ETV Bharat / state

Barasat BJP : বারাসতে বিজেপি কর্মীকে মারধর, আক্রান্ত মেয়েও; কাঠগড়ায় তৃণমূল

দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের মারধরে আহত বিজেপি কর্মী (Barasat BJP) ৷ বাবাকে বাঁচাতে গিয়ে আহত মেয়েও ৷ ঘটনায় অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারাসত পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সূর্যসেন পল্লিতে ৷

bjp
আহত বিজেপি কর্মী
author img

By

Published : Jan 16, 2022, 10:59 PM IST

বারাসত, 16 জানুয়ারি : বিজেপি কর্মীর উপর হামলা এবং বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বাবাকে বাঁচাতে এসে প্রহৃত হয়েছেন মেয়েও । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে । আহত বিজেপি কর্মী শঙ্কর দাস ও তাঁর মেয়েকে ভর্তি করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে । এর মধ্যে শঙ্কর দাসের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে । প্রথমে বারাসত থানায় পরিবারের লোকেরা অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা নিতে চায়নি বলে জানায় স্থানীয় বিজেপি নেতৃত্ব (barasat bjp news) । পরে অভিযোগ দায়ের হয়েছে ৷ এদিকে, হামলা ঘিরে রীতিমতো চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে । যদিও এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ নেই বলে দাবি শাসক শিবিরের ।

বিজেপি কর্মী শঙ্কর দাসের বাড়ি বারাসত পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে । শনিবার রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার সময় স্থানীয় একটি ক্লাবের সামনে তাঁর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী । তাদের সকলের হাতেই লাঠিসোঁটা ও রড ছিল বলে দাবি করেছেন শঙ্করবাবু । এরপর কিছু বুঝে ওঠার আগেই সশস্ত্র দুষ্কৃতীরা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর শুরু করে । খবর পেয়ে বাবাকে বাঁচাতে মেয়ে ঘটনাস্থলে এলে তাঁকেও মাটিতে ফেলে মারধর এবং নিগৃহীত করা হয় বলে অভিযোগ । এরপর সেখান থেকে চম্পট দেয় হামলাকারীরা । পরে স্থানীয় লোকজন আহত দু'জনকে উদ্ধার করে নিয়ে যায় বারাসত জেলা হাসপাতালে । সেখানেই আপাতত চিকিৎসা চলছে বাবা ও মেয়ের । ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বারাসত পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সূর্যসেন পল্লিতে ।
আরও পড়ুন : Babu Master Arrested : আগ্নেয়াস্ত্র-সহ বিধাননগর পুলিশের জালে হাসনাবাদের দাপুটে নেতা বাবু মাস্টার

দলীয় কর্মী ও তাঁর মেয়েকে দেখতে রবিবার সকালে বারাসত হাসপাতালে যান বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাত নম্বর ওয়ার্ডে বারবার হামলার ঘটনায় শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি । সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন । তিনি বলেন, "তৃণমূলের স্থানীয় কো-অর্ডিনেটর অরুণ ভৌমিকের মদতেই ওই বিজেপি কর্মীর উপর হামলা চালিয়েছে শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীরা । হামলাকারীদের কয়েকজনের নামও আমরা জানতে পেরেছি । পুলিশ কোনও অভিযোগ নিতে চাইছে না । যদি পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা না নেয়,তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে নামব ।"

যদিও হামলার অভিযোগ অস্বীকার করে বারাসত পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূলের কো-অর্ডিনেটর অরুণ ভৌমিক বলেন, "ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই । এটা সম্পূর্ণ চুরির ঘটনা । কয়েকদিন আগে এলাকায় গাড়ির ব্যাটারি চুরি হয় । সেই চুরির সন্দেহে স্থানীয় লোকজন তাঁকে ধরে মারধর করে বলে শুনেছি । কেউ যদি রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করে,তাহলে মানুষ তাঁকে চোর-ই ভাববে । এলাকায় গেলে আসল ঘটনা জানা যাবে ।"

বারাসত, 16 জানুয়ারি : বিজেপি কর্মীর উপর হামলা এবং বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বাবাকে বাঁচাতে এসে প্রহৃত হয়েছেন মেয়েও । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে । আহত বিজেপি কর্মী শঙ্কর দাস ও তাঁর মেয়েকে ভর্তি করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে । এর মধ্যে শঙ্কর দাসের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে । প্রথমে বারাসত থানায় পরিবারের লোকেরা অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা নিতে চায়নি বলে জানায় স্থানীয় বিজেপি নেতৃত্ব (barasat bjp news) । পরে অভিযোগ দায়ের হয়েছে ৷ এদিকে, হামলা ঘিরে রীতিমতো চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে । যদিও এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ নেই বলে দাবি শাসক শিবিরের ।

বিজেপি কর্মী শঙ্কর দাসের বাড়ি বারাসত পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে । শনিবার রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার সময় স্থানীয় একটি ক্লাবের সামনে তাঁর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী । তাদের সকলের হাতেই লাঠিসোঁটা ও রড ছিল বলে দাবি করেছেন শঙ্করবাবু । এরপর কিছু বুঝে ওঠার আগেই সশস্ত্র দুষ্কৃতীরা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর শুরু করে । খবর পেয়ে বাবাকে বাঁচাতে মেয়ে ঘটনাস্থলে এলে তাঁকেও মাটিতে ফেলে মারধর এবং নিগৃহীত করা হয় বলে অভিযোগ । এরপর সেখান থেকে চম্পট দেয় হামলাকারীরা । পরে স্থানীয় লোকজন আহত দু'জনকে উদ্ধার করে নিয়ে যায় বারাসত জেলা হাসপাতালে । সেখানেই আপাতত চিকিৎসা চলছে বাবা ও মেয়ের । ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বারাসত পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সূর্যসেন পল্লিতে ।
আরও পড়ুন : Babu Master Arrested : আগ্নেয়াস্ত্র-সহ বিধাননগর পুলিশের জালে হাসনাবাদের দাপুটে নেতা বাবু মাস্টার

দলীয় কর্মী ও তাঁর মেয়েকে দেখতে রবিবার সকালে বারাসত হাসপাতালে যান বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাত নম্বর ওয়ার্ডে বারবার হামলার ঘটনায় শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি । সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন । তিনি বলেন, "তৃণমূলের স্থানীয় কো-অর্ডিনেটর অরুণ ভৌমিকের মদতেই ওই বিজেপি কর্মীর উপর হামলা চালিয়েছে শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীরা । হামলাকারীদের কয়েকজনের নামও আমরা জানতে পেরেছি । পুলিশ কোনও অভিযোগ নিতে চাইছে না । যদি পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা না নেয়,তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে নামব ।"

যদিও হামলার অভিযোগ অস্বীকার করে বারাসত পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূলের কো-অর্ডিনেটর অরুণ ভৌমিক বলেন, "ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই । এটা সম্পূর্ণ চুরির ঘটনা । কয়েকদিন আগে এলাকায় গাড়ির ব্যাটারি চুরি হয় । সেই চুরির সন্দেহে স্থানীয় লোকজন তাঁকে ধরে মারধর করে বলে শুনেছি । কেউ যদি রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করে,তাহলে মানুষ তাঁকে চোর-ই ভাববে । এলাকায় গেলে আসল ঘটনা জানা যাবে ।"

আরও পড়ুন : Post Poll Violence in Bengal: বারাসতের বিজেপি নেতার মৃত্যুতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু সিবিআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.