ETV Bharat / state

Jyotipriya Mallick: গাড়িতে ট্রাকের ধাক্কা ! বরাতজোরে রক্ষা পেলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় - Minister Jyotipriya Mallick Car Accident

নিয়ন্ত্রণ হারিয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Minister Jyotipriya Mallick) গাড়িতে ধাক্কা মারল একটি দশ চাকার ট্রাক ৷ ঘটনায় গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও মন্ত্রী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By

Published : Jan 31, 2023, 6:29 AM IST

দেগঙ্গা, 31 জানুয়ারি: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Minister Jyotipriya Mallick Car Accident)। সোমবার রাতে তাঁর গাড়িতে ধাক্কা মারে সবজি বোঝাই দশ চাকার একটি ট্রাক । দুর্ঘটনায় গাড়ির সামান্য ক্ষতি হলেও বরাতজোরে বেঁচে গিয়েছেন মন্ত্রী । সূত্রের খবর, দুর্ঘটনায় বনমন্ত্রীর কোনও আঘাত না-লাগলেও ঘটনার জেরে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন তিনি । কিছুক্ষণ পর অবশ্য তাঁর গাড়ি রওনা হয়ে যায় নির্দিষ্ট গন্তব্যের দিকে । এই ঘটনায় মন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ।

দলীয় কর্মসূচি সেরে সোমবার রাতে দেগঙ্গা থেকে সল্টলেকের বাড়িতে ফিরছিলেন বনমন্ত্রী তথা জেলা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক । টাকি রোড ধরে মন্ত্রীর কনভয় যখন নূরনগর এলাকা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে সবজি বোঝাই দশ চাকার ট্রাকটি । তাতে সামান্য ক্ষতি হয়েছে মন্ত্রীর গাড়ির । তবে শারীরিক কোনও আঘাত লাগেনি । গাড়ির গতি কম থাকার কারণেই বড় দুর্ঘটনার হাত থেকে কোনওরকমে রক্ষা পেয়েছেন বনমন্ত্রী । এমনটাই খবর পুলিশ সূত্রে ।

কিন্তু প্রশ্ন হল পর্যাপ্ত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারল দশ চাকার ওই ট্রাকটি ? তাহলে কি দুর্ঘটনার আগে বনমন্ত্রীর কনভয়ে থাকা নিরাপত্তাকর্মীদের কোনওভাবে নজর এড়িয়ে গিয়েছিল বিষয়টি ? নাকি সেদিকে খেয়ালই করেননি তাঁরা ? এমনই সব প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে দুর্ঘটনার পর । যদিও,এই বিষয়ে দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, দশ চাকার ট্রাকটির ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির যান্ত্রিক আর কোনও ত্রুটি ছিল কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

এদিকে ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও তাঁর চালককে আটক করে দেগঙ্গা থানায় নিয়ে যায় পুলিশ । যদিও পরবর্তীতে কোনও মামলা রুজু না হওয়ায় আটক ওই চালককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : তৃণমূল কাউন্সিলরের পিকনিকে মাংস-ভাত খেয়ে অসুস্থ শতাধিক

দেগঙ্গা, 31 জানুয়ারি: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Minister Jyotipriya Mallick Car Accident)। সোমবার রাতে তাঁর গাড়িতে ধাক্কা মারে সবজি বোঝাই দশ চাকার একটি ট্রাক । দুর্ঘটনায় গাড়ির সামান্য ক্ষতি হলেও বরাতজোরে বেঁচে গিয়েছেন মন্ত্রী । সূত্রের খবর, দুর্ঘটনায় বনমন্ত্রীর কোনও আঘাত না-লাগলেও ঘটনার জেরে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন তিনি । কিছুক্ষণ পর অবশ্য তাঁর গাড়ি রওনা হয়ে যায় নির্দিষ্ট গন্তব্যের দিকে । এই ঘটনায় মন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ।

দলীয় কর্মসূচি সেরে সোমবার রাতে দেগঙ্গা থেকে সল্টলেকের বাড়িতে ফিরছিলেন বনমন্ত্রী তথা জেলা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক । টাকি রোড ধরে মন্ত্রীর কনভয় যখন নূরনগর এলাকা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে সবজি বোঝাই দশ চাকার ট্রাকটি । তাতে সামান্য ক্ষতি হয়েছে মন্ত্রীর গাড়ির । তবে শারীরিক কোনও আঘাত লাগেনি । গাড়ির গতি কম থাকার কারণেই বড় দুর্ঘটনার হাত থেকে কোনওরকমে রক্ষা পেয়েছেন বনমন্ত্রী । এমনটাই খবর পুলিশ সূত্রে ।

কিন্তু প্রশ্ন হল পর্যাপ্ত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারল দশ চাকার ওই ট্রাকটি ? তাহলে কি দুর্ঘটনার আগে বনমন্ত্রীর কনভয়ে থাকা নিরাপত্তাকর্মীদের কোনওভাবে নজর এড়িয়ে গিয়েছিল বিষয়টি ? নাকি সেদিকে খেয়ালই করেননি তাঁরা ? এমনই সব প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে দুর্ঘটনার পর । যদিও,এই বিষয়ে দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, দশ চাকার ট্রাকটির ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির যান্ত্রিক আর কোনও ত্রুটি ছিল কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

এদিকে ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও তাঁর চালককে আটক করে দেগঙ্গা থানায় নিয়ে যায় পুলিশ । যদিও পরবর্তীতে কোনও মামলা রুজু না হওয়ায় আটক ওই চালককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : তৃণমূল কাউন্সিলরের পিকনিকে মাংস-ভাত খেয়ে অসুস্থ শতাধিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.