ETV Bharat / state

Suvendu Adhikari: অভিষেক-আতঙ্কে ভুগছেন শুভেন্দু ! সুস্থতা চেয়ে বিরোধী দলনেতার বাড়িতে লক্ষাধিক কার্ড পাঠাচ্ছে যুব তৃণমূল - তৃণমূল কংগ্রেস

তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) নিয়ে আতঙ্কে ভুগছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাই ভুলে ভরা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় ৷ তাই শুভেন্দুকে লক্ষাধিক কার্ড পাঠাচ্ছে যুব তৃণমূল (Trinamool Youth Congress) ৷

Trinamool Youth Congress sending get well soon cards to Suvendu Adhikari
Suvendu Adhikari: অভিষেক-আতঙ্কে ভুগছেন শুভেন্দু ! সুস্থতা চেয়ে বিরোধী দলনেতার বাড়িতে লক্ষাধিক কার্ড পাঠাচ্ছে যুব তৃণমূল
author img

By

Published : Nov 14, 2022, 5:21 PM IST

মেদিনীপুর, 14 নভেম্বর: অভিষেক-আতঙ্কে ভুগছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এমনটাই দাবি তৃণমূল যুব কংগ্রেসের (Trinamool Youth Congress) ৷ তাই নন্দীগ্রামের বিধায়কের মানসিক সুস্বাস্থ্য় চেয়ে তাঁর বাড়িতে কার্ড ও গোলাপ ফুল পাঠানোর পরিকল্পনা করেছে তারা ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) যুব সংগঠনের তরফে জানানো হয়েছে যে পশ্চিম মেদিনীপুর থেকেই সোমবার এক হাজার কার্ড পাঠানো হয়েছে ৷ এই জেলা থেকে তৃণমূল প্রায় 10 হাজার যুব নেতা-কর্মী শুভেন্দুকে ওই কার্ড ও ফুল পাঠাবেন শুভেন্দু অধিকারীর বাড়িতে ৷

Trinamool Youth Congress sending get well soon cards to Suvendu Adhikari
শুভেন্দু অধিকারীকে পাঠানো কার্ড হাতে তৃণমূল যুব নেতারা

এখানে উল্লেখ করা প্রয়োজন, এই বিতর্কের শুরু শুভেন্দু অধিকারীর একটি টুইটকে কেন্দ্র করে ৷ ওই টুইটে শুভেন্দু কলকাতার একটি পাঁচতারা হোটেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছেলের জন্মদিন পালনের অভিযোগ তুলেছেন ৷ তা নিয়ে কটাক্ষ করেছিলেন ৷ যদিও তৃণমূলের দাবি, ওই অনুষ্ঠান আসলে ছিল একটি ফুটবল ক্লাবের ৷ সেখানেই হাজির হয়েছিলেন অভিষেক ৷

Trinamool Youth Congress sending get well soon cards to Suvendu Adhikari
শুভেন্দু অধিকারীকে পাঠানো কার্ড হাতে তৃণমূল যুব নেতারা

সেখান থেকেই শাসক শিবিরের তরফে কটাক্ষ ছুঁড়ে দেওয়া হয় যে অভিষেক-আতঙ্কে ভুগছেন শুভেন্দু ৷ আর সেই বিষয়টি নিয়েই বিভিন্ন জেলায় তৃণমূল যুব কর্মীরা ময়দানে নেমে পড়েছেন ৷ শুরু হয়েছে শুভেন্দুর সুস্থ কামনায় কার্ড ও গোলাপ পাঠানো ৷ পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের যুব নেতা সন্দীপ সিংহের উদ্যোগে জেলা থেকে 10 হাজার গ্রিটিংস কার্ড পাঠানোর উদ্যোগ নেওয়া হয় ।

অভিষেক-আতঙ্কে ভুগছেন শুভেন্দু ! সুস্থতা চেয়ে বিরোধী দলনেতার বাড়িতে লক্ষাধিক কার্ড পাঠাচ্ছে যুব তৃণমূল

সন্দীপ সিংহ বলেন, ‘‘গেরুয়া শিবিরে যাওয়ার পরেই আমাদের দলে থাকা এই নেতা (শুভেন্দু) নিজের মানসিকতা হারিয়েছেন এবং বিকৃত মানসিকতা হয়েই বিভিন্ন সময় তিনি ভুলে ভরা পোস্ট করছেন । যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একটি ভুল পোস্ট করে ফেলেছেন । তাই আমি ওঁর সুস্থ কামনা করছি ।’’

এর সঙ্গে তাঁর সংযোজন, ‘‘এই সুস্থতা কামনার জন্য আমরা টাটকা গোলাপ এবং গ্রিটিংস কার্ড নিজের হাতে লিখে পাঠিয়ে দিচ্ছি । ইতিমধ্যে এক হাজার কার্ড পাঠানো হয়ে গিয়েছে । আমাদের টার্গেট জেলা থেকে 10 হাজার কার্ড পাঠানো হবে । গোটা রাজ্য থেকে লক্ষাধিক ।’’

আরও পড়ুন: 'মহিলা এবং আদিবাসীদের হেয় করা শুভেন্দুর স্বভাব', বিরোধী দলনেতাকে পালটা নিশানা তৃণমূলের

মেদিনীপুর, 14 নভেম্বর: অভিষেক-আতঙ্কে ভুগছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এমনটাই দাবি তৃণমূল যুব কংগ্রেসের (Trinamool Youth Congress) ৷ তাই নন্দীগ্রামের বিধায়কের মানসিক সুস্বাস্থ্য় চেয়ে তাঁর বাড়িতে কার্ড ও গোলাপ ফুল পাঠানোর পরিকল্পনা করেছে তারা ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) যুব সংগঠনের তরফে জানানো হয়েছে যে পশ্চিম মেদিনীপুর থেকেই সোমবার এক হাজার কার্ড পাঠানো হয়েছে ৷ এই জেলা থেকে তৃণমূল প্রায় 10 হাজার যুব নেতা-কর্মী শুভেন্দুকে ওই কার্ড ও ফুল পাঠাবেন শুভেন্দু অধিকারীর বাড়িতে ৷

Trinamool Youth Congress sending get well soon cards to Suvendu Adhikari
শুভেন্দু অধিকারীকে পাঠানো কার্ড হাতে তৃণমূল যুব নেতারা

এখানে উল্লেখ করা প্রয়োজন, এই বিতর্কের শুরু শুভেন্দু অধিকারীর একটি টুইটকে কেন্দ্র করে ৷ ওই টুইটে শুভেন্দু কলকাতার একটি পাঁচতারা হোটেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছেলের জন্মদিন পালনের অভিযোগ তুলেছেন ৷ তা নিয়ে কটাক্ষ করেছিলেন ৷ যদিও তৃণমূলের দাবি, ওই অনুষ্ঠান আসলে ছিল একটি ফুটবল ক্লাবের ৷ সেখানেই হাজির হয়েছিলেন অভিষেক ৷

Trinamool Youth Congress sending get well soon cards to Suvendu Adhikari
শুভেন্দু অধিকারীকে পাঠানো কার্ড হাতে তৃণমূল যুব নেতারা

সেখান থেকেই শাসক শিবিরের তরফে কটাক্ষ ছুঁড়ে দেওয়া হয় যে অভিষেক-আতঙ্কে ভুগছেন শুভেন্দু ৷ আর সেই বিষয়টি নিয়েই বিভিন্ন জেলায় তৃণমূল যুব কর্মীরা ময়দানে নেমে পড়েছেন ৷ শুরু হয়েছে শুভেন্দুর সুস্থ কামনায় কার্ড ও গোলাপ পাঠানো ৷ পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের যুব নেতা সন্দীপ সিংহের উদ্যোগে জেলা থেকে 10 হাজার গ্রিটিংস কার্ড পাঠানোর উদ্যোগ নেওয়া হয় ।

অভিষেক-আতঙ্কে ভুগছেন শুভেন্দু ! সুস্থতা চেয়ে বিরোধী দলনেতার বাড়িতে লক্ষাধিক কার্ড পাঠাচ্ছে যুব তৃণমূল

সন্দীপ সিংহ বলেন, ‘‘গেরুয়া শিবিরে যাওয়ার পরেই আমাদের দলে থাকা এই নেতা (শুভেন্দু) নিজের মানসিকতা হারিয়েছেন এবং বিকৃত মানসিকতা হয়েই বিভিন্ন সময় তিনি ভুলে ভরা পোস্ট করছেন । যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একটি ভুল পোস্ট করে ফেলেছেন । তাই আমি ওঁর সুস্থ কামনা করছি ।’’

এর সঙ্গে তাঁর সংযোজন, ‘‘এই সুস্থতা কামনার জন্য আমরা টাটকা গোলাপ এবং গ্রিটিংস কার্ড নিজের হাতে লিখে পাঠিয়ে দিচ্ছি । ইতিমধ্যে এক হাজার কার্ড পাঠানো হয়ে গিয়েছে । আমাদের টার্গেট জেলা থেকে 10 হাজার কার্ড পাঠানো হবে । গোটা রাজ্য থেকে লক্ষাধিক ।’’

আরও পড়ুন: 'মহিলা এবং আদিবাসীদের হেয় করা শুভেন্দুর স্বভাব', বিরোধী দলনেতাকে পালটা নিশানা তৃণমূলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.