মেদিনীপুর, 14 নভেম্বর: অভিষেক-আতঙ্কে ভুগছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এমনটাই দাবি তৃণমূল যুব কংগ্রেসের (Trinamool Youth Congress) ৷ তাই নন্দীগ্রামের বিধায়কের মানসিক সুস্বাস্থ্য় চেয়ে তাঁর বাড়িতে কার্ড ও গোলাপ ফুল পাঠানোর পরিকল্পনা করেছে তারা ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) যুব সংগঠনের তরফে জানানো হয়েছে যে পশ্চিম মেদিনীপুর থেকেই সোমবার এক হাজার কার্ড পাঠানো হয়েছে ৷ এই জেলা থেকে তৃণমূল প্রায় 10 হাজার যুব নেতা-কর্মী শুভেন্দুকে ওই কার্ড ও ফুল পাঠাবেন শুভেন্দু অধিকারীর বাড়িতে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, এই বিতর্কের শুরু শুভেন্দু অধিকারীর একটি টুইটকে কেন্দ্র করে ৷ ওই টুইটে শুভেন্দু কলকাতার একটি পাঁচতারা হোটেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছেলের জন্মদিন পালনের অভিযোগ তুলেছেন ৷ তা নিয়ে কটাক্ষ করেছিলেন ৷ যদিও তৃণমূলের দাবি, ওই অনুষ্ঠান আসলে ছিল একটি ফুটবল ক্লাবের ৷ সেখানেই হাজির হয়েছিলেন অভিষেক ৷
সেখান থেকেই শাসক শিবিরের তরফে কটাক্ষ ছুঁড়ে দেওয়া হয় যে অভিষেক-আতঙ্কে ভুগছেন শুভেন্দু ৷ আর সেই বিষয়টি নিয়েই বিভিন্ন জেলায় তৃণমূল যুব কর্মীরা ময়দানে নেমে পড়েছেন ৷ শুরু হয়েছে শুভেন্দুর সুস্থ কামনায় কার্ড ও গোলাপ পাঠানো ৷ পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের যুব নেতা সন্দীপ সিংহের উদ্যোগে জেলা থেকে 10 হাজার গ্রিটিংস কার্ড পাঠানোর উদ্যোগ নেওয়া হয় ।
সন্দীপ সিংহ বলেন, ‘‘গেরুয়া শিবিরে যাওয়ার পরেই আমাদের দলে থাকা এই নেতা (শুভেন্দু) নিজের মানসিকতা হারিয়েছেন এবং বিকৃত মানসিকতা হয়েই বিভিন্ন সময় তিনি ভুলে ভরা পোস্ট করছেন । যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একটি ভুল পোস্ট করে ফেলেছেন । তাই আমি ওঁর সুস্থ কামনা করছি ।’’
এর সঙ্গে তাঁর সংযোজন, ‘‘এই সুস্থতা কামনার জন্য আমরা টাটকা গোলাপ এবং গ্রিটিংস কার্ড নিজের হাতে লিখে পাঠিয়ে দিচ্ছি । ইতিমধ্যে এক হাজার কার্ড পাঠানো হয়ে গিয়েছে । আমাদের টার্গেট জেলা থেকে 10 হাজার কার্ড পাঠানো হবে । গোটা রাজ্য থেকে লক্ষাধিক ।’’
আরও পড়ুন: 'মহিলা এবং আদিবাসীদের হেয় করা শুভেন্দুর স্বভাব', বিরোধী দলনেতাকে পালটা নিশানা তৃণমূলের