বসিরহাট, 9 জুন : নাবালিকাকে যৌন নির্যাতন ও সেই মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দেখানোর অভিযোগে গ্রেফতার দুই প্রতিবেশী যুবক (two accused arrested in hasnabad minor girl sexual harashment and threat case) ৷ বুধবার বসিরহাটের টাকি থেকে অভিযুক্তদের গ্রেফতার করে হাসনাবাদ থানার পুলিশ ৷ ধৃতদের নাম মকবুল গাজি ও সোয়েব আলি । ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
অভিযুক্ত প্রতিবেশী দুই যুবককে দাদা বলে ডাকত ওই নাবালিকা ৷ বসিরহাটেই বাড়ি ওই নাবালিকার ৷ বুধবার সকালে পাড়ারই একটি দোকানে কেনাকাটা করতে গিয়েছিল নাবালিকা । অভিযোগ, তখন তাকে ভুল বুঝিয়ে পাশের একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় অভিযুক্তরা । সেই কুকর্মের ছবি মোবাইলে বন্দিও করে তারা । কুকর্মের কথা কাউকে জানালে মোবাইলে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় ওই নাবালিকাকে ৷
আরও পড়ুন : Jagatdal Gang Rape : জগদ্দলে ছাত্রীকে গণধর্ষণের পর ভিডিয়ো, গ্রেফতার 3
ঘটনার পর বাড়ি ফিরে ভয়ে প্রথমে কাউকে কিছু বলতে সাহস পায়নি নাবালিকা ৷ কিন্তু তার আচরণে সন্দেহ হওয়ায় মা জোরাজুরি করতেই প্রকাশ্যে আসে বিষয়টি । এরপরই প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে হাসনাবাদ থানায় যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার ৷ অভিযোগ পেয়ে বুধবার দুপুরে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে পুলিশ (Hasnabad News)। এই বিষয়ে হাসনাবাদ থানার পুলিশ জানায়, বুধবার নির্যাতিতা নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হয়েছে । ধৃতদের বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে ।
আরও পড়ুন : Minor Boys Arrest : দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দিয়ে গ্রেফতার দুই নাবালক