ETV Bharat / state

হোয়াইট হাউজে গিয়ে বাইডেনের কাছে অভিযোগ করুন রাজ্যপাল, কটাক্ষ জ্যোতিপ্রিয়র - aitc

দিল্লিতে রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জানাতে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এই নিয়ে রাজ্যপালকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷

trinamool congress leader jyotipriyo mallick slams governor dhankhar on post poll violence issue
হোয়াইট হাউজে গিয়ে বাইডেনের কাছে অভিযোগ করুন রাজ্যপাল, কটাক্ষ জ্যোতিপ্রিয় মল্লিকের
author img

By

Published : Jun 19, 2021, 7:22 PM IST

হাবড়া, 19 জুন : পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ৷ এই অভিযোগে নিয়ে চলতি সপ্তাহে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক ব্যক্তির সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ কিন্তু এসব জায়গায় অভিযোগ জানিয়ে লাভ নেই ৷ তার চেয়ে রাজ্যপালের হোয়াইট হাউজে গিয়ে অভিযোগ জানানো উচিত ৷ এমনটাই মনে করেন তৃণমূল কংগ্রেস নেতা তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷

শনিবার উত্তর 24 পরগনার হাবড়া মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় একটি রক্তদান শিবির হয় ৷ সেখানে হাজির হয়েছিলেন স্থানীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ৷ সঙ্গে ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা সাংসদ কাকলি ঘোষদস্তিদার ৷ ওই অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের কাছে এভাবে রাজ্যপালের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন জ্যোতিপ্রিয় ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : স্বাধীন ভারতে সবচেয়ে ভয়াবহ ভোট পরবর্তী হিংসা বাংলায়, তোপ ধনকড়ের

তিনি বলেন, ‘‘দিল্লিতে অভিযোগ করে কিছু হবে না । রাজ্যপাল যদি হোয়াইট হাউজে অভিযোগ করতেন ভাল হত ৷ বাইডেনের কাছে অভিযোগ করলে ভাল হত । রাজ্যপালের যা লেভেল, তাতে ওঁর এখন কিন্তু ভারতবর্ষে ছাড়িয়ে বিশ্ব মানচিত্রে চলে যাওয়া উচিত । উনি অভিযোগের আর কোনও জায়গা পাননি ।"

একই সঙ্গে রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই সদস্য ৷ তাঁর প্রশ্ন, ‘‘রাজ্যপালের এত অসুবিধা কেন ? ভারতীয় জনতা পার্টির দায়িত্ব কী তাঁকে দেওয়া হয়েছে ? সভাপতি কি করা হয়েছে ? এখনও তো সভাপতি করা হয়নি তাঁকে । তিনি এত দায়িত্ব নিচ্ছেন কেন ?’’

আরও পড়ুন : Amit-Dhankhar : কলকাতায় ফেরার আগে অমিত-ধনকড় বৈঠক

তাঁর দাবি, ‘‘ভোট পরবর্তীতে এখনও পর্যন্ত দাঁড়িয়ে বলতে পারি একটাও হিংসার ঘটনা ঘটেনি । যত হিংসার ঘটনা বিজেপি করেছে । তৃণমূল কংগ্রেসের কর্মীরা বেশি মারা গিয়েছেন । আজও বিজেপি মিথ্যা-অসত্যের উপরে চলেছে । একটা রাজনৈতিক দল মিথ্যা-অসত্য করে চলেছে বলেই রাজনৈতিক দলটা গোহারা হেরেছে ।"

উল্টে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘‘উত্তর 24 পরগনার 33টি বিধানসভা কেন্দ্রে দেখান তো কোথায় গন্ডগোল হয়েছে ? একটা জায়গায় দেখাতে পারলে আমি জ্যোতিপ্রিয় মল্লিক সব ছেড়ে চলে যাব । এখানে কোনও গন্ডগোল নেই । গন্ডগোল তৈরি করছে ওরা ।’’

আরও পড়ুন : Mahua Moitra : "আঙ্কেলজি দেখা করলেন দাদুর সঙ্গে", মহুয়ার নয়া টুইট-ব্যঙ্গ

