ETV Bharat / state

ভাটপাড়ার আস্থা ভোট বৈধ, জানাল হাইকোর্ট

author img

By

Published : Jan 9, 2020, 1:51 PM IST

ভাটপাড়া পৌরসভার আস্থা ভোট বৈধ, এই ভোটের ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী প্রশাসনিক কাজ এগিয়ে নিয়ে যেতে কোনও বাধা নেই বলে আজ জানিয়ে দিল হাইকোর্ট ।

হাইকোর্ট
হাইকোর্ট

কলকাতা, 9 জানুয়ারি : ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আস্থা ভোটের রিপোর্ট খতিয়ে দেখল হাইকোর্ট । জানাল, সমস্ত কিছুই আইন অনুযায়ী হয়েছে। ফলে এই ভোটের ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী প্রশাসনিক কাজ এগিয়ে নিয়ে যেতে কোনও বাধা নেই ।

মঙ্গলবার বেলা 1টার সময় ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আস্থা ভোট করতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । জেলাশাসককে নির্দেশ দিয়েছিল ভোটের ফলাফল সংক্রান্ত রিপোর্ট খামে করে আজ সকালে হাইকোর্টে জমা করতে । সেইমতো মঙ্গলবার ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আস্থা ভোট হয় । আজ সেই সংক্রান্ত রিপোর্টও জমা পড়ে । রিপোর্ট খতিয়ে দেখার পর বিচারপতি দীপঙ্কর দত্ত ও প্রতীকপ্রকাশ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, সমস্ত কিছুই আইন অনুযায়ী হয়েছে ।

প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে ভাটপাড়া পৌরসভার ফল ঘোষণা না হলেও ভোটের ফলটা অনেকেই জানে । রাজ্যের শাসক দল হাজার 19-0 ব্যবধানে ভাটপাড়া পৌরসভা পুনরায় দখল করেছে । BJP ওইদিন ভোটে অংশগ্রহণই করেনি । পাশপাশি আজ BJP-র তরফে আইনজীবীও হাইকোর্টে কোনও মন্তব্য করেননি । তাঁরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ।

6 জানুয়ারি সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত ও প্রতীকপ্রকাশ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ । ভাটপাড়া পৌরসভায় 7 জানুয়ারি বেলা 1 টার সময় ফের চেয়ারম্যানকে আস্থাভোটের মুখোমুখি হতে হবে বলে নির্দেশ দেয় হাইকোর্ট । সেইমতোই ওইদিন সেখানে ভোট হয় ।

35 আসন বিশিষ্ট ভাটপাড়া পৌরসভায় 2015 সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল 34টি আসন । একটি আসনে জয়লাভ করেছিল CPI(M) । পরে একজন কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা এসে দাঁড়ায় 33 । লোকসভায় অর্জুন সিং BJP প্রার্থী হয়ে যাওয়ার পর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন । তৃণমূলের আসন সংখ্যা হয়ে দাঁড়ায় 32 । অর্জুন সিং লোকসভায় জয়লাভের পর 18জন কাউন্সিলর BJP-তে যোগ দেন । কিন্তু BJP-তে যাওয়া 18 জন কাউন্সিলরের মধ্যে 12 জন এর পর ফিরে আসে তৃণমূলে । তাতে তৃণমূলের ক্ষমতার পাল্লা ভারী হয় । এরপর 2 জানুয়ারি চেয়ারম্যান সৌরভ সিংয়ের বিরুদ্ধে যে আস্থা ভোট হয় সেই ভোটে রাজ্যের শাসক দল 19-0 ব্যবধানে জয় লাভ করেছিল । কিন্তু এই ভোটকে অবৈধ বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য BJP । সিঙ্গেল বেঞ্চ রাজ্য BJP-র সেই দাবিকে সংগত বলে 2 তারিখের ভোট বাতিল করে দিয়েছিল । পরে ডিভিশন বেঞ্চের নির্দেশে আবার 7 জানুয়ারি বেলা 1 টার সময় ভোট হয় ভাটপাড়া পৌরসভায় ।

