ETV Bharat / state

বাড়ছে সংক্রমণ , উত্তর 24 পরগনায় কোরোনা আক্রান্ত আরও 2 - অশোকনগর

ফের উত্তর 24 পরগনায় কোরোনা আক্রান্ত হলেন দু'জন ৷ তাঁদের মধ্যে একজন অশোকনগর এবং অন্যজন বনগাঁর বাসিন্দা বলে জানা গেছে ৷ আজ তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসে ৷

Uttar 24 Pargana
অশোকনগর
author img

By

Published : May 6, 2020, 9:03 PM IST

বনগাঁ , 6 মে : কোরোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে রেড জ়োন উত্তর ২৪ পরগনায় । বুধবার জেলার অশোকনগর ও বনগাঁয় আরও দু'জনের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । জেলা স্বাস্থ্যবিভাগ থেকে ওই এলাকা সিল করে দিলেও আতঙ্কে রয়েছে জেলাবাসী ৷

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে , অশোকনগরে আক্রান্ত ব্যক্তি পুলিশে চাকরি করেন । তাঁর বাড়ি গোপালনগরে । অশোকনগরে তাঁর শ্বশুরবাড়ি । ওই পুলিশ কর্মী দিন কয়েক আগে হাওড়ায় ডিউটি করতে গিয়েছিলেন । সেখানে তিনি অসুস্থতা অনুভব করেন । তখন তিনি অশোকনগরে শ্বশুরবাড়িতে চলে আসেন । বাড়ির ভিতরেই থাকতেন । তিন দিন আগে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে কলকাতার বেলাঘাটা ID হাসপাতালে ভরতি করা হয় । তাঁর লালারস পরীক্ষা করা হয় । আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । আজ অশোকনগর পৌরসভার অন্তর্গত ওই এলাকাকে কনটেইনমেন্ট জ়োন করে দেওয়া হয় । পাশাপাশি গোটা এলাকা স্যানিটাইজ়ও হয়েছে । ওই পুলিশকর্মীর পরিবারের সদস্যদের হোম কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে ।

অন্য দিকে , বনগাঁর এক গৃহবধূর শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে ৷ ওই মহিলা কিডনির সমস্যা নিয়ে সম্প্রতি বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি হয়েছিলেন । 2 মে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন । বনগাঁর পৌরপ্রধান শংকর আঢ্য জানিয়েছেন , ওই মহিলার লালারস পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ বুধবার দুপুরে বনগাঁ পুলিশ প্রশাসন ও পৌরপ্রধান ঘটনাস্থানে গিয়ে বাঁশ দিয়ে এলাকা ঘিরে দেন । ওই মহিলার মেয়ে-জামাই ও কয়েকজন প্রতিবেশীকে কোয়ারানটিনে রাখার ব্যবস্থা করা হয়েছে ।

বনগাঁ , 6 মে : কোরোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে রেড জ়োন উত্তর ২৪ পরগনায় । বুধবার জেলার অশোকনগর ও বনগাঁয় আরও দু'জনের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । জেলা স্বাস্থ্যবিভাগ থেকে ওই এলাকা সিল করে দিলেও আতঙ্কে রয়েছে জেলাবাসী ৷

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে , অশোকনগরে আক্রান্ত ব্যক্তি পুলিশে চাকরি করেন । তাঁর বাড়ি গোপালনগরে । অশোকনগরে তাঁর শ্বশুরবাড়ি । ওই পুলিশ কর্মী দিন কয়েক আগে হাওড়ায় ডিউটি করতে গিয়েছিলেন । সেখানে তিনি অসুস্থতা অনুভব করেন । তখন তিনি অশোকনগরে শ্বশুরবাড়িতে চলে আসেন । বাড়ির ভিতরেই থাকতেন । তিন দিন আগে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে কলকাতার বেলাঘাটা ID হাসপাতালে ভরতি করা হয় । তাঁর লালারস পরীক্ষা করা হয় । আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । আজ অশোকনগর পৌরসভার অন্তর্গত ওই এলাকাকে কনটেইনমেন্ট জ়োন করে দেওয়া হয় । পাশাপাশি গোটা এলাকা স্যানিটাইজ়ও হয়েছে । ওই পুলিশকর্মীর পরিবারের সদস্যদের হোম কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে ।

অন্য দিকে , বনগাঁর এক গৃহবধূর শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে ৷ ওই মহিলা কিডনির সমস্যা নিয়ে সম্প্রতি বনগাঁ মহকুমা হাসপাতালে ভরতি হয়েছিলেন । 2 মে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন । বনগাঁর পৌরপ্রধান শংকর আঢ্য জানিয়েছেন , ওই মহিলার লালারস পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ বুধবার দুপুরে বনগাঁ পুলিশ প্রশাসন ও পৌরপ্রধান ঘটনাস্থানে গিয়ে বাঁশ দিয়ে এলাকা ঘিরে দেন । ওই মহিলার মেয়ে-জামাই ও কয়েকজন প্রতিবেশীকে কোয়ারানটিনে রাখার ব্যবস্থা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.