক ট্যাংকের মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান এক তরতাজা যুবক ৷

লকডাউনে কাজ হারিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন শ্বেতপুর পঞ্চায়েতের মাঝের পাড়ার ওই দিনমজুর বলে জানা গিয়েছে । মৃতের নাম ভজহরি গোলদার । বয়স 54 বছর ৷ সোমবার বাড়ির কাছেই আমবাগানে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত দেহটি উদ্ধার করে । পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় বারাসত জেলা হাসপাতালে । মৃতের ভাইপো পলাশ গোলদার বলেন, "করোনা অতিমারির জেরে কাজ হারিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন কাকা । বহু চেষ্টার পরও সেভাবে কোথাও কাজ পাচ্ছিলেন তিনি । যার ফলে সাংসারিক অশান্তি লেগে থাকত পরিবারে । সম্ভবত সেই কারণেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ।"

আরও পড়ুন : Ballygunge By Poll 2022 : বালিগঞ্জে বিজেপি প্রার্থীর প্রচারে ছুরি নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাঁপার পাড়ুই পাড়ায় । বাড়ির সেপটিক ট্যাঙ্কের মোটর মেরামত করতে গিয়ে সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে (Electric Shock) মৃত্যু হয় বিজয় পাড়ুই নামে বছর একুশের এক যুবকের । বছর দেড়েক আগে বিয়ে হয়েছিল তাঁর । ফলে মর্মান্তিক এই ঘটনায় শোকস্তদ্ধ নিহতের পরিবার । বিজয় পাড়ুই-এর শ্বশুর দীপঙ্কর ঘোষ বলেন, "জামাই বাড়ির ভিতরেই একটি সেপটিক ট্যাংক তৈরি করেছিল । ট্যাংকের মোটর খারাপ হওয়ার কারণে সেটি মেরামত করতে রবিবার বিকেলে ট্যাংকের ভিতরে নেমেছিল সে । তখনই কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় জামাই । প্রথমে বাড়িতেই দুধ খাইয়ে শুশ্রূষা করার চেষ্টা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই মারা যায় বিজয় । সোমবার তাঁর দেহ পুলিশ বিশ্বনাথপুর হাসপাতাল থেকে বারাসত জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ।" দুটি ঘটনাতেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ ।

আরও পড়ুন : Maheshtala TMC Inner Clash: মহেশতলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, চলল গুলি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.