তাঁর অভিযোগ, ‘‘মিথ্যা আর অসত্যের উপরে দাঁড়িয়ে আছে রাজ্যপাল । তাঁর অভিযোগ এখানে হবে না । হয় রাষ্ট্রপুঞ্জে করুন, আর না হয় আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন সাহেবকে করুন । আর কিছু করার নেই, উনি সব জায়গায় পৌঁছে গিয়েছেন ।’’

হাবড়া, 19 জুন : পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ৷ এই অভিযোগে নিয়ে চলতি সপ্তাহে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক ব্যক্তির সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ কিন্তু এসব জায়গায় অভিযোগ জানিয়ে লাভ নেই ৷ তার চেয়ে রাজ্যপালের হোয়াইট হাউজে গিয়ে অভিযোগ জানানো উচিত ৷ এমনটাই মনে করেন তৃণমূল কংগ্রেস নেতা তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷

শনিবার উত্তর 24 পরগনার হাবড়া মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় একটি রক্তদান শিবির হয় ৷ সেখানে হাজির হয়েছিলেন স্থানীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ৷ সঙ্গে ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা সাংসদ কাকলি ঘোষদস্তিদার ৷ ওই অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের কাছে এভাবে রাজ্যপালের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন জ্যোতিপ্রিয় ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : স্বাধীন ভারতে সবচেয়ে ভয়াবহ ভোট পরবর্তী হিংসা বাংলায়, তোপ ধনকড়ের

তিনি বলেন, ‘‘দিল্লিতে অভিযোগ করে কিছু হবে না । রাজ্যপাল যদি হোয়াইট হাউজে অভিযোগ করতেন ভাল হত ৷ বাইডেনের কাছে অভিযোগ করলে ভাল হত । রাজ্যপালের যা লেভেল, তাতে ওঁর এখন কিন্তু ভারতবর্ষে ছাড়িয়ে বিশ্ব মানচিত্রে চলে যাওয়া উচিত । উনি অভিযোগের আর কোনও জায়গা পাননি ।"

একই সঙ্গে রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই সদস্য ৷ তাঁর প্রশ্ন, ‘‘রাজ্যপালের এত অসুবিধা কেন ? ভারতীয় জনতা পার্টির দায়িত্ব কী তাঁকে দেওয়া হয়েছে ? সভাপতি কি করা হয়েছে ? এখনও তো সভাপতি করা হয়নি তাঁকে । তিনি এত দায়িত্ব নিচ্ছেন কেন ?’’

আরও পড়ুন : Amit-Dhankhar : কলকাতায় ফেরার আগে অমিত-ধনকড় বৈঠক

তাঁর দাবি, ‘‘ভোট পরবর্তীতে এখনও পর্যন্ত দাঁড়িয়ে বলতে পারি একটাও হিংসার ঘটনা ঘটেনি । যত হিংসার ঘটনা বিজেপি করেছে । তৃণমূল কংগ্রেসের কর্মীরা বেশি মারা গিয়েছেন । আজও বিজেপি মিথ্যা-অসত্যের উপরে চলেছে । একটা রাজনৈতিক দল মিথ্যা-অসত্য করে চলেছে বলেই রাজনৈতিক দলটা গোহারা হেরেছে ।"

উল্টে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘‘উত্তর 24 পরগনার 33টি বিধানসভা কেন্দ্রে দেখান তো কোথায় গন্ডগোল হয়েছে ? একটা জায়গায় দেখাতে পারলে আমি জ্যোতিপ্রিয় মল্লিক সব ছেড়ে চলে যাব । এখানে কোনও গন্ডগোল নেই । গন্ডগোল তৈরি করছে ওরা ।’’

আরও পড়ুন : Mahua Moitra : "আঙ্কেলজি দেখা করলেন দাদুর সঙ্গে", মহুয়ার নয়া টুইট-ব্যঙ্গ

তাঁর অভিযোগ, ‘‘মিথ্যা আর অসত্যের উপরে দাঁড়িয়ে আছে রাজ্যপাল । তাঁর অভিযোগ এখানে হবে না । হয় রাষ্ট্রপুঞ্জে করুন, আর না হয় আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন সাহেবকে করুন । আর কিছু করার নেই, উনি সব জায়গায় পৌঁছে গিয়েছেন ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.