ব্যারাকপুর, 20 জুলাই: হালিশহর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কল্পনা বিশ্বাসের স্বামী শ্যামল বিশ্বাসের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল৷ তিনি স্থানীয়দের থেকে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা প্রকল্পের কয়েক লক্ষাধিক টাকা নিয়েছেন বলে অভিযোগ ৷ কাটমানি ফেরতের দাবিতে শ্যামলবাবুর ছবিসহ একটি বড় ফ্লেক্স তাঁর বাড়ির সামনে টাঙিয়ে দেন এলাকার বাসিন্দাদের একাংশ ৷
স্থানীয় বাসিন্দা শুক্লা দে-র অভিযোগ, তাঁর 2 লাখ 74 হাজার টাকা নিয়েছেন শ্যামলবাবু ৷ তবুও এখনও পর্যন্ত তাঁর ঘর ঢালাই হয়নি ৷ ঘর তৈরির সব জিনিস খুলে নিয়ে চলে এসেছেন বলেও তাঁর অভিযোগ ৷ আর এক বাসিন্দা সমীর কর্মকারের বক্তব্য, "সরকারি আবাস যোজনার ঘর করে দেবেন বলে আমার কাছ থেকে 35 হাজার টাকা নিয়েছিলেন শ্যামলবাবু ৷ ছাদ করার টাকা নিলেও তা দেয়নি ৷ টাকা চাইতে গেলে মারধরের হুমকি দেওয়া হচ্ছে ৷"
বিষয়টি নিয়ে কল্পনাদেবী বা শ্যামলবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ শ্যামল বিশ্বাসের ভাই বলেন, দাদা-বৌদি কেউ বাড়ি নেই ৷ কোথায় থাকতে পারেন সেই বিষয়ে কিছু জানেন না ৷ তবে দাদার বিরুদ্ধে তোলা কাটমানি নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি ৷ বরং বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ তাঁর ৷ বলেন, " আমরা মানুষের সেবার কাজেই থাকি ৷ 1টাকা কারও কাছ থেকে নিই না ৷ রাজনৈতিক উদ্দেশ্যেই এই অপপ্রচার করা হচ্ছে আমার দাদার নামে ৷"