হাবরা, 6 জুলাই: নির্বাচন ঘিরে যত দ্বন্দ্বই থাকুক না কেন, রাজনীতিতে সৌজন্য বজায় রাখা জরুরি ৷ ইদানীং সেই সৌজন্য বোধ হারিয়ে যাচ্ছে ৷ এর মধ্যে পারস্পরিক সহাবস্থান এবং সৌজন্যের নজির গড়লেন হাবরার দুই গৃহবধূ ৷ একই পরিবারের দুই সদস্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দু'টি বিরোধী দলের প্রার্থী হয়েছেন ৷ তাঁদের দাবি, নির্বাচনী লড়াইকে সংসারের চৌহদ্দির মধ্যে ঢুকতে দেননি তাঁরা ৷ এই দুই গৃহবধূ এখন এলাকায় চর্চার বিষয় ৷
এই ঘটনা উত্তর 24 পরগনার হাবরার ৷ এখানে গুমা 2 নম্বর ব্লকে জমজমাট পঞ্চায়েতের লড়াই ৷ 132 নম্বর বুথে তৃণমূলের প্রার্থী হয়েছেন সুপর্ণা মণ্ডল ৷ আর তাঁরই জা গোপা মণ্ডল বিজেপি প্রার্থী ৷ এদিকে বাংলার রাজনীতিতে এই মুহূর্তে প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি ৷ পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসেবে একই পরিবারের দুই বধূকে বেছে নিয়েছে দুই দল ৷ শাসকদল তৃণমূল এবং বিরোধী বিজেপির মধ্যে দ্বন্দ্ব শুধুমাত্র রাজনৈতিক নয়, পার্থক্যটা আদর্শগতও ৷
আরও পড়ুন: ভোটার তালিকায় তিনি মৃত! ভোট দিতে না-পেরে ক্ষোভ শিক্ষক-ভোটকর্মীর
এই অবস্থায় প্রতিপক্ষ শিবিরের প্রার্থী হওয়ার প্রভাব সংসারে কতটা পড়েছে, এলাকাবাসীর মধ্যে এ নিয়ে কৌতূহল দেখা দেওয়াই স্বাভাবিক ৷ তবে জানা গিয়েছে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত হলেও, সাংসারিক জীবনে দুই বধূর মধ্যে বিস্তর মিল রয়েছে । সংসারে রাজনীতির আঁচ পড়তে দেননি তাঁরা ৷
পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণের আর মাত্র দু'দিন বাকি ৷ তাই শেষ মুহূর্তে প্রচারে কোনও খামতি রাখতে নারাজ দুই প্রার্থী সুপর্ণা ও গোপা ৷ সংসার সামলে প্রচার সারছেন ৷ আবার বাড়ি ফিরে দুই বিরোধী প্রার্থী ভাগাভাগি করে সংসারের কাজকর্ম করছেন ৷ দু'জনেরই সন্তান রয়েছে ৷ তাই রাজনীতি আর সংসার- দু'দিকই সমানতালে সামলাতে হচ্ছে তাঁদের ৷ আবার জয় নিয়েও আত্মবিশ্বাসী দুই জা ৷ তবে শেষ পর্যন্ত কে জেতেন, কে হারেন- নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পরই জানা যাবে ৷
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের প্রায় 48 ঘণ্টা আগে বীরভূমে বিজেপি নেতা খুন, অভিযুক্ত তৃণমূল
ফলাফল যাই হোক না কেন, দুই গৃবধূ ব্যক্তিগত সম্পর্কে তিক্ততা না এনে প্রচার করছেন ৷ পরস্পরকে আক্রমণ বা অসম্মান করার পথে হাঁটছেন না তাঁরা ৷ তা স্থানীয়দের কাছে নজির হয়ে উঠেছে ৷ সুপর্ণা এবং গোপাও সাফ জানিয়েছেন, জয়ী হন বা পরাজিত, সংসারে কোনওভাবেই আঁচড় পড়তে দেবেন না ৷ মানুষ পছন্দের প্রার্থীকে বেছে নেবেন ৷ জনতার সেই রায় মাথা পেতে নেবেন তাঁরা ৷