ETV Bharat / state

TMC Panchayat Member: গুলিতে নিহত 'বিধায়ক ঘনিষ্ঠ' জয়ী তৃণমূল প্রার্থী, কাঠগড়ায় দলের অন্য গোষ্ঠী - হাড়োয়ার খাসবালান্দা পঞ্চায়েত

TMC Panchayat Member Death in Haroa: দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল বিধায়ক হাজি নুরুল ইসলাম ঘনিষ্ঠ তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যের । ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাড়োয়ায় । মৃত্যুতে শাসকদলেরই অপর গোষ্ঠীর দিকে আঙুল তুলল নিহতের পরিবার ।

TMC Panchayat Member Death
শেখ সাহেব আলি
author img

By

Published : Aug 13, 2023, 1:46 PM IST

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু 'বিধায়ক ঘনিষ্ঠ' পঞ্চায়েত সদস্যের

হাড়োয়া, 13 অগস্ট: পঞ্চায়েতের বোর্ড গঠনের পরও হিংসা, রক্তপাতের বিরাম নেই । এবার হাড়োয়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য । নিহতের নাম শেখ সাহেব আলি । বয়স 40 । শনিবারই হাড়োয়ার খাসবালান্দা পঞ্চায়েতের বোর্ড গঠনে অংশ নিয়েছিলেন তৃণমূলের এই জয়ী পঞ্চায়েত সদস্য । ঘাসফুল শিবিরের একটি অংশের দাবি, হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম ঘনিষ্ঠ এই পঞ্চায়েত সদস্য এবার প্রধান ও উপপ্রধান পদের দাবিদার ছিলেন । কিন্তু কোনও পদই তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ । তার ওপর দলের অপর গোষ্ঠীর একাংশের ক্ষোভ ছিল সাহেব আলির উপর । তার জেরেই এই খুন বলে দাবি করেছে নিহতের পরিবার ।

নিহতের মেয়ে সিমরন পারভীন বলেন,"দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে বাবার ওঠাবসা থাকায় তৃণমূলের অন‍্য গোষ্ঠী হিংসা করত তাঁকে । বেশ কিছুদিন ধরেই সেই গোষ্ঠীর লোকজন বাবাকে খুন করার পরিকল্পনা করছিল । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বাবাকে খুন হতে হয়েছে । আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক ৷"

নিহতের স্ত্রীও সেই দাবি তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন ।

পুলিশ সূত্রে খবর, তৃণমূলের অঞ্চল সভাপতি সিরাজ গাজীর সঙ্গে দেখা করে এক সঙ্গীকে নিয়ে বাইকে করে বিথারী গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি । তখনই শেখ সাহেবের পথ আগলে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ীরা বলে অভিযোগ । এর মধ্যে দুটি গুলি লাগে তাঁর শরীরে । একটি মাথায় । অন‍্যটি বুকে । রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য । গুলিবিদ্ধ তৃণমূল নেতা শেখ সাহেবকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি । চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনার পরই উত্তেজিত জনতা দুষ্কৃতীদের ফেলে যাওয়া একটি বাইকে আগুন ধরিয়ে দেয় । রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোতেও ভাঙচুর চালিয়ে ফেলে দেওয়া হয় নয়ানজুলিতে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে হাড়োয়া থানার বিশাল পুলিশবাহিনী । খুনের পিছনে গোষ্ঠীদ্বন্দ্ব নাকি পুরনো কোনও আক্রোশ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ । তবে মৃতের পরিবার দলেরই অন্য গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তুলেছে । যা এই ঘটনায় অন্য মাত্রা যোগ করেছে । এলাকা শান্ত রাখতে পুলিশ পিকেট বসানো হয়েছে । সেই সঙ্গে খোঁজ চলছে অভিযুক্ত আততায়ীদেরও ।

আরও পড়ুন: পরাজিত হতেই দুঃখে 'শূন্যে গুলি', কদম্বগাছি পঞ্চায়েত বোর্ড গঠনে বিচিত্র ঘটনা

সূত্রের খবর, হাড়োয়ার সামলা এলাকার 243 নম্বর বুথ থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে জয়ী হন সাহেব আলি । পঞ্চায়েত সদস্যের পাশাপাশি তিনি হাড়োয়া এক নম্বর ব্লকের কিষাণ খেতমজুর সংগঠনের তৃণমূলের সভাপতি পদেও ছিলেন । ফলে, এই খুনের ঘটনায় রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে পরিবারের অন্দরে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত 12টা নাগাদ তাঁদের কাছে খবর আসে সামলা বাজার চত্বরে পড়ে রয়েছে তৃণমূল নেতার রক্তাক্ত দেহ । খবর পেয়ে ছুটে এসে পরিবারের লোকজন দেখেন, রাস্তার পাশে পঞ্চায়েত সদস্য সাহেব আলির নিথর দেহ পড়ে রয়েছে । পাশেই তাঁর মোটর বাইকটি দাঁড় করানো । সেখানেও বুলেটের চিহ্ন স্পষ্ট । অর্থ‍্যাৎ, লক্ষ্যভ্রষ্ট হয়ে দুষ্কৃতীদের ছোঁড়া গুলি বাইকের তেলের ট‍্যাঙ্কি ভেদ করে বেরিয়ে গিয়েছে বলে অনুমান । এরপরই পুলিশের সামনে দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের সদস্যরা । যা চলে গভীর রাত পর্যন্ত । পরে র‍্যাফ ও কমবাট ফোর্স এনে মৃতদেহ তুলতে সমর্থ্য হয় পুলিশ ।

আরও পড়ুন: পঞ্চায়েত বোর্ড তৃণমূলের, চাবি থাকল কংগ্রেসের হাতে; অবাক ছবি ইংরেজবাজারে

এদিকে, খুনের ঘটনায় বিষাদের ছায়া নিহতের পরিবারে । সাহেব আলির খুনের পর কীভাবে তিন কন‍্যাকে মানুষ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নিহতের স্ত্রী হালিমা বিবি । বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের পর রবিবার সাহেব আলির দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে ।

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু 'বিধায়ক ঘনিষ্ঠ' পঞ্চায়েত সদস্যের

হাড়োয়া, 13 অগস্ট: পঞ্চায়েতের বোর্ড গঠনের পরও হিংসা, রক্তপাতের বিরাম নেই । এবার হাড়োয়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য । নিহতের নাম শেখ সাহেব আলি । বয়স 40 । শনিবারই হাড়োয়ার খাসবালান্দা পঞ্চায়েতের বোর্ড গঠনে অংশ নিয়েছিলেন তৃণমূলের এই জয়ী পঞ্চায়েত সদস্য । ঘাসফুল শিবিরের একটি অংশের দাবি, হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম ঘনিষ্ঠ এই পঞ্চায়েত সদস্য এবার প্রধান ও উপপ্রধান পদের দাবিদার ছিলেন । কিন্তু কোনও পদই তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ । তার ওপর দলের অপর গোষ্ঠীর একাংশের ক্ষোভ ছিল সাহেব আলির উপর । তার জেরেই এই খুন বলে দাবি করেছে নিহতের পরিবার ।

নিহতের মেয়ে সিমরন পারভীন বলেন,"দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে বাবার ওঠাবসা থাকায় তৃণমূলের অন‍্য গোষ্ঠী হিংসা করত তাঁকে । বেশ কিছুদিন ধরেই সেই গোষ্ঠীর লোকজন বাবাকে খুন করার পরিকল্পনা করছিল । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বাবাকে খুন হতে হয়েছে । আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক ৷"

নিহতের স্ত্রীও সেই দাবি তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন ।

পুলিশ সূত্রে খবর, তৃণমূলের অঞ্চল সভাপতি সিরাজ গাজীর সঙ্গে দেখা করে এক সঙ্গীকে নিয়ে বাইকে করে বিথারী গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি । তখনই শেখ সাহেবের পথ আগলে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ীরা বলে অভিযোগ । এর মধ্যে দুটি গুলি লাগে তাঁর শরীরে । একটি মাথায় । অন‍্যটি বুকে । রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য । গুলিবিদ্ধ তৃণমূল নেতা শেখ সাহেবকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি । চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনার পরই উত্তেজিত জনতা দুষ্কৃতীদের ফেলে যাওয়া একটি বাইকে আগুন ধরিয়ে দেয় । রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোতেও ভাঙচুর চালিয়ে ফেলে দেওয়া হয় নয়ানজুলিতে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে হাড়োয়া থানার বিশাল পুলিশবাহিনী । খুনের পিছনে গোষ্ঠীদ্বন্দ্ব নাকি পুরনো কোনও আক্রোশ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ । তবে মৃতের পরিবার দলেরই অন্য গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তুলেছে । যা এই ঘটনায় অন্য মাত্রা যোগ করেছে । এলাকা শান্ত রাখতে পুলিশ পিকেট বসানো হয়েছে । সেই সঙ্গে খোঁজ চলছে অভিযুক্ত আততায়ীদেরও ।

আরও পড়ুন: পরাজিত হতেই দুঃখে 'শূন্যে গুলি', কদম্বগাছি পঞ্চায়েত বোর্ড গঠনে বিচিত্র ঘটনা

সূত্রের খবর, হাড়োয়ার সামলা এলাকার 243 নম্বর বুথ থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে জয়ী হন সাহেব আলি । পঞ্চায়েত সদস্যের পাশাপাশি তিনি হাড়োয়া এক নম্বর ব্লকের কিষাণ খেতমজুর সংগঠনের তৃণমূলের সভাপতি পদেও ছিলেন । ফলে, এই খুনের ঘটনায় রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে পরিবারের অন্দরে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত 12টা নাগাদ তাঁদের কাছে খবর আসে সামলা বাজার চত্বরে পড়ে রয়েছে তৃণমূল নেতার রক্তাক্ত দেহ । খবর পেয়ে ছুটে এসে পরিবারের লোকজন দেখেন, রাস্তার পাশে পঞ্চায়েত সদস্য সাহেব আলির নিথর দেহ পড়ে রয়েছে । পাশেই তাঁর মোটর বাইকটি দাঁড় করানো । সেখানেও বুলেটের চিহ্ন স্পষ্ট । অর্থ‍্যাৎ, লক্ষ্যভ্রষ্ট হয়ে দুষ্কৃতীদের ছোঁড়া গুলি বাইকের তেলের ট‍্যাঙ্কি ভেদ করে বেরিয়ে গিয়েছে বলে অনুমান । এরপরই পুলিশের সামনে দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের সদস্যরা । যা চলে গভীর রাত পর্যন্ত । পরে র‍্যাফ ও কমবাট ফোর্স এনে মৃতদেহ তুলতে সমর্থ্য হয় পুলিশ ।

আরও পড়ুন: পঞ্চায়েত বোর্ড তৃণমূলের, চাবি থাকল কংগ্রেসের হাতে; অবাক ছবি ইংরেজবাজারে

এদিকে, খুনের ঘটনায় বিষাদের ছায়া নিহতের পরিবারে । সাহেব আলির খুনের পর কীভাবে তিন কন‍্যাকে মানুষ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নিহতের স্ত্রী হালিমা বিবি । বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের পর রবিবার সাহেব আলির দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.