ETV Bharat / state

শিয়ালদহ-রানাঘাট মেন শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত - মজফপরপুর প্যাসঞ্জারের পেন্টোগ্রাফ ভেঙে বিপত্তি

সকালে আফিস টাইমে একটি লাইন দিয়ে ট্রেন চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে রেল ৷ তবে প্রতিটি ট্রেনই প্রায় প্রায় দেড় ঘণ্টা দেরিতে চলছে ৷ ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ৷

শিয়ালদহ রানাঘাট মেন শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত
শিয়ালদহ রানাঘাট মেন শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত
author img

By

Published : Feb 18, 2021, 11:03 AM IST

নৈহাটি, 18 ফেব্রুয়ারি : ট্রেনের পেন্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বিপত্তি ৷ শিয়ালদহ রানাঘাট মেন শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত । রাত 2টো নাগাদ নৈহাটি স্টেশনের কাছে মজফপরপুর প্যাসঞ্জারের পেন্টোগ্রাফ ভেঙে পড়ে ৷ তরপরই শিয়ালদা রানাঘাট শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে ৷

সকালে আফিস টাইমে একটি লাইন দিয়ে ট্রেন চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে রেল ৷ তবে প্রতিটি ট্রেনই প্রায় প্রায় দেড় ঘণ্টা দেরিতে চলছে ৷ ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ৷ এছাড়া শিয়ালদা উত্তরের অন্যতম ব্যস্ত শাখায় এই বিপত্তি হওয়ায় ভিড় বাড়তে থাকে স্টেশনগুলিতে ৷

আরও পড়ুন : এসএসকেএমে নিয়ে আসা হল জাকির হোসেনকে, দ্রুত আরোগ্য কামনায় টুইট বিজয়বর্গীয়র

ভোরের দিকে প্রায় 2 ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আটকে পরে বেশ কয়েক জোড়া দূরপাল্লা ও লোকাল ট্রেন । তারপর থেকে বেশির ভাগ ট্রেনকে প্যাসেঞ্জার স্পেশাল করে চালানো হচ্ছে । রেলের তরফে জানানো হয়েছে পরিস্থিতি সামল দিতে বিকাল হবে ৷

নৈহাটি, 18 ফেব্রুয়ারি : ট্রেনের পেন্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বিপত্তি ৷ শিয়ালদহ রানাঘাট মেন শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত । রাত 2টো নাগাদ নৈহাটি স্টেশনের কাছে মজফপরপুর প্যাসঞ্জারের পেন্টোগ্রাফ ভেঙে পড়ে ৷ তরপরই শিয়ালদা রানাঘাট শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে ৷

সকালে আফিস টাইমে একটি লাইন দিয়ে ট্রেন চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে রেল ৷ তবে প্রতিটি ট্রেনই প্রায় প্রায় দেড় ঘণ্টা দেরিতে চলছে ৷ ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ৷ এছাড়া শিয়ালদা উত্তরের অন্যতম ব্যস্ত শাখায় এই বিপত্তি হওয়ায় ভিড় বাড়তে থাকে স্টেশনগুলিতে ৷

আরও পড়ুন : এসএসকেএমে নিয়ে আসা হল জাকির হোসেনকে, দ্রুত আরোগ্য কামনায় টুইট বিজয়বর্গীয়র

ভোরের দিকে প্রায় 2 ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আটকে পরে বেশ কয়েক জোড়া দূরপাল্লা ও লোকাল ট্রেন । তারপর থেকে বেশির ভাগ ট্রেনকে প্যাসেঞ্জার স্পেশাল করে চালানো হচ্ছে । রেলের তরফে জানানো হয়েছে পরিস্থিতি সামল দিতে বিকাল হবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.