কলকাতা, 9 জানুয়ারি : ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আস্থা ভোটের রিপোর্ট খতিয়ে দেখল হাইকোর্ট । জানাল, সমস্ত কিছুই আইন অনুযায়ী হয়েছে। ফলে এই ভোটের ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী প্রশাসনিক কাজ এগিয়ে নিয়ে যেতে কোনও বাধা নেই ।

মঙ্গলবার বেলা 1টার সময় ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আস্থা ভোট করতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । জেলাশাসককে নির্দেশ দিয়েছিল ভোটের ফলাফল সংক্রান্ত রিপোর্ট খামে করে আজ সকালে হাইকোর্টে জমা করতে । সেইমতো মঙ্গলবার ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আস্থা ভোট হয় । আজ সেই সংক্রান্ত রিপোর্টও জমা পড়ে । রিপোর্ট খতিয়ে দেখার পর বিচারপতি দীপঙ্কর দত্ত ও প্রতীকপ্রকাশ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, সমস্ত কিছুই আইন অনুযায়ী হয়েছে ।

প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে ভাটপাড়া পৌরসভার ফল ঘোষণা না হলেও ভোটের ফলটা অনেকেই জানে । রাজ্যের শাসক দল হাজার 19-0 ব্যবধানে ভাটপাড়া পৌরসভা পুনরায় দখল করেছে । BJP ওইদিন ভোটে অংশগ্রহণই করেনি । পাশপাশি আজ BJP-র তরফে আইনজীবীও হাইকোর্টে কোনও মন্তব্য করেননি । তাঁরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ।

6 জানুয়ারি সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত ও প্রতীকপ্রকাশ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ । ভাটপাড়া পৌরসভায় 7 জানুয়ারি বেলা 1 টার সময় ফের চেয়ারম্যানকে আস্থাভোটের মুখোমুখি হতে হবে বলে নির্দেশ দেয় হাইকোর্ট । সেইমতোই ওইদিন সেখানে ভোট হয় ।

35 আসন বিশিষ্ট ভাটপাড়া পৌরসভায় 2015 সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল 34টি আসন । একটি আসনে জয়লাভ করেছিল CPI(M) । পরে একজন কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা এসে দাঁড়ায় 33 । লোকসভায় অর্জুন সিং BJP প্রার্থী হয়ে যাওয়ার পর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন । তৃণমূলের আসন সংখ্যা হয়ে দাঁড়ায় 32 । অর্জুন সিং লোকসভায় জয়লাভের পর 18জন কাউন্সিলর BJP-তে যোগ দেন । কিন্তু BJP-তে যাওয়া 18 জন কাউন্সিলরের মধ্যে 12 জন এর পর ফিরে আসে তৃণমূলে । তাতে তৃণমূলের ক্ষমতার পাল্লা ভারী হয় । এরপর 2 জানুয়ারি চেয়ারম্যান সৌরভ সিংয়ের বিরুদ্ধে যে আস্থা ভোট হয় সেই ভোটে রাজ্যের শাসক দল 19-0 ব্যবধানে জয় লাভ করেছিল । কিন্তু এই ভোটকে অবৈধ বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য BJP । সিঙ্গেল বেঞ্চ রাজ্য BJP-র সেই দাবিকে সংগত বলে 2 তারিখের ভোট বাতিল করে দিয়েছিল । পরে ডিভিশন বেঞ্চের নির্দেশে আবার 7 জানুয়ারি বেলা 1 টার সময় ভোট হয় ভাটপাড়া পৌরসভায় ।

Intro:ভাটপাড়া পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা সংক্রান্ত ভোট আইন অনুযায়ী হয়েছে জানালো হাইকোর্ট

কলকাতা 9 জানুয়ারি:
পরশুদিন ভাটপাড়া পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে যে অনাস্থা সংক্রান্ত ভোট হয়েছে ,তার রিপোর্ট খতিয়ে দেখে হাইকোর্ট জানালো ,সমস্ত কিছুই আইন অনুযায়ী হয়েছে। ফলে এই ভোটের ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী প্রশাসনিক কাজ এগিয়ে নিয়ে যেতে কোন বাধা নেই।


Body:গত পরশু ভাটপাড়া পৌরসভা চেয়ারম্যানের অনাস্থা সংক্রান্ত যে ভোট হয়েছে হাইকোর্টের নির্দেশে তার রিপোর্ট জমা পড়লেও আজ বিচারপতি দীপঙ্কর দত্ত প্রতীক প্রকাশ ব্যানার্জির ডিভিশন বেঞ্চে। রিপোর্ট খতিয়ে দেখার পর ডিভিশন বেঞ্চ জানিয়েছে সমস্ত কিছুই আইন অনুযায়ী হয়েছে। হাইকোর্টের নির্দেশে গত পরশুদিন বেলা একটার সময় ফের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা সংক্রান্ত মিটিং করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবং জেলাশাসক কে নির্দেশ দিয়েছিল ভোটের ফলাফল সংক্রান্ত রিপোর্টখামবন্দী আজ সকালে হাইকোর্টে জমা করতে। সেই রিপোর্ট জমা পড়ে আজ। রিপোর্ট দেখার পর ডিভিশন বেঞ্চ জানিয়েছে ভোটের ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী প্রশাসনিক কাজ এগিয়ে নিয়ে যেতে কোন বাধা নেই।
প্রসঙ্গত প্রশাসনের তরফ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা না হলেও আমরা জানি ভোটের ফলাফল ইতিমধ্যেই সংবাদমাধ্যমে প্রকাশিত। রাজ্যের শাসক দল হাজার 19-0 ব্যবধানে ভাটপাড়া পৌরসভা পুনরায় দখল করেছে। বিজেপি ঐদিন ভোটে অংশগ্রহণ করেনি। তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি আজ বিজেপির তরফ এ আইনজীবী ও হাইকোর্টে কোন মন্তব্য করেননি।

এর আগে 6 জানুয়ারি
সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত ও প্রতিক প্রকাশ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ। ভাটপাড়া পুরসভায় 7 জানুয়ারি বেলা একটার সময় ফের চেয়ারম্যানকে আস্থাভোটের মুখোমুখি হতে হবে নির্দেশ দেয় হাইকোর্ট। আজ হাইকোর্টকে সকাল সাড়ে দশটার সময় বন্ধ খামে জেলাশাসক কে রিপোর্ট দিয়ে জানানোর নির্দেশ দেওয়া হয় ভোটের ফলাফল।

35 আসন বিশিষ্ট ভাটপাড়া পৌরসভায় 20 15 সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল 34 টি আসন। একটি আসনে জয়লাভ করেছিল সিপিএম। পরে একজন কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা এসে দাঁড়ায় 33 ।লোকসভায় অর্জুন সিং বিজেপি প্রার্থী হয়ে যাওয়ার পর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন ।তৃণমূলের আসন সংখ্যা হয়ে দাঁড়ায় 32। অর্জুন সিং লোকসভায় জয়লাভের পর 18 জন কাউন্সিলর বিজেপিতে যোগদান। কিন্তু কিন্তু বিজেপিতে যোগদান করা 18 জন কাউন্সিলর মধ্যে এর পর ফের তৃণমূলে 12 জন ফিরে আসেন ।তাতে তৃণমূলের ক্ষমতার পাল্লা ভারী হয়। এরপর 2 জানুয়ারি চেয়ারম্যান সৌরভ সিং এর বিরুদ্ধে যে অনাস্থা ভোট হয় সেই ভোটে রাজ্যের শাসক দল 19-0 ব্যবধানে জয় লাভ করেছিল। কিন্তু এই ভোট অবৈধ বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। সিঙ্গেল বেঞ্চ রাজ্য বিজেপির সেই দাবিকে সংগত বলে দু তারিখের ভোট বাতিল করে দিয়েছিল। পরে ডিভিশন বেঞ্চের নির্দেশে আবার 7 জানুয়ারি বেলা 1 টার সময় ভোট হয় ভাটপাড়া পৌরসভায়